সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

রমজান উপলক্ষে আমিরাতে অর্ধেক দামে মিলছে নিত্যপণ্য

সংযুক্ত আরব আমিরাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর বিশেষ মূল্য ছাড় ও নিয়ন্ত্রণ থাকায় স্বস্তিতে দেশটিতে বসবাসরত বাসিন্দারা। ছবি : সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর বিশেষ মূল্য ছাড় ও নিয়ন্ত্রণ থাকায় স্বস্তিতে দেশটিতে বসবাসরত বাসিন্দারা। ছবি : সংগৃহীত

সিয়াম সাধনার পবিত্র মাস রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতজুড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত বিশেষ মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে দেশটির খুচরা বিক্রেতারা। রমজান মাসে রোজাদারদের কেনাকাটার সুবিধার্থে দেশটির বিভিন্ন শপিংমল ও সুপারমার্কেটে চালু হয়েছে বিশেষ অফার।

একই সঙ্গে সরকারিভাবে কিছু নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষ বাড়তি খরচের চাপ অনুভব না করেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশিত খালিজ টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের সুপারমার্কেট ও হাইপারমার্কেটগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। স্থানীয়ভাবে চাল, চিনি, মুরগি, ডাল, রুটি, গম, রান্নার তেল, ডিম ও দুগ্ধজাত পণ্যের মতো ৯টি মৌলিক ভোক্তা পণ্যের দাম স্থিতিশীল রাখার নির্দেশ দিয়েছে সরকার।

সরেজমিনে দেখা গেছে, দেশটির সুপারমার্কেটগুলোতে রমজানের কেনাকাটা করতে ক্রেতাদের ব্যাপক ভিড় জমেছে। সন্ধ্যার পর, অফিস ছুটির পর পরিবার নিয়ে মার্কেটে কেনাকাটার ধুম পড়েছে। শপিংমল ও সুপারমার্কেটগুলোর প্রবেশদ্বারে বড় করে মূল্যছাড়ের বিজ্ঞপ্তি টাঙানো হয়েছে।

রমজান উপলক্ষে সরকারি উদ্যোগ

প্রতি বছরের মতো এবারও পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে বিশেষ উদ্যোগ নিয়েছে আমিরাত সরকার। প্রায় ১০ হাজার নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর বিশেষ মূল্যছাড়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া, দেশের মসজিদগুলোতে যেন মুসল্লিরা স্বাভাবিকভাবে তারাবির নামাজ আদায় করতে পারেন, সে বিষয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

রমজান মাস উপলক্ষে আরব আমিরাত সরকার মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে কয়েকশ বন্দি মুক্তির ঘোষণা দিয়েছে। সরকারের পক্ষ থেকে বিভিন্ন দাতব্য সংস্থার মাধ্যমে ইফতার বিতরণের ব্যবস্থাও করা হয়েছে, যাতে অভাবী ও নিম্নআয়ের মানুষ নির্বিঘ্নে ইফতার করতে পারেন।

প্রবাসীদের স্বস্তি ও ধর্মীয় আয়োজন

রমজান মাসে বিশেষ ছাড় ও বাজার নিয়ন্ত্রণের ফলে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীরা স্বস্তিতে রয়েছেন। প্রবাসী কমিউনিটিগুলো বিভিন্ন স্থানে ইফতার মাহফিল, পবিত্র কোরআন খতম ও প্রতিযোগিতার আয়োজন করেছে।

সংযুক্ত আরব আমিরাতের এই উদ্যোগ রোজাদারদের জন্য বিশেষ স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যছাড় ও বাজার নিয়ন্ত্রণের ফলে সবাই নির্বিঘ্নে রমজানের প্রস্তুতি নিতে পারছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শতকোটি টাকার সম্পত্তি আ.লীগ নেতা দুই ভাইয়ের কবজায়  

নাটক নির্মাণে চিকন আলী 

ব্রিকসের দেশগুলোর ওপর আরও ১০ শতাংশ শুল্কের হুমকি

সংশোধনী প্রস্তাব আনছে ঐকমত্য কমিশন : আলী রীয়াজ

কোনাল-আমিনুলের ‘আমার কি হও তুমি’ 

যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির হুমকিতে ইউরোপীয় পণ্য, বিশ্ববাজারে অস্থিরতা

বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী রয়েল আটক

কেবিনে নেওয়া হয়েছে ফরিদা পারভীনকে

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

রেস্ট হাউসে নারীকাণ্ডের সেই ওসি প্রত্যাহার

১০

মানবতাবিরোধী অপরাধের মামলা / শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে আদেশের দিন ধার্য

১১

নতুন প্রধান নির্বাহী পেল আইসিসি

১২

রাফাল নিয়ে চীনের বিরুদ্ধে ফ্রান্সের বিস্ফোরক মন্তব্য

১৩

তিন বিভাগে অতি ভারি বর্ষণ, পাহাড়ধসের শঙ্কা

১৪

ব্রাজিলের সহকারী কোচের পদ ছাড়ছেন আনচেলত্তির ছেলে

১৫

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

১৬

মেসিকে ধরে রাখতে তার ‘বডিগার্ড’কে দলে নিতে চায় মায়ামি!

১৭

নির্বাচন হলে দেশ সঠিক পথে এগোবে : মির্জা ফখরুল

১৮

এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

১৯

আল জাজিরার বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব, গাজায় যুদ্ধ কি থামবে?

২০
X