যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ন্যাটোতে ইউক্রেনের যোগদানের বিষয়টি খুব সহজ হবে না। আগে কিয়েভকে সবক্ষেত্রে ন্যাটো দেশগুলোর সমান মান অর্জন করতে হবে। তারপরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার ক্ষেত্রে যেসব বাধা আছে, সেগুলো সহজ করে দেবেন কি না, শনিবার সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খবর সিএনএনের।
মার্কিন প্রেসিডেন্ট বাইডেন সাংবাদিকদের বলেন, ‘না, ন্যাটোতে যোগদানের ক্ষেত্রে ইউক্রেনের সামনে যেসব বাধা আছে, সেগুলো সহজ করে দিচ্ছি না। কারণ আগে কিয়েভকে ন্যাটোভুক্ত অন্যান্য দেশের মতো একই মান অর্জন করতে হবে। তাই আমি এটি সহজ করব না। আমি মনে করি সামরিক সমন্বয়ের সক্ষমতার বিষয়টি প্রমাণে তারা সব করেছে। তাদের সরকার ব্যবস্থা কি নিরাপদ? এটি কি দুর্নীতিমুক্ত? তারা কি সবার ও ন্যাটোর অন্যান্য দেশের সমান মান অর্জন করতে পেরেছে?
মন্তব্য করুন