বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ০১:৫৩ এএম
আপডেট : ০৫ জুলাই ২০২৪, ০৭:৩৯ এএম
প্রিন্ট সংস্করণ

‘তবে, কিন্তু, যদি’ রেখে ব্যয় সাশ্রয়ে সরকার

‘তবে, কিন্তু, যদি’ রেখে ব্যয় সাশ্রয়ে সরকার

বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে দেশের চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় আগের বছরগুলোর ধারাবাহিকতায় চলতি ২০২৪-২৫ অর্থবছরও সরকারি ব্যয়ের বিভিন্ন খাতে কৃচ্ছ্রসাধনের উদ্যোগ বজায় রাখার ঘোষণা দিয়েছে সরকার। এ লক্ষ্যে নতুন অর্থবছর শুরুর চতুর্থ দিনের মধ্যেই পরিচালন ও উন্নয়ন বাজেট থেকে অর্থ খরচ করার ক্ষেত্রে সেই—‘তবে’ ‘কিন্তু’ ‘যদি’ রেখে ফের কৃচ্ছ্রসাধনে বাধ্যবাধকতা আরোপ করে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালন এবং উন্নয়ন বাজেট থেকে বরাদ্দ অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের এ নির্দেশনা কার্যকর হবে।

গতকাল বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি হওয়া এ-সংক্রান্ত পরিপত্রে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। পরিপত্রে উল্লেখ করা হয়, নতুন অর্থবছরও পরিচালন এক উন্নয়ন বাজেটের আওতায় সরকারিভাবে সব ধরনের গাড়ি, বিমান ও জাহাজ কেনাকাটা বন্ধ থাকবে। শুধু পরিচালনা বাজেটের অর্থ ব্যবহারের বেলায় ১০ বছরের বেশি পুরোনো মোটরযান প্রতিস্থাপনের ক্ষেত্রে অর্থ বিভাগের অনুমোদনক্রমে ব্যয় প্রয়োজনীয় অর্থ ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। যদিও এ সুযোগ উন্নয়ন বাজেটের অর্থ ব্যবহারের ক্ষেত্রে পুরোপুরি বন্ধ থাকবে বলে স্পষ্ট উল্লেখ করা হয়।

এ ছাড়া সব ধরনের আবাসিক, অনাবাসিক, অন্যান্য ভবন ও স্থাপনা খাতে বরাদ্দ দেওয়া অর্থ খরচও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু পরিচালন বাজেটের আওতায় শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয় সংশ্লিষ্ট স্থাপনা নির্মাণে এই নির্দেশনা প্রযোজ্য হবে না। তবে অন্যান্য খাতের স্থাপনার ক্ষেত্রে যদি চলমান নির্মাণকাজ ন্যূনতম ৭০ শতাংশ সম্পন্ন হয়ে থাকলে সেই ব্যয় নির্বাহ করতে পারবে। এর জন্য অবশ্য অর্থ বিভাগের অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।

একইভাবে বলা হয়েছে, বিদ্যুৎ, পেট্রোল, অয়েল ও লুব্রিকেন্ট, গ্যাস ও জ্বালানি খাতে বরাদ্দকৃত অর্থ ব্যবহারেও কৃচ্ছ্রসাধনের ব্যাধ্যবাধকতা দেওয়া হয়েছে। তবে এই ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ ৮০ শতাংশ ব্যয় করার সুযোগ রাখা হয়। এর বাইরে সব খাতে সব ধরনের থোক বরাদ্দের অর্থ ব্যবহারে অবশ্য কঠোর কড়াকড়ি আরোপ করা হয়েছে। তবে এই খাতে অর্থ ব্যয় সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলেও উন্নয়ন বাজেটের ক্ষেত্রে মন্ত্রণালয় ও বিভাগের বিশেষ প্রয়োজনে উন্নয়ন সহায়তা খাতে জিওবি বাবদ সংরক্ষিত থোক অর্থ অনুমোদন সাপেক্ষে ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে।

ভূমি অধিগ্রহণ খাতে পরিচালনা বাজেটের বরাদ্দকৃত অর্থ ব্যয় পুরোপুরি বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। কিন্তু উন্নয়ন বাজেটে বরাদ্দ অর্থ থেকে ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে অধিগ্রহণ কার্যক্রমের সকল আনুষ্ঠানিকতা প্রতিপালন করে অর্থ বিভাগের অনুমতি নিয়ে প্রয়োজনীয় খরচ করার সুযোগ বলবৎ রাখা হয়েছে।

