কালবেলা প্রতিবেদক ও ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ০২:২৫ এএম
আপডেট : ১১ জুলাই ২০২৪, ০৮:৫৪ এএম
প্রিন্ট সংস্করণ

থামছে না আন্দোলন, নির্বাহী বিভাগের সিদ্ধান্তের অপেক্ষা

কোটাবিরোধী আন্দোলন
থামছে না আন্দোলন, নির্বাহী বিভাগের সিদ্ধান্তের অপেক্ষা

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটার বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোকে স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। ফলে আপাতত কোটা থাকছে না। তবে এটি চূড়ান্ত নয়। বিষয়টি চূড়ান্ত হবে আপিল বিভাগের রায়ের পর। এদিকে আপিল বিভাগের স্থিতাবস্থা বজায় রাখার আদেশকে ‘ঝুলন্ত সিদ্ধান্ত’ হিসেবে আখ্যা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ন্যূনতম (সর্বোচ্চ ৫ শতাংশ) কোটা রেখে নির্বাহী বিভাগ থেকে সব ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল না করার আগ পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন তারা।

গতকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। বিকেল সাড়ে ৪টার দিকে অবরোধ ছেড়ে শাহবাগে ফিরে আসেন তারা। সন্ধ্যা সাড়ে ৭টায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়েন তারা।

কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, আগামীকাল (আজ বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৩টা থেকে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে, রাজপথে ও রেললাইনে শিক্ষার্থীরা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি অব্যাহত রাখবেন। কেন্দ্রীয়ভাবে সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে ব্লকেড কর্মসূচির কার্যক্রম শুরু হবে।

আপিল বিভাগের আদেশের প্রতিক্রিয়ায় আন্দোলনকারীরা বলেছেন, আদালতের সঙ্গে তাদের সকাল-সন্ধ্যা ব্লকেড আন্দোলনের কোনো সম্পর্ক নেই। তারা সরকারের কাছে কোটা সমস্যার চূড়ান্ত সমাধান চাইছেন। যৌক্তিক সমাধান না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, আমরা মূলত সরকারের নির্বাহী বিভাগের কাছেই কোটা সমস্যার চূড়ান্ত সমাধান চাইছি। আমাদের এই একদফাই দাবি। এটি আদালতের এখতিয়ার নয়। এটি একমাত্র নির্বাহী বিভাগই পূরণ করতে পারবে। সরকারের কাছ থেকেই আমরা সুস্পষ্ট বক্তব্য আশা করছি।

লাগাতার কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিভিন্ন হলের শিক্ষার্থীরা জড়ো হন। সেখান থেকে বিশাল এক মিছিল নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে শাহবাগে যান আন্দোলনকারীরা। এরপর শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের একটি অংশ শাহবাগ মোড় অবরোধ করে। বাকিরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে গিয়ে গুরুত্বপূর্ণ মোড়গুলো অবরোধ করেন। তাদের এই অবরোধ এবং গরম আবহাওয়ার কারণে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

আগের দিনগুলোর চেয়ে গতকাল বেশিসংখ্যক শিক্ষার্থী আন্দোলনে নামেন। বিগত দিনগুলোতে মূল সড়কে শিক্ষার্থীরা অবরোধ করলেও গতকাল অলিগলির মুখেও অবস্থান নেন তারা। ফলে গণপরিবহন, ব্যক্তিগত প্রাইভেটকার, অটোরিকশা, মোটরসাইকেল বা রিকশা বিকল্প পথ হিসেবে অলিগলিতেও ঢুকতে পারেনি। এ কারণে অনেক রাস্তাতেই সারি সারি যানবাহন দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেক রাস্তা আবার অবরোধের কারণে একদম ফাঁকা হয়ে যায়। তবে যানবাহন চলেনি। এমনকি রিকশাও চলতে দেওয়া হয়নি অনেক জায়গায়। যাত্রীদের অনেককেই হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

ঢাবি ও রাজধানীর অন্য এলাকাসহ সারা দেশেই এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। এর প্রভাব পড়ে দেশব্যাপী। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে ৬৪ জেলা অবরোধের ঘোষণা দেন আন্দোলনকারীরা। সকাল-সন্ধ্যা এই অবরোধের আওতায় রেলপথকেও অন্তর্ভুক্ত করেন তারা।

