নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিন কিশোরকে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাং বাহিনী। গত শুক্রবার রাতে নাসিক ৭ নম্বর ওয়ার্ডের কবরস্থান পুলের ওপরে এ ঘটনা ঘটে।
আহতরা হলো তায়েব হাসান তাসবীর (১৫), সাকিন (১৬) ও আবু সায়েদ তাবাইন (১৩)। জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের কিশোর গ্যাং নেতা জীবনের নেতৃত্বে অর্ধশত কিশোর গ্যাং সদস্য দেশি অস্ত্রে সজ্জিত হয়ে ৭ নম্বর ওয়ার্ডে এসে অতর্কিত হামলা চালায়। এ সময় তিন কিশোরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে প্রত্যেকের মাথায় কোপ লাগে। আহতদের রাতেই নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তাদের মধ্যে অষ্টম শ্রেণির শিক্ষার্থী তায়েব হাসান তাসবীরের অবস্থা গুরুতর।
আহত তাসবীরের বাবা সাইফুল হাসান কাজল বলেন, গত ১৬ আগস্ট আমার ছেলে তাসবীরকে জীবনসহ কয়েকজন মিলে মারধর করে। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ করি। এর পর থেকে অভিযোগ তুলে নেওয়ার জন্য আমাকে হুমকি দেওয়া হচ্ছিল। আমি অভিযোগ তুলে না নেওয়ায় এ হামলা করা হয়েছে।
মন্তব্য করুন