

ইরানের চলমান বিক্ষোভে ইসরায়েল সন্ত্রাসীদের সহায়তা দিচ্ছে—এমন অভিযোগ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে তুলে ধরেছে ইরান। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জাতিসংঘ মহাসচিবকে জানান, যুক্তরাষ্ট্রের সম্মতিতেই ইসরায়েল ইরানের ভেতরে সন্ত্রাসীদের অর্থ, অস্ত্র ও সংগঠনে সহায়তা করছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আরাঘচি জানান—বিক্ষোভ শুরুতে শান্তিপূর্ণ ছিল। তবে পরে সন্ত্রাসী কার্যক্রম জড়িয়ে পড়ায় পরিস্থিতি সহিংস হয়ে ওঠে।
আরাঘচি দাবি করেন, সন্ত্রাসীদের সংগঠিত ও সশস্ত্র করার ক্ষেত্রে ইসরায়েলের সরাসরি ভূমিকা রয়েছে এবং এতে ওয়াশিংটনের সমর্থন রয়েছে। একই সঙ্গে তিনি বলেন, ইরান মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
এদিকে জাতিসংঘের সহকারী মহাসচিব আবদুল্লাহ আল দারদারি বলেন, ইরানিদের ভয় ছাড়া তাদের দাবি প্রকাশের অধিকার রয়েছে। তিনি আটক ব্যক্তিদের ন্যায্য বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ইরানে হওয়া সব মৃত্যুর ঘটনায় স্বচ্ছ ও স্বাধীন তদন্ত প্রয়োজন। পাশাপাশি ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি নিয়ে জাতিসংঘ উদ্বিগ্ন বলেও জানান তিনি।
জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, ইরানসংক্রান্ত সমস্যার সমাধান সংলাপ, কূটনীতি ও শান্তিপূর্ণ পথেই হওয়া উচিত।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ইরানের মুদ্রা রিয়ালের বড় পতনের পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, এ পর্যন্ত অন্তত ২ হাজার ৫৭১ জন নিহত হয়েছেন। তবে ইরান সরকার নিহতের সংখ্যা প্রায় ২ হাজার বলে স্বীকার করেছে।
মন্তব্য করুন