আমিরাত প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

আরব আমিরাতের স্বাধীনতা দিবসে মুক্তি পেল সাড়ে ৬ হাজার বন্দি

সংযুক্ত আরব আমিরাত উদযাপন করেছে স্বাধীনতার ৫৪তম বার্ষিকী। ছবি : সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাত উদযাপন করেছে স্বাধীনতার ৫৪তম বার্ষিকী। ছবি : সংগৃহীত

উৎসবমুখর জাঁকজমকপূর্ণ পরিবেশে এবং চোখ ধাঁধানো আলোর ঝলকানিতে সংযুক্ত আরব আমিরাত উদযাপন করেছে স্বাধীনতার ৫৪তম বার্ষিকী। সরকার ইতোমধ্যে চারদিনের সাপ্তাহিক ছুটি ঘোষণা করেছে। এছাড়া দিবসটি উপলক্ষে প্রায় সাড়ে ৬ হাজার বন্দিদের মুক্তি দেওয়া হয়েছে। যার উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি প্রবাসী।

মঙ্গলবার (২ ডিসেম্বর) ৫৪তম স্বাধীনতা বার্ষিকী দিনটি তারা ‘ঈদ-উল-ইত্তেহাদ’ হিসেবে উদযাপন করেছে।

সরেজমিনে শহর ঘুরে দেখা গেছে, আমিরাতের প্রধান প্রধান সড়কসহ শহরের সড়কগুলোতে জাতীয় পতাকার পাশাপাশি আলোকিত ফিফটি-ফোর লেখা শোভা পাচ্ছে। মোটর র‍্যালি, এয়ার শো, ওয়াটার ড্যান্সিং, আলোকসজ্জা, আতশবাজি, উঁচু ভবনে রং-বেরঙের সাজ আর আলোর ঝলকানি ভরে উঠেছিল গোটা দেশ। আমিরাতজুড়ে নানা রঙের ব্যানার-ফেস্টুন আর আলোর ঝলকানিতে দালানগুলো অপূর্ব দেখাচ্ছে। স্কুল-কলেজ, অফিস-আদালত, সুপার ও হাইপার মার্কেট সেজেছে নানা সাজে। এছাড়াও বড়ো বড়ো শপিং মলগুলোতে দিবসটি উপলক্ষে উৎসবের আমেজ দেখা গেছে।

এদিকে ৫৪তম জাতীয় দিবস উপলক্ষে স্থানীয় ও আমিরাতে অবস্থানরত অভিবাসীদের শুভেচ্ছা জানানো হয়েছে। দিনটি উপলক্ষে আবুধাবি ২৯৩৭, দুবাই ২০২৫, আজমান ২২৫, ফুজাইরাহ ১২৯, শারজাহ ৩৬৬, রাস আল-খাইমাহ ৮৫৪ জনসহ মোট ৬ হাজার ৫৩৬ বন্দিকে মুক্তি দিয়েছে। দিবসটি উপলক্ষ্যে আমিরাতে ফ্রি গাড়ি পার্কিং ও মোবাইল ডেটা ফ্রী, রাস আল খাইমাহসহ অনেক প্রদেশে ট্র্যাফিক জরিমানা ছাড় দেওয়া হয়েছে।

পারস্য উপসাগরের দক্ষিণ-পূর্বে এবং ওমান উপসাগরের উত্তর-পশ্চিমে অবস্থিত একটি দেশ। আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, উম্মুল কুয়াইন, ফুজিরা রাস-আল-খাইমা এই সাতটি আমিরাত নিয়ে গঠিত সংযুক্ত আরব আমিরাত। ১৯৭১ সালের ২রা ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।

বর্তমান সময়ে আমিরাত হলো একটি আধুনিক তেল রপ্তানিকারক রাষ্ট্র, যার অর্থনীতি খুবই বৈচিত্র্যপূর্ণ। বিশেষত দুবাই হল পর্যটন, খুচরা বিক্রয় এবং আর্থিক যোগানের একটি বিশ্বকেন্দ্র। এছাড়া এখানে পৃথিবীর সর্বোচ্চ ইমারত এবং সর্ববৃহৎ মনুষ্য-নির্মিত সমুদ্রবন্দর রয়েছে। সম্প্রতি SWF এর রিপোর্টে পৃথিবীর ধনী শহরের তকমা পেয়েছে আবুধাবি।

দারিদ্র্যপীড়িত আরব আমিরাতের মানুষের একসময় নিদারুণ আর্থিক সংকটে কেটেছে। কিন্তু বিগত ১০০ বছরে বিশেষ করে গত ৫০ বছরে দেশটিতে অলৌকিক পরিবর্তন ঘটেছে। দরিদ্র জেলে পল্লিতে গড়ে উঠেছে পৃথিবীর সুউচ্চ সুরম্য অট্টালিকা। ১৯৬০-এর দশকে আবুধাবিতে তেল আবিষ্কৃত হওয়ার ফলে আরব আমিরাত দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করে। শেখ জায়েদ বিন সুলতান আল নাহ্ইয়ান প্রেসিডেন্ট নির্বাচিত হয়। তিনি তাদের জাতির পিতা হিসেবে সম্মানিত।

২০০৪ সালের ২ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের প্রথম রাষ্ট্রপতি শেখ জায়েদ বিন সুলতান আল নাহ্ইয়ান মারা যান। বর্তমানে তার পুত্র শেখ মোহাম্মাদ বিন জায়েদ আল নাহ্ইয়ান আবুধাবির শাসক। ২০০৬ সালের জানুয়ারিতে দুবাইয়ের শাসক এবং আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মাকতুম বিন রশিদ আল মাকতুম মারা যান এবং ক্রাউন প্রিন্স শেখ মুহাম্মদ বিন রশিদ আল মাকতুম দুই পদেরই দায়িত্ব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিও আপনাদের সন্তান : তারেক রহমান

মায়ের সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না : লায়ন ফারুক

সিলেটে কঠোর নিরাপত্তা

জনসভা সকালে, রাত থেকে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

আগামী প্রজন্মকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সেলিমুজ্জামানের

শ্বশুরবাড়ি গিয়ে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

বিএনপির নির্বাচনী থিম সং প্রকাশ

ক্রিকেটারদের সঙ্গে জরুরী বৈঠকে বসবেন ক্রীড়া উপদেষ্টা

শ্বশুরবাড়িতে তারেক রহমান

নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের ৭ সদস্য

১০

সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপির সঙ্গে আব্দুল আউয়াল মিন্টুর মতবিনিময়

১১

মেহেরপুরে জামায়াতের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

১২

শ্বশুরবাড়ির পথে তারেক রহমান

১৩

ভোজ্যতেলে পুষ্টিমান নিশ্চিত করতে হবে

১৪

পে-কমিশনের প্রস্তাবে কোন গ্রেডে বেতন কত?

১৫

নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ

১৬

শাহজালালের মাজার ও ওসমানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান

১৭

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

১৮

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন মারা গেছেন

১৯

বিশ্বকাপ খেলতে মিরাকলের আশা বিসিবি সভাপতির

২০
X