বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২০ জুন ২০২৩, ০১:০১ পিএম
প্রিন্ট সংস্করণ

ধোঁয়াশা কাটিয়ে বেইজিংয়ে বৈঠকে শি-ব্লিঙ্কেন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দুই দিনের চীন সফরের শেষ পর্যায়ে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গতকাল সোমবার বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারে গ্রেট হল অব দ্য পিপলে এ বৈঠক হয়। যদিও এই বৈঠক নিয়ে ধোঁয়াশা ছিল। খবর বিবিসি ও আলজাজিরার।

বৈঠকে শি চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের উন্নতির জন্য ব্লিঙ্কেনকে আরও কিছু করার আহ্বান জানান। চীনের প্রেসিডেন্ট বলেন, দুই দেশের সম্পর্ককে স্থিতিশীল করতে ব্লিঙ্কেন আরও ইতিবাচক ভূমিকা রাখবেন বলে তিনি আশা করেন। রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের মিথস্ক্রিয়া সব সময়ই পারস্পরিক শ্রদ্ধা ও আন্তরিকতাভিত্তিক হওয়া উচিত। এই সফরের মাধ্যমে দুই পক্ষ অগ্রগতি ঘটিয়ে কিছু নির্দিষ্ট ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে—এট খুব ভালো। এ ছাড়া চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই এবং পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংয়ের সঙ্গে ব্লিঙ্কেনের বৈঠককে অকপট ও গভীর আলোচনা বলে বর্ণনা করেন। তবে শির এসব কথার জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কী বলেছেন, তা জানা যায়নি।

প্রসঙ্গত, গত রোববার দুই দিনের সফরে চীনে যান অ্যান্টনি ব্লিঙ্কেন। প্রায় পাঁচ বছরের মধ্যে এই প্রথম যুক্তরাষ্ট্রের শীর্ষ কোনো কূটনীতিক বেইজিং সফরে যান। সফরের প্রথম দিন বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংয়ের সঙ্গে বৈঠক হয় ব্লিঙ্কেনের। কিন বলেন, দুই দেশের সম্পর্কের জন্য তাইওয়ান হচ্ছে সবচেয়ে বড় ঝুঁকি। একই সঙ্গে তাইওয়ান ইস্যুটিকে চীনের প্রধান স্বার্থগুলোর একটি হিসেবেও তিনি উল্লেখ করেন।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনকে বলেন, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক শুরুর পর সাম্প্রতিক সময়ে কূটনৈতিক দিক থেকে খারাপ অবস্থা বিরাজ করছে দুই দেশের মধ্যে। ফলে দুই দেশের সাধারণ মানুষের মৌলিক স্বার্থ রক্ষা করা যাচ্ছে না, আন্তর্জাতিক বিশ্বের প্রত্যাশাও পূরণ হচ্ছে না। বৈঠকে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দুই দেশের মধ্যে ফ্লাইট সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তার বিষয়ে তারা একমত হন। করোনা মহামারির পর দুই দেশের মধ্যে ফ্লাইট চলাচল খুবই সীমিত পর্যায়ে রয়েছে। দুজনের মধ্যে গঠনমূলক আলোচনার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে কিন ওয়াশিংটন সফরে যেতে সম্মত হন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাট মিলার এসব তথ্য নিশ্চিত করেন। তবে কবে এই সফর হবে, সে সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা যায়নি।

চীনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুয়া চুনইং টুইটারে লিখেছেন—আশা করছি, এই আলোচনার ফলে দুই দেশের সম্পর্ক আবার পুরোনো জায়গায় ফিরবে। ইন্দোনেশিয়ার বালিতে দুই দেশের প্রেসিডেন্ট এই আশাই করেছিলেন। তবে আলোচনার পর ব্লিঙ্কেন বা কিন গ্যাং কেউই সাংবাদিকদের মুখোমুখি হননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানবন্দর থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সবার আগে বিপিএল থেকে নোয়াখালী এক্সপ্রেসের বিদায়

গাড়িচাপায় পাম্প শ্রমিকের মৃত্যু, যুবদলের সাবেক নেতা আটক

বিএনপি সবসময় ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে : সেলিমুজ্জামান

বিশ্বকাপের আগেই বড় চমক দেখাল বাংলাদেশের প্রতিপক্ষ

নোবেল পুরস্কারের প্রলোভনেও নড়লেন না ট্রাম্প, হতাশ মাচাদো

বেরিয়ে এলো মা-মেয়ে হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘এনপিএ’র আত্মপ্রকাশ

৩২ আসনে কাদের সমর্থন দেবে, জানাল ইসলামী আন্দোলন

ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ

১০

ক্রিকেটারদের বহিষ্কারের স্ট্যাটাস দিয়ে আলোচনায় আসিফপত্নী

১১

সরকারের কাজ জনগণকে ভোটদানে উদ্বুদ্ধ করা : আমীর খসরু

১২

মির্জা আব্বাস-পাটওয়ারীকে মেঘনা আলমের বার্তা

১৩

ইরানে চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ২,৬৭৭

১৪

গবেষণার সারসংক্ষেপ উপস্থাপনা নিয়ে জরুরি নির্দেশনা মাউশির

১৫

‘গণভোটে হ্যাঁ-এর পক্ষে প্রচার রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া’

১৬

বিএনপির ১ প্রার্থীর প্রার্থিতা স্থগিত

১৭

জোট ছাড়ার কারণ জানাল ইসলামী আন্দোলন

১৮

আগুন পোহাতে গিয়ে দগ্ধ গৃহবধূর মৃত্যু

১৯

গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ফ্রান্সের

২০
X