এনায়েত শাওন
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০২:৩৮ এএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ০৭:২২ এএম
প্রিন্ট সংস্করণ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

ভারত সফরের পর চাঙ্গা আ.লীগ

ভারত সফরের পর চাঙ্গা আ.লীগ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশি-বিদেশি বিভিন্ন মহলের নানা তৎপরতার সময় বাংলাদেশের সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে ইতিবাচক অবস্থানে রয়েছে ভারত। রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় অতীতের মতোই বাংলাদেশের পাশে থাকবে বন্ধুরাষ্ট্রটি। সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে নিকটতম প্রতিবেশীর ইতিবাচক অবস্থানে আওয়ামী লীগের পালে বইছে সুবাতাস। সম্প্রতি আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সফরে ভারতের সেই অবস্থান পুনর্ব্যক্ত হওয়ায় ক্ষমতাসীনদের চাঙ্গাভাব পরিলক্ষিত হচ্ছে।

তত্ত্বাবধায়কের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানে বিরোধী শিবিরের দাবি ও আন্দোলনের বিপরীতে আওয়ামী লীগের অবস্থান শুরু থেকেই সংবিধানের বাইরে না যাওয়ার দৃঢ়তা আরও সুদৃঢ় হয়েছে। বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে বিদেশিদের প্রত্যক্ষ কোনো অবস্থান না নেওয়া ও ভারত সফর থেকে আগামী নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট বার্তা আওয়ামী লীগের পক্ষে থাকায় ফুরফুরে মেজাজে রয়েছে ক্ষমতাসীনরা।

বাংলাদেশের আগামী নির্বাচনকে ঘিরে ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ ভারতের অবস্থানের সঙ্গে দুদেশের জাতীয় স্বার্থ জড়িত বলে মনে করেন সাবেক কূটনীতিক ওয়ালিউর রহমান। তিনি কালবেলাকে বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ঐতিহাসিক। মহান মুক্তিযুদ্ধের সময় দুদেশের মানুষের জন্য যা ভালো সেটাই করেছে বন্ধু দেশটি। তারা সবসময় দুই দেশের জাতীয় স্বার্থ দেখে। বর্তমানে বাংলাদেশের সংবিধানের প্রতি সম্মান ও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সমর্থনও তারা উভয় দেশের স্বার্থ বিবেচনা করেই দিচ্ছে। তাদের অবস্থান কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক স্বার্থে হঠাৎ গড়ে ওঠেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার সংবিধান মেনে অবাধ ও সুষ্ঠু ভোটের জন্য নির্বাচন কমিশনসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতও তা দেখছে। এ কারণেই তারা অবস্থান স্পষ্ট জানিয়েছে।

৬-৯ আগস্ট ক্ষমতাসীনদের একটি প্রতিনিধিদল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে তিন দিনের সফরে ভারত যায়। এই সফরে আনুষ্ঠানিক বৈঠকের বাইরেও ভারতের ক্ষমতাসীন দল ও সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গেও অনানুষ্ঠানিক বৈঠক হয়। সেসব বৈঠকে সেদেশের সরকার আওয়ামী লীগ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে বাংলাদেশের জনগণ ও সংবিধানের ওপর তাদের আস্থার কথা আওয়ামী লীগের প্রতিনিধিদলকে জানায়। তারা এ অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা ও সন্ত্রাস দমনের স্বার্থে অতীতের মতো আগামীতেও আওয়ামী লীগের সঙ্গে কাজ করতে চায় বলেও উল্লেখ করে।

সফরে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, উপদেষ্টা পরিষদের সদস্য আরমা দত্ত, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী ও কার্যনির্বাহী সংসদের সদস্য মেরিনা জাহান কবিতা।

এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান কালবেলাকে বলেন, আমরা সবসময়ই চাঙ্গা ছিলাম, আছি। আমরা দেশের সংবিধান, আইন, জনগণের অধিকার ও রায়ে বিশ্বাসী। বিদেশিদের কাছে ধরনা দিয়ে বিভিন্ন অপশক্তি অপপ্রচার করে বাংলাদেশের জনগণের মনে যে শঙ্কা তৈরি করেছিল, তা কেটে গেছে। নিকটতম প্রতিবেশী ও উন্নয়ন সহযোগীরা অনুধাবন করেছে যে, বাংলাদেশের সংবিধান ও আইন অনুযায়ী নির্বাচন কমিশনের যে সক্ষমতা রয়েছে, তা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সহায়ক। এই নির্বাচন কমিশন একটি শান্তিপূর্ণ নির্বাচন করতে সক্ষম।

প্রতিনিধিদলের এক সদস্য কালবেলাকে বলেন, এই সফরকালে বিজেপির সভাপতি জেপি নাড্ডা, সাধারণ সম্পাদক বিনোদ তড়ে, পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ও রাজ্যসভার নেতা এবং বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের পাশাপাশি দল ও সরকারের নীতিনির্ধারকদের সঙ্গেও দুই মন্ত্রীর অনানুষ্ঠানিক বৈঠক হয়। সেসব বৈঠকে ভারতীয় নীতিনির্ধারকরা বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বারোপ করেন। বাংলাদেশে নির্বাচন ও ক্ষমতার পরিবর্তনের প্রশ্নে আওয়ামী লীগের প্রতি তাদের অবস্থান ইতিবাচক থাকার কথাও জানান। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নানামুখী চাপ মোকাবিলায় নিকটতম প্রতিবেশী ও বন্ধু দেশ হিসেবে তাদের প্রচেষ্টা যে অব্যাহত থাকবে, তাও ব্যক্ত করেন।

বৈঠকে বিজেপি সভাপতি জেপি নাড্ডা জানান, তার দল এ অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা ও সন্ত্রাস দমনের স্বার্থে অতীতের মতো আগামীতেও আওয়ামী লীগের সঙ্গে কাজ করতে আগ্রহী। ভারত ও বাংলাদেশের বর্তমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অতীতের যে কোনো সময়ের চেয়ে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। আমাদের দুই বন্ধুপ্রতিম দল এ সম্পর্ক অটুট রাখতে কাজ করে যাবে বলে আশ্বস্ত করেন বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ তড়ে ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

ভারত থেকে ফিরে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশে সংবিধানের আলোকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করে প্রতিবেশী দেশটি। তারা আগামী দিনেও আওয়ামী লীগের সঙ্গে কাজ করতে আগ্রহী। এ অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা ও সন্ত্রাস দমনের স্বার্থে অতীতের মতো আগামীতেও কাজ করবে।

নির্বাচনে প্রসঙ্গে গত শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ভারত চায়, নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হোক এবং নির্ধারিত সময়েই হোক।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম কালবেলাকে বলেন, আওয়ামী লীগের কোনো প্রভু নেই, আছে বন্ধু। কিন্তু বিএনপির বিদেশি প্রভুর অভাব নেই। বিএনপি-জামায়াত তাদের অপরাজনীতির অংশ হিসেবে দেশের মর্যাদা ভূলুণ্ঠিত করে তাদের প্রভুদের কাছে নালিশ করে। সম্প্রতি আওয়ামী লীগের প্রতিনিধিদলের ভারত সফর দুটি রাজনৈতিক দলের যোগাযোগ বৃদ্ধির অংশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কটাক্ষের শিকার আলিয়া

ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেন গুরিয়নের ফ্লাইট স্থগিত

ওজন কমাতে চা

‘কাউকে দোষারোপ করছি না’, বিভুরঞ্জনকে নিয়ে ছেলে ও ভাই

আজ ঢাকার বাতাসে দূষণের পরিমাণ কত?

রাজধানীতে ট্রেনের বগি লাইনচ্যুত

সেরা অধিনায়ক কে? অপ্রত্যাশিত নাম বলে চমকে দিলেন দ্রাবিড়

মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু

শাহরুখের ওপর বিরক্ত বোমান ইরানি

জেনে নিন আজকের স্বর্ণের বাজারদর

১০

প্রীতি ম্যাচ খেলতে কবে ভারত আসছে মেসির আর্জেন্টিনা জানাল এএফএ

১১

নতুন করে মহাবিপদে পড়তে যাচ্