

গত বছরের শুরুতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান ও মেকওভার আর্টিস্ট রোজা আহমেদ। কিন্তু বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই দুজনে আলাদা হয়ে গেছেন। এদিকে, বিচ্ছেদের কথা সামনে আসতেই নানা ব্যাপারে আলোচনার বিষয় হয়েছেন তাহসান ও রোজা।
তবে, নানা আলোচনা-সমালোচনার পর এবার পর্দায় ফেরা নিয়ে সুখবর দিলেন তাহসান খান। তাহসানকে এবার জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ এ দেখা যাবে । অনুষ্ঠানে তাকে একজন উপস্থাপক হিসেবে দেখা যাবে। বঙ্গ প্রযোজিত এ অনুষ্ঠানটি প্রতি সোমবার রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে সম্প্রচারিত হবে। পুনঃপ্রচার দেখা যাবে একই চ্যানেলে প্রতি বুধবার বেলা ১টায়।
এ বিষয়ে তাহসান বলেন, আমাদের এবারের সিজন সত্যিই জমে উঠেছে। বড় বিষয় হচ্ছে— প্রশ্নগুলোর সার্ভে সারা দেশের ৬৪ জেলা থেকে করা হয়েছে। এ জন্য প্রশ্নগুলো যেমন মজার, একইভাবে চমকপ্রদও।
প্রসঙ্গত, ২০২৫ সালের ৪ জানুয়ারি রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান। দীর্ঘ ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে।
মন্তব্য করুন