কুষ্টিয়ায় রেলের ভূসম্পত্তি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় বড়বাজার রেলগেট সংলগ্ন বারোয়ারি তলায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান।
এদিকে উচ্ছেদের শিকার এক ব্যবসায়ী এটিকে আইনবহির্ভূত দাবি করলেও বৈধ ইজারাদারের আইনজীবী অ্যাডভোকেট সামস তানিন মুক্তি দাবি করেন, রেলের সম্পত্তি লিজ নিয়ে বিক্রি করার বিধি নেই। যারা উচ্ছেদ হচ্ছেন তারা জায়গা ভাড়া চুক্তিতে নিয়ে ব্যবসা করলেও দীর্ঘদিন ধরে ভাড়াও দেন না, দখলও ছাড়েন না।
এ অবস্থায় রেল কর্তৃপক্ষ বিধিমতে উচ্ছেদ করে জায়গা খালি করছে।
মন্তব্য করুন