জানা গেছে, গতকাল সকালে কর্মসূচি শুরুর পর রাজধানীর শাহবাগ, নীলক্ষেত, সায়েন্স ল্যাব, ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড়, বাংলামটর, কারওয়ান বাজার, ফার্মগেট, বঙ্গবাজার, চানখাঁরপুল, আনন্দবাজার মোড়, জিপিও মোড়, গুলিস্তান, হাইকোর্ট মোড়, মৎস্য ভবন মোড়, কাকরাইল মোড়, পল্টন মোড়, মহাখালী, আগারগাঁও, রামপুরা ব্রিজ, মিরপুর-১২ সহ বিভিন্ন মোড় অবরোধ করে অবস্থান নেন শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা।

গতকাল দুপুরে সরেজমিন দেখা যায়, কাকরাইল মোড়ে উইলস লিটলস স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়কে রশি টেনে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন। ফলে অনেক গাড়ি ইউটার্ন নিয়ে মগবাজার হয়ে বিভিন্ন গন্তব্যে যায়। আবার অনেক গাড়ি একই স্থানে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকে। সেখান থেকে মিন্টো রোডের সামনে গিয়ে দেখা যায়, এখানেও রাস্তা অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। ফলে শাহবাগের বিকল্প রাস্তা হিসেবে যারা এই সড়ক ব্যবহার করেন, তারা বিপাকে পড়েন। ইন্টারকন্টিনেন্টাল মোড়ে দেখা যায়, চারপাশ ঘিরে রাখেন আন্দোলনকারীরা। বাংলামটর ও কারওয়ান বাজারেও একই চিত্র। পরিবাগ মোড়ে শিক্ষার্থীদের একটি অংশ অবস্থান নেয়। ফলে পরিবাগ দিয়ে হাতিরপুল বা কাঁঠালবাগান হয়ে পান্থপথ বা কারওয়ান বাজারগামীরা ভোগান্তিতে পড়েন।

গতকাল বিকেল ৩টার দিকে গুলিস্তানের জিরো পয়েন্ট মোড় অবরোধ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় জিরো পয়েন্ট মোড়ে অবস্থিত সচিবালয়ের পার্শ্ববর্তী রাস্তাসহ আশপাশের সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের কয়েক হাজার শিক্ষার্থী তাদের সঙ্গে যোগ দেন। এ সময় আন্দোলনকারীরা কোটার যৌক্তিক সংস্কারের পাশাপাশি বিসিএস ও মেডিকেল প্রশ্নফাঁসে জড়িতদের বিচার দাবি করেন।

গতকাল সকালে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। এ সময় আপিল বিভাগের স্থিতাবস্থা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার আহ্বায়ক আরিফ সোহেল এই ঘোষণা দেন।

একদফা দাবিতে গতকাল দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাড়ে ৩ ঘণ্টা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। তারা নগরীর বিহাস বাইপাস মোড়ে মহাসড়ক অবরোধ করেন। বিকেল ৪টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে সাড়া দিয়ে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট ) শিক্ষার্থীরা। এতে আঞ্চলিক সড়ক ও ঢাকার সঙ্গে রাজশাহী রুটে ঘণ্টাব্যাপী ট্রেন চলাচল বন্ধ থাকে। এ ছাড়া গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজও আন্দোলনে অংশ নিয়েছে।

বৈষম্যমূলক কোটা প্রত্যাহারের একদফা দাবিতে গতকাল চতুর্থ দিনের মতো চলন্ত ট্রেন থামিয়ে আন্দোলন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ছাড়া ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন তারা। তুমুল বৃষ্টিতে ভিজে গতকাল অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। ফরিদপুরে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। সেখানে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও ছিলেন। ফরিদপুর শহরের মুজিব সড়কের সুপার মার্কেটের সামনে সড়কে যান চলাচল থামিয়ে অবরোধ করেন শিক্ষার্থীরা। এর আগে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।

একদফা দাবিতে টাঙ্গাইলে সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল-নাগরপুর-আরিচা আঞ্চলিক সড়কের কাগমারী মোড়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বাংলা ব্লকেড ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এক দফা দাবিতে খানজাহান আলী সেতু অবরোধ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে খুলনা সাচিবুনিয়া বিশ্বরোড এলাকার খুলনা-ঢাকা, খুলনা-বাগেরহাট মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেন তারা। পাশাপাশি মহানগরীর নতুন রাস্তা এলাকায় রাজপথ ও রেলপথ অবরোধ করেন সরকারি ব্রজলাল কলেজ (বিএল কলেজ) ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত কলেজের শিক্ষার্থীরা।

