কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

এবার রাশিয়ার প্রতিবেশী দেশে সেনা পাঠাচ্ছে জার্মানি

পুরোনো ছবি
পুরোনো ছবি

রাশিয়ার প্রতিবেশী দেশ লিথুয়ানিয়ায় সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে জার্মানি। এরই মধ্যে এ বিষয়ে একটি রোডম্যাপ প্রণয়ণে কাজ শুরু করে দিয়েছে দুই দেশ। গতকাল সোমবার (২ অক্টোবর) সংবাদমাধ্যম ইআরআরকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস।

জার্মানি ও লিথুয়ানিয়া পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য। কয়েক সপ্তাহ আহে লিথুয়ানিয়ায় আরও ৪ হাজার জার্মান সেনা মোতায়েনের কথা জানিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস। অবশ্য ন্যাটোর ব্যাটলফ্রন্টের অংশ হিসেবে বর্তমানে লিথুয়ানিয়ায় দেড় হাজার জার্মান সেনা অবস্থান করছে।

জার্মান প্রতিরক্ষামন্ত্রী বলেন, ন্যাটোর পূর্ব ইউরোপীয় উইংয়ের প্রতি সংহতি প্রদর্শনের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে সেনা মোতায়েনের আগে এখনো অনেক বাকি। আগামী নভেম্বরের শেষ দিকে বা ডিসেম্বরের শুরুর দিকে এ বিষয়ে একটি রোডম্যাপ প্রণয়নের প্রত্যাশা করছে জার্মানি ও লিথুয়ানিয়া।

এর আগে গত রোববার (১ অক্টোবর) ইউক্রেনে ব্রিটিশ সেনা মোতায়েন করার কথা জানিয়েছিলেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপস। রুশ সেনাদের মোকাবিলায় জেলেনস্কি বাহিনীকে প্রশিক্ষণ দিতেই তাদের মোতায়েন করার কথা জানিয়েছিল যুক্তরাজ্য। যদিও পরে মস্কোর হুমকিতে এমন সিদ্ধান্ত থেকে সরে এসেছে যুক্তরাজ্য।

স্থানীয় সময় রোববার ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক জানান, এখনই ইউক্রেনের ব্রিটিশ সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই। যদিও এর আগে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপস কিয়েভের সহায়তায় সেখানে সেনা মোতায়েনের কথা জানিয়েছিলেন।

এখন পর্যন্ত ইউক্রেনে বিপুল সামরিক সহায়তা দিলেও সরাসরি সেনা মোতায়েন থেকে বিরত থেকেছে পশ্চিমা দেশগুলো। রাশিয়ার সঙ্গে ন্যাটোর সরাসরি সংঘাত এড়াতেই এমন পদক্ষেপ নিচ্ছে না তারা। বিশ্লেষকরা বলছেন, এমনটা করা হলে তা হবে পারমাণবিক হামলার ও তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর চূড়ান্ত ধাপ।

এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপস জানান, রুশ সেনাদের মোকাবিলায় ইউক্রেনের সেনাবাহিনীকে উন্নত প্রশিক্ষণের অংশ হিসেবে কিয়েভে সামরিক প্রশিক্ষক পাঠাতে পারে যুক্তরাজ্য। পশ্চিমা বহুদেশ ইউক্রেনের সেনাদের নিজ দেশে প্রশিক্ষণ দিলেও এখনো কেউ কিয়েভে সামরিক প্রশিক্ষক পাঠায়নি।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। তিনি জানান, ইউক্রেনে যদি ব্রিটিশ সেনা পাঠানো হয় তবে তারা রুশ বাহিনীর বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে বিএনপির ৪ ইউনিটের কমিটি স্থগিত

সাময়িক বন্ধের পর আকাশসীমা আবার খুলে দিল ইরান

১১ দলীয় সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলনের নতুন বার্তা

১২ ফেব্রুয়ারিই পাবনার দুটি আসনে নির্বাচন

তুমি শুধু পরিবারের না, বাংলাদেশের গর্ব : তারেক রহমান

চরম জনবল সংকটে আশাশুনি হাসপাতাল

ইরানে নতুন হামলা হলে যুক্তরাষ্ট্র যেসব অস্ত্র ব্যবহার করতে পারে

অনিশ্চয়তায় বিপিএলের সূচনা, সময়মতো শুরু হচ্ছে না দিনের প্রথম ম্যাচ

ফের অবরোধ ঢাকার তিন স্থান

১০

পাকিস্তান–বংশোদ্ভূতদের পর এবার ভিসা সংকটে ইংল্যান্ডের দুই ক্রিকেটার

১১

সম্পত্তির দৌড়ে দিশার চেয়ে কতটা পিছিয়ে প্রেমিক তালবিন্দর!

১২

বিটিসিএলের তিন কর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

১৩

দুই দফা অ্যাম্বুলেন্স আটক, রোগীর মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

১৪

মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

১৫

পটুয়াখালীতে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

১৬

ইসলামী আন্দোলন নিয়ে জামায়াত আমিরের বার্তা

১৭

সরাসরি এলপি গ্যাস আমদানিতে যাচ্ছে সরকার

১৮

ঢাকায় স্মার্ট মিটার সিস্টেম (এসডব্লিউএম) পাইলট প্রকল্পের উদ্বোধন

১৯

প্রথমবারের মতো নারী ক্রিকেট দল গঠন করেই চ্যাম্পিয়ন চবি

২০
X