কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

মোদির খুব খুশির দিন আজ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদের মাটিতে অবতরণ করেছে। এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি অবতরণের সময় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস সম্মেলন থেকে লাইভে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

নরেন্দ্র মোদি বলেন, চন্দ্রযান টিমকে আমার শুভেচ্ছা। আমি দেশের ১৪০ কোটি মানুষকে শুভেচ্ছা জানাই। আজকের দিনের এই মুহূর্তের জন্য আমাদের বিজ্ঞানীরা বছরের পর বছর ধরে অপেক্ষা করছেন। এই বিশেষ মুহূর্তে ভারতের উদীয়মান ভাগ্যের আহ্বান, আমৃতকালের আহ্বান। আমি ব্রিকস সম্মেলনে আফ্রিকায় অবস্থান করলেও আমার মন দেশবাসীর সঙ্গে রয়েছে।

ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় রয়েছে। তবে বিজ্ঞানীদের উৎসাহ দিতে তিনি ইসরোর সরাসরি সম্প্রচারে অংশ নেন। এ সময় তিনি ইতিহাসের সাক্ষী হওয়ায় চন্দ্রযান-৩ চাঁদের মাটিতে স্পর্শ করলে জাতীয় পতাকা নাড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) জানিয়েছে, এ চন্দ্রযান চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে। মূলত মানুষের চাঁদে বসবাসের জন্য পানির বিষয়ে অনুসন্ধান চালাবে এটি।

ভারতের এ চন্দ্রযান অবতরণের কয়েকদিন আগে একই মেরুতে রাশিয়ার চন্দ্রযান লুনার-২৫ অবতরণের চেষ্টা করে। তবে এটি যান্ত্রিক ত্রুটিতে পড়ে ব্যর্থ হয়। এর পরপরই দক্ষিণ মেরুতে ইতিহাস গড়েছে ভারত। গত শনিবার (১৯ আগস্ট) লুনার-২৫ ত্রুটিতে পড়ে। চাঁদে অবতরণের মাধ্যমে দক্ষিণ মেরুর প্রথম ও বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদে চন্দ্রযানের অভিযানে সফল হলো ভারত। এর আগে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন চাঁদে সফলভাবে চন্দ্রযান পাঠিয়েছে।

ভারত এর আগে চন্দ্রযান-২ নামের একটি মিশন চাঁদে পাঠিয়েছিল। তবে ২০১৯ সালে এটি ব্যর্থ এবং চাঁদের পৃষ্ঠে ধ্বংস হয়ে যায়। এর ফলে চন্দ্রযান-৩-এর দিকে এখন সবার নজর ছিল। সফল অবতরণের মাধ্যমে তাদের নতুন ইতিহাস সৃষ্টি হলো।

উল্লেখ্য, চন্দ্রযান-৩ গত ১৪ জুলাই ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রী হরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে যাত্রা শুরু করে। এটিতে বিক্রম নামের একটি ল্যান্ডার ও প্রজ্ঞান নামের একটি রোভার রয়েছে। তবে চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডার বিক্রম অবতরণ করবে। এর আগে গত ৫ আগস্ট এ চন্দ্রযানটি চাঁদের কক্ষপথে প্রবেশ করে। ওই সময়ে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার আগামী ২৩ বা ২৪ আগস্ট চাঁদে অবতরণ করবে বলে আশাবাদ ব্যক্ত করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামীর রাষ্ট্রকাঠামোর পূর্ণ রূপরেখা ৩১ দফাতেই রয়েছে : কফিল উদ্দিন 

পরিবেশ রক্ষায় ৮০ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে : টুকু 

ক্ষমতায় এলে ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান গড়বে বিএনপি : আমিনুল হক

মিসরে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন ট্রাম্প

নেইমারের জন্য এখনও দরজা খোলা রেখেছেন আনচেলত্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষ ও প্রফেশনাল কোর্সের সব পরীক্ষা স্থগিত

ইতিহাস গড়ে ফুটবল বিশ্বকাপের টিকিট পেল কেপ ভার্দে

পলিথিনে মোড়ানো শপিং ব্যাগে মিলল নবজাতকের মরদেহ

রোমে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে ড. ইউনূসের বৈঠক

কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার

১০

অবশেষে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১১

জয়পুরহাট জেলা এনসিপির প্রধান সমন্বয়কের পদত্যাগ

১২

শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান

১৩

‘ড. তোফায়েলের শূন্যতা বহু দশক অনুভূত হবে’

১৪

আওয়ামী লীগ নেত্রী কেকার মরদেহ উদ্ধার

১৫

স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস আনোয়ারুজ্জামানের

১৬

পূজা পরিষদ ও মহানগর কমিটির প্রত্যাশা / সংকট সমাধানে এক হয়ে কাজ করার নজির অব্যাহত থাকুক

১৭

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : পিএনপি

১৮

শেষ ওভারের নাটকীয়তায় প্রোটিয়াদের কাছে বাংলাদেশের হার

১৯

নিষিদ্ধ হওয়া ভিডিও নির্মাতাদের সুখবর দিল ইউটিউব

২০
X