

সৌদি আরব ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) বাহিনীকে দখলকৃত প্রদেশগুলো থেকে শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সতর্ক করেছে, পরিস্থিতি খারাপ হলে তারা ইয়েমেন সরকারের পাশে দাঁড়াবে। খবর এএফপির।
শনিবার (২৭ ডিসেম্বর) রিয়াদ-নেতৃত্বাধীন জোটের মুখপাত্র জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, বেসামরিক নাগরিকদের সুরক্ষায় প্রয়োজনে সরাসরি ব্যবস্থা নেওয়া হবে। সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান এসটিসিকে হাদরামাউত ও মাহরাহ প্রদেশ সরকারের কাছে হস্তান্তরের আহ্বান জানান।
সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাতের সমর্থনপুষ্ট এসটিসি এসব প্রদেশের বড় অংশ দখল করেছে। এতে ইয়েমেন সংকটে সৌদি আরব ও আমিরাতের মধ্যে চাপ তৈরি হয়েছে বলে বিশ্লেষকদের মত।
এদিকে যুক্তরাষ্ট্র উভয় পক্ষকে সংযম দেখানো এবং কূটনৈতিক পথে সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়েছে। ইয়েমেন সরকারও সৌদি নেতৃত্বাধীন জোটের কাছে সামরিক সহায়তা চেয়েছে।
মন্তব্য করুন