‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’, ‘ধর চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে, রবে নারে মন এ জীবন যৌবন’—এমন সব আধ্যাত্মিক কালজয়ী লালন সংগীত পরিবেশনের মাধ্যমে গতকাল মঙ্গলবার শেষ হলো সাধুসঙ্গ। গত সোমবার কুষ্টিয়া লালন একাডেমির সার্বিক সহযোগিতায় জেলার মহিষাডাঙ্গা গ্রামের মৃত নিকবার ফকিরের বাড়িতে এর আয়োজন করা হয়।
প্রথম ও দ্বিতীয় দিন সংগীত পরিবেশন করেন টুনটুন বাউল, বাউল শফি মণ্ডল, কাঙ্গালিনী সুফিয়া, সমির বাউল, পাগলা বাবুল এবং নিকবার ফকিরের মেয়ে যথাক্রমে রিতা মণ্ডল, পলি মণ্ডলসহ স্থানীয় লালন সংগীত শিল্পীরা।
অনুষ্ঠানের প্রথম দিন আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহবুবউল-আলম হানিফ। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। আলোচনা সভায় বক্তব্য দেন কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল হক, কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজুসহ স্থানীয় নেতারা।
মন্তব্য করুন