গতকাল সকাল সাড়ে ১১টায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন। দাবি আদায়ে বিক্ষোভ মিছিল ও ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীরা। ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নেন।

এ ছাড়া, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চট্টগ্রাম-রাঙ্গামাটি-পার্বত্য চট্টগ্রাম মহাসড়ক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রংপুর মডার্ন মোড়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-দিনাজপুর মহাসড়ক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা ঢাকা-খুলনা মহাসড়কে অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

রাষ্ট্রেরও সংস্কারের দাবি ছাত্র ইউনিয়নের: কোটা পদ্ধতির সংস্কার, সংস্কারে বিশেষায়িত টাস্কফোর্স গঠন এবং সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের শাস্তি ও ফাঁসকৃত প্রশ্নে নিয়োগপ্রাপ্তদের প্রমাণসাপেক্ষে চাকরিচ্যুত করে শাস্তির দাবিতে গতকাল দুপুরে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে একটি বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সমাবেশ থেকে বৈষম্যমূলক কোটা সংস্কারের পাশাপাশি রাষ্ট্র সংস্কারের দাবিও জানানো হয়। ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির ঢাকা মহানগর সংসদের সভাপতি সালমান রাহাত, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সৌরভ, ঢাবির ছাত্রনেতা এনামুল হাসান অনয় প্রমুখ।

কোটা বহাল ও মুক্তিযোদ্ধাদের কটূক্তির বিচার দাবি: এদিকে গতকাল সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালসহ সাত দফা দাবি ও কোটা আন্দোলনের নামে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ও মুক্তিযোদ্ধা পরিবারভিত্তিক বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এতে ঢাবির অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন, মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুন, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার, বীর মুক্তিযোদ্ধা সন্তান মিজানুর রহমান, সনেট মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

[প্রতিবেদনে সহযোগিতা করেছেন জবি প্রতিনিধি, জাবি প্রতিনিধি, বাকৃবি প্রতিনিধি, শাবিপ্রবি প্রতিনিধি, ববি প্রতিনিধি, পবিপ্রবি প্রতিনিধি, পাবিপ্রবি প্রতিনিধি, ফরিদপুর প্রতিনিধি, টাঙ্গাইল প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, পাবনা প্রতিনিধি, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, খুলনা ব্যুরো]

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধূমপানের ক্রেভিং কমাতে সাহায্য করে যে ফল

‘ফ্যাসিস্টদের দৃশ্যমান বিচার ছাড়া নির্বাচন উৎসবমুখর হবে না’

স্থানীয়দের সঙ্গে চবি শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

টানা তিন জয়ে লা লিগার শীর্ষে রিয়াল

মোদি এখন কোথায়?

আজ থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ, ভরি কত?

স্যামসাং টিভি ও মনিটরে আসছে মাইক্রোসফটের 'কোপাইলট' চ্যাটবট

সৌন্দর্যে ভরে উঠছে ত্রিশালের চেচুয়া বিল

আজ মুখোমুখি অবস্থানে যেতে পারেন বিএসসি প্রকৌশলী ও ডিপ্লোমাধারীরা

৩১ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

সিঙ্গারে চাকরির সুযোগ, থাকবে ভাতাসহ প্রভিডেন্ট ফান্ড

১১

টাঙ্গাইলে সাত মাসে সাপের কামড়ের শিকার ৫৩৫ জন

১২

ব্যাংক এশিয়ায় রিলেশনশিপ ম্যানেজার পদে আবেদন করুন আজই

১৩

তিন দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

১৪

ভারত সফরের পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প : নিউইয়র্ক টাইমস

১৫

রূপায়ণ গ্রুপে চাকরির সুযোগ

১৬

কিশোর-কিশোরীদের জন্য এআই চ্যাটবটে পরিবর্তন আনল মেটা

১৭

ইসরায়েলের বিরুদ্ধে নতুন পরিকল্পনা ইয়েমেনি বিদ্রোহীদের

১৮

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

১৯

নির্বাচনের কোনো সুষ্ঠু পরিবেশ নেই : শামীম সাঈদী

২০
X