ফুকুশিমার পরিশোধিত তেজস্ক্রিয় পানি সমুদ্রে ছাড়ার পর থেকে জাপানের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ফোনকলে হয়রানি করে চলেছে চীনা ভাষাভাষীরা। এ অবস্থায় চীনে অবস্থানরত জাপানি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছে টোকিও। সিএনএন জানায়, জাপানি ব্যবসায়ীরা চীনা ভাষাভাষীদের কাছ থেকে এত বেশি কল পেতে শুরু করেছে যে, তাদের স্বাভাবিক কাজকর্ম পরিচালনা করতে অসুবিধা হচ্ছে। জাপান দাবি করে আসছে, ফুকুশিমার তেজস্ক্রিয় পানি জনস্বাস্থ্যের জন্য নিরাপদ। চীন এর কঠোর বিরোধিতা করছে এবং জাপানি সামুদ্রিক খাবার আমদানি নিষিদ্ধ করেছে।
মন্তব্য করুন