

নির্বাচনকালীন সহিংসতা রোধ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে করণীয় শীর্ষক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) মানুষের জন্য আইনি সহায়তা (মাজআস) ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবিধান ও রাজনৈতিক বিশ্লেষক সাবেক জেলা ও দায়রা জজ ইকতেদার আহমেদ।
তিনি বলেন, সংবিধানে নির্বাচনকেন্দ্রিক ধারাগুলোর সঠিক প্রয়োগের মাধ্যমে ইসি তার নিয়মতান্ত্রিক ও বলিষ্ঠ ভূমিকা রাখলে এবং আইনশৃঙ্খলার ক্ষেত্রে কঠোর থাকলে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব।
অনুষ্ঠানে অন্যান্য আলোচকরা বলেন, বিগত ৪টি নির্বাচনে যেসব অনিয়ম ও সহিংসতা ঘটেছে সেগুলো আমলে নিয়ে সর্বাত্মক প্রস্ততি নিতে হবে। বিশেষ করে নির্বাচনকালীন সময় সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার ও বৈধ অস্ত্র জমা নিয়ে একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চতের মাধ্যমে সহিংসতা বর্জিত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য পুরো জাতি অপেক্ষমাণ।
অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতায় ছিল দ্য ক্যাম্পাস মিরর, ইনিশিয়েটিভ ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট সোসাইটি, সোসাইটি ফর হিউম্যান রাইটস, মিজান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বাকেরগঞ্জ ফোরাম এনজিও এবং ইয়ুথ ফর পিস এন্ড জাস্টিস।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান আব্দুল বাতেন রাফি। সাংবাদিক ও গবেষক আ ফ ম মশিউর রহমান এর সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন মাজআসের সেক্রেটারি সামসুদ্দোহা পিন্টু। কি নোট বক্তব্য রাখেন মাজআস এর উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. একরাম উদ্দীন সুমন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শিব্বির আহমেদ, বাংলাদেশ শিক্ষক পরিষদের জেনারেল সেক্রেটারি অধ্যাপক আ জ ম কামাল উদ্দিন, স্থানীয় নির্বাচন বিশেষজ্ঞ নাজমুল হাসান, আমেরিকান বার ও আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশনের সদস্য ড. মুহাম্মাদ বিলাল হোসাইন, দ্য ক্যাম্পাস মিররের ব্যবস্থাপনা সম্পাদক আশরাফুল ইসলাম জায়েদ, বাকেরগঞ্জ ফোরাম এনজিওর চেয়ারম্যান আনিসুর রহমান ও নির্বাহী পরিচালক মো. শাহ আলম হাওলাদার, মাজআস টর উপদেষ্টা আল আমিন রাসেল ও সমাজকর্মী আব্দুল হামিদ। এছাড়া বিভিন্ন পর্যায়ের শিক্ষক, সাংবাদিক, অ্যাক্টিভিস্ট ও মানবাধিকারকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন