

প্রেমের বিচ্ছেদ মানেই কি শুধু দেবদাস হয়ে ঘুরে বেড়ানো? কিংবা সব ভুলে নতুন জীবন শুরু করা? সবার ক্ষেত্রে গল্পটা এমন সহজ হয় না। বিশেষ করে যখন দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রেমিক অন্য কাউকে জীবনসঙ্গিনী হিসেবে বেছে নেন।
সম্প্রতি এমনই এক প্রতিহিংসার নজির গড়লেন এক তরুণী, যার কাণ্ড দেখে রীতিমতো ধাক্কা খেয়েছেন নেট দুনিয়ার মানুষ।
প্রেমিক তাকে ধোঁকা দিয়ে অন্য মেয়ের গলায় মালা দিয়েছেন, এই খবর সহ্য করতে না পেরে সেই মেয়ের শরীরে ইনজেকশন পুশ করে দেন তিনি। শুরুতে সবাই ভেবেছিল এটি হয়তো কোনো প্রাণঘাতী বিষ; কিন্তু সত্যটা যখন সামনে এলো, তখন সবার চোখ কপালে ওঠার দশা!
প্রেম ভাঙার পরেই অন্য এক নারীকে বিয়ে করেন প্রেমিক। এ নিয়ে রাগে প্রেমিকের স্ত্রীর শরীরে এইচআইভির ইঞ্জেকশন দিয়েছেন বোয়া বসুন্ধরা নামে এক তরুণী। গেল ৯ জানুয়ারি এ ঘটনাটি ঘটে ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুলে।
জানা গেছে, একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে কর্মরত জ্যোতির সাহায্য নিয়েই এইচআইভি আক্রান্ত এক মহিলার রক্ত জোগাড় করেছিলেন বসুন্ধরা। পরে সেই রক্তই তিনি প্রেমিকের স্ত্রীর শরীরে প্রবেশ করিয়েছেন। শুধু তাই নয়, ইঞ্জেকশন দেওয়ার প্রেক্ষাপটও তৈরি করেছিলেন বসুন্ধরা। পরিকল্পনা করে প্রথমে সড়ক দুর্ঘটনার কবলে ফেলেছিলেন প্রেমিকের স্ত্রীকে। তারপর সুযোগ বুঝে ইঞ্জেকশন দেন। এ ঘটনায় অভিযুক্ত ও তার সহযোগী কোঙ্গে জ্যোতি এবং তার দুই সন্তানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ৯ জানুয়ারি হাসপাতাল থেকে স্কুটারে করে বাড়ি ফিরছিলেন বসুন্ধরার সাবেক প্রেমিকের স্ত্রী। সে সময় দুই ব্যক্তি বাইক নিয়ে তার সামনে এসে পড়েন। এতে চোট পান ওই নারী। তখনই সাহায্য করতে এগিয়ে যান বসুন্ধরা ও তার সহযোগীরা। এ সময় তার শরীরে এইচআইভির ইঞ্জেকশন দিয়ে পালিয়ে যান বসুন্ধরা। বিষয়টি বুঝতে পেরে তিনি তার চিকিৎসক স্বামীকে ফোন করেন। পরে তার স্বামী অভিযোগ করলে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
বিস্তারিত দেখুন ভিডিওতে...
মন্তব্য করুন