‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’—এ প্রতিপাদ্য সামনে রেখে খাগড়াছড়িতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। খাগড়াছড়ি জেলা প্রশাসনের সহযোগিতায় বন বিভাগ সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযানের আয়োজন করে। গতকাল বৃহস্পতিবার খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে বৃক্ষমেলার উদ্বোধন করেন ভারত্র প্রত্যাগত শরণার্থীবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এর আগে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়।
মন্তব্য করুন