

আগামী বছর অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে পাকিস্তান। সেখানে দেশটির বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে সফরকারীরা। আগামী ৭ জানুয়ারি শুরু হবে সিরিজটি। ওই সিরিজের জন্য চমক রেখে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন খাজা নাফে।
শ্রীলঙ্কা সিরিজের জন্য ঘোষিত দলে পিসিবি দলে রাখেনি বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদিদের। বর্তমানে বিগ ব্যাশে খেলছেন এই পাক ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার এই টুর্নামেন্ট খেলার জন্য এই সিরিজে থাকছেন না তারা। তবে বিপিএল খেলা ৭ ক্রিকেটার রয়েছেন ঘোষিত দলে।
ঘোষিত দলে ফিরেছেন শাদাব খান। কাঁধের অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে তিনি আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগ পেলেন। বর্তমানে বিগ ব্যাশে ব্যস্ত সময় পার করছেন শাদাব। এ ছাড়া সালমান আলী আগার নেতৃত্বে দলে আরও আছেন সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ নওয়াজ, সালমান মির্জা, উসমান খান, আবরার আহমেদ, ফাহিম আশরাফরা।
সূচি অনুযায়ী, জানুয়ারির প্রথম সপ্তাহে টি-টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে পাকিস্তান। আগামী ৭ জানুয়ারি মাঠে গড়াচ্ছে এই টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ৯ ও ১১ জানুয়ারি ডাম্বুলার রনগিরি স্টেডিয়ামে।
পাকিস্তানের টি-টোয়েন্টি দল: সালমান আলি আগা (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফে (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আইয়ুব, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার), উসমান তারিক।
মন্তব্য করুন