

রাশিয়ার রাজধানী মস্কোর কাছে একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ সাতজন নিহত হয়েছেন। মঙ্গলবার ইভানোভো অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিমানটি এএন-২২ সিরিজের একটি সামরিক পরিবহন উড়োজাহাজ। ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় মেরামতের পর বিমানটি পরীক্ষামূলক উড্ডয়ন (টেস্ট ফ্লাইট) করা হচ্ছিল। এতে সাতজন ক্রু ও প্রযুক্তিবিদ ছিলেন।
সামরিক বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি জনশূন্য এলাকায় আছড়ে পড়ে। ফলে বিমানের বাইরে অন্য কারো হতাহতের আশঙ্কা নেই বলে জানায় মন্ত্রণালয়।
দুর্ঘটনার কারণ জানতে এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারা কাজ শুরু করেছে। সূত্র : তাস
মন্তব্য করুন