অন্যদিকে উন্নয়ন বাজেটের আওতায় বরাদ্দ অর্থ ব্যবহার করে সব ধরনের বিদেশ ভ্রমণ, কর্মশালা, সেমিনারে অংশগ্রহণ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। তবে অত্যাবশ্যকীয়তা বিবেচনায় সীমিত আকারে কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে বিদেশ ভ্রমণের সুযোগও রাখা হয়েছে। যেসব ক্ষেত্রে বিদেশ ভ্রমণ করা যাবে সেগুলো হলো পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় সরকারি অর্থায়নে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, বিশ্ববিদ্যালয় ও দেশের দেওয়া স্কলারশিপ বা ফেলোশিপের আওতায় বৈদেশিক অর্থায়নে মাস্টার্স ও পিএইচডি কোর্সে অংশ নেওয়া। বিদেশি সরকার বা প্রতিষ্ঠান কিংবা উন্নয়ন সহযোগীর আমন্ত্রণে এবং সম্পূর্ণ অর্থায়নে আয়োজিত বৈদেশিক প্রশিক্ষণে অংশগ্রহণ করা যাবে। সেইসঙ্গে প্রিশিপমেন্ট ইন্সপেকশন (পিএসআই) বা ফ্যাক্টরি অ্যাকসেপট্যান্স টেস্টের (এফএটি) আওতায় বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির ২ জানুয়ারি ২০২৪ তারিখে জারি করা পরিপত্র কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। একান্ত অপরিহার্য হলে পিএসআই বা এফএটির আওতায় বিদেশ ভ্রমণের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পূর্বানুমোদন নিতে হবে।

উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ১২ মে জারি করা পরিপত্রে বলা হয়েছিল, করোনা-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার ও বৈশ্বিক সংকটের পরিপ্রেক্ষিতে ফের আদেশ না দেওয়া পর্যন্ত এক্সপোজার ভিজিট, শিক্ষা সফর, এপিএ ও ইনোভেশনের আওতাভুক্ত ভ্রমণ, কর্মশালা বা সেমিনারে অংশগ্রহণসহ সব ধরনের বৈদেশিক ভ্রমণ বন্ধ থাকবে। যদিও সে বছরের সেপ্টেম্বর মাসে সেই নির্দেশনা শিথিল করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এই অভিযোগ আমি দৃঢ়ভাবে অস্বীকার করছি’

জর্জিনার আংটিতে লুকিয়ে রোনালদোর প্রেমবার্তা!

বিশ্ব বাজারে স্বর্ণের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

এনবিআইইউ প্রক্টর বরখাস্ত

ভোক্তা অধিকার রক্ষায় অংশীজনের সমন্বিত ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আবারও ১১ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরকান আর্মি

আকর্ষণীয় বেতনে চাকরি দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

ফজলুর রহমানের প‌ক্ষে মি‌ছিল, ‌স্লোগা‌নে উত্তাল অষ্টগ্রাম

ডাকসুর ভিপি-জিএস পদে কার ব্যালট নম্বর কত

পোষ্য টাইসনকে মৃত অবস্থায় পেলেন নিলয় আলমগীর

১০

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

১১

রোহিঙ্গা ক্যাম্পে প্রসূতি ও নবজাতক সেবা চালু করল আইওএম

১২

আ.লীগ নেতা লোকমান হোসেন ডাকুয়া গ্রেপ্তার 

১৩

৪ বার কল দিয়েছেন ট্রাম্প, ধরেননি মোদি

১৪

ক্রিকেটের যে নিয়ম পরিবর্তন করতে চান শচীন

১৫

ডাকসু নির্বাচন / শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছাত্রদলের প্রচারণা শুরু

১৬

পদ স্থগিতের পর ফজলুর রহমানের প্রতিক্রিয়া

১৭

যুবলীগ নেতাসহ সাবেক যুগ্ম সচিব সিরাজুল কারাগারে 

১৮

আড়াই বছর পর বেনাপোল বন্দরে পেঁয়াজ আমদানি

১৯

এশিয়ান কাপের আগে থাইল্যান্ডে প্রস্তুতি ম্যাচ খেলবে ঋতুপর্ণারা

২০
X