

সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল-শারা ইরাকি কুর্দিস্তান ডেমোক্র্যাটিক পার্টি (কেডিপি)-এর নেতা মাসউদ বারজানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এই আলোচনায় সিরিয়ার সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এই তথ্য জানিয়েছে।
বারজানি সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারা কর্তৃক জারি করা প্রেসিডেন্সিয়াল ডিক্রি নং (১৩) অব ২০২৬-এর প্রশংসা করেছেন। এই ডিক্রি সিরিয়ার কুর্দিদের অধিকার ও বিশেষ মর্যাদা নিশ্চিত করে। ডিক্রিতে কুর্দিদের সিরিয়ার জাতীয় পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, কুর্দি ভাষাকে আরবির পাশাপাশি জাতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, ১৯৬২ সালের আদমশুমারির ফলে সৃষ্ট বৈষম্যমূলক আইন বাতিল করা হয়েছে এবং কুর্দি উৎসের সকল নাগরিককে সিরিয়ার নাগরিকত্ব প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া নওরুজ (২১ মার্চ)-কে সারা দেশে সরকারি ছুটির দিন ঘোষণা করা হয়েছে।
উভয় নেতাই সিরিয়ার ঐক্য, সার্বভৌমত্ব এবং স্থিতিশীলতা রক্ষার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। এ ফোনালাপটি সিরিয়ার উত্তরাঞ্চলে সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) এবং সরকারি বাহিনীর মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্যপূর্ণ। আল-শারা সরকার কুর্দিদের অধিকার নিশ্চিত করার মাধ্যমে সকল সম্প্রদায়ের অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
বারজানির নেতৃত্বাধীন কেডিপি ইরাকি কুর্দিস্তানে প্রভাবশালী শক্তি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই আলোচনা সিরিয়া-কুর্দি সম্পর্কের উন্নয়ন এবং আঞ্চলিক স্থিতিশীলতায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
মন্তব্য করুন