বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ০২:৩৪ এএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১১:২১ এএম
প্রিন্ট সংস্করণ
যুদ্ধ বন্ধের উপায় খোঁজা হচ্ছে

জেদ্দার আলোচনায় তৈরি হবে শান্তির খসড়া মূলনীতি

মে মাসে জেদ্দায় আরব লিগের সম্মেলনে সৌদি যুবরাজ সালমানের সঙ্গে জেলেনস্কি। পুরোনো ছবি
মে মাসে জেদ্দায় আরব লিগের সম্মেলনে সৌদি যুবরাজ সালমানের সঙ্গে জেলেনস্কি। পুরোনো ছবি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় খুঁজতে সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় আলোচনা শুরু হয়েছে। জেদ্দার এ আলোচনায় প্রায় ৪০টি দেশের জ্যেষ্ঠ কর্মকর্তা অংশ নিচ্ছেন। তবে এ আলোচনায় রাশিয়া নেই। অবশ্য রাশিয়ার গুরুত্বপূর্ণ মিত্র চীন এতে অংশ নিচ্ছে। আর এ কারণে আলোচনাটি আলাদা গুরুত্ব পাচ্ছে। দুদিনের আলোচনা শনিবার শুরু হয়। ইউক্রেনে রুশ আগ্রাসনের কীভাবে অবসান ঘটানো যায়, সে বিষয়ে মূলনীতির একটি খসড়া তৈরি করাই এ আলোচনার লক্ষ্য। খবর আলজাজিরার।

বিভিন্ন দেশের এ আলোচনা শুরুর আগের দিন একে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আলোচনায় বিশ্বের বিভিন্ন উন্নয়নশীল দেশ অংশ নিচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে খাদ্যের দাম বেড়ে যাওয়ায় এ দেশগুলো সবচেয়ে ভোগান্তির মধ্যে রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি গত শুক্রবার বলেন, খাদ্যনিরাপত্তাসহ বিভিন্ন কারণে এ আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শান্তির সূত্র (ফর্মুলা) বাস্তবায়নে বিশ্ব কত দ্রুত অগ্রসর হয়, তার ওপর আফ্রিকা, এশিয়াসহ বিশ্বের অন্যান্য অংশের লাখো মানুষের ভাগ্য সরাসরি নির্ভর করছে। জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া কৃষ্ণসাগর শস্যচুক্তি থেকে গত মাসে বেরিয়ে যায় রাশিয়া। এ চুক্তির ফলে ক্ষুধার সঙ্গে লড়াইরত বিশ্বের বেশ কিছু অংশে ইউক্রেনীয় পণ্যের চালান পৌঁছানো সম্ভব হচ্ছিল। আসন্ন শরতে ইউক্রেন নিয়ে বিশ্বনেতাদের একটি ‘শান্তি সম্মেলন’ হওয়ার ব্যাপারে আশাবাদী জেলেনস্কি। এ লক্ষ্যের দিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে জেদ্দার আলোচনাকে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তার আশা, কিয়েভের ১০ দফা শান্তি সূত্রের ভিত্তিতে জেদ্দার আলোচনায় শান্তির খসড়া মূলনীতি তৈরি হবে।

কিয়েভের ১০ দফা শান্তি সূত্রের মধ্যে রয়েছে—ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা, মস্কোর দখল করা অঞ্চলগুলো থেকে রুশ সৈন্য প্রত্যাহার। ইউক্রেনের শান্তির সূত্র আগেই প্রত্যাখ্যান করেছে রাশিয়া। এ ছাড়া রাশিয়াকে বাদ দিয়েই জেদ্দায় আলোচনা হচ্ছে। জেদ্দার আলোচনা সম্পর্কে ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা এ বৈঠকের ওপর নজর রাখবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গত সপ্তাহের শুরুতে বলেছিলেন, জেদ্দায় কী আলোচনা হয়, কী লক্ষ্য নির্ধারণ করা হয়, তা রাশিয়াকে বুঝতে হবে। শান্তিপূর্ণ মীমাংসার যে কোনো প্রচেষ্টা ইতিবাচক মূল্যায়নের দাবি রাখে। আলজাজিরার স্টেপ ভ্যাসেন কিয়েভ থেকে জানিয়েছেন, জেদ্দা সম্মেলনটি ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ। কারণ ভারত, ব্রাজিলসহ নিরপেক্ষ অবস্থানে থাকা দেশগুলোর কাছে কিয়েভের পৌঁছানোর একটি সুযোগ করে দিয়েছে এ সম্মেলন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চালু হচ্ছে ভারত-চীন সরাসরি ফ্লাইট

বড় ধাক্কার সামনে লিভারপুল

মেটা কি ফোনের মাইক্রোফোন দিয়ে আপনার কথা শোনে? যা বলছেন ইনস্টাগ্রাম প্রধান

তারা যে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে পেরেছে সেটা দারুণ ব্যাপার: সাকিব

সপ্তাহের সেরা চাকরির বিজ্ঞপ্তি, পদ সংখ্যা ৯৬৩

ফুটবলে প্রথমবার দেখা গেল ‘গ্রিন কার্ড’, কীভাবে কাজ করবে?

ডাম্প ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

‘আকাশে মেঘ দেখলেই সবজির দাম বাড়ে’

রাজধানীতে বাস থামিয়ে গুলি, এরপর দিল আগুন

ইসলামী ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকড

১০

অফসাইড-হ্যান্ডবলের বিতর্ক মেটাতে আসছে বিশ্বকাপ বল ‘ট্রায়োন্ডা’

১১

দোয়ার সময় এই মারাত্মক ভুল করছেন না তো? জেনে নিন

১২

ভেনেজুয়েলার উপকূলের পাঁচটি মার্কিন যুদ্ধবিমান

১৩

বুক দিয়ে ঘানি টেনে সংসার চালান ষাটোর্ধ্ব দম্পতি

১৪

বাংলাদেশের কাছে হারের মূল কারণ জানালেন রশিদ খান

১৫

সুমুদ ফ্লোটিলা আটকের ঘটনায় বাংলাদেশের নিন্দা

১৬

‘রাজনৈতিক সংকট সমাধান ফিফার কাজ নয়’

১৭

ইতিহাসের প্রথম জুমার জামাতে কতজন মুসল্লি ছিলেন?

১৮

সুরা পড়ে মারুফার জন্য দোয়া করেন মা

১৯

খুব অল্প সময়ে সৃজিতের ঘনিষ্ঠ বন্ধু হয়েছি: সুস্মিতা

২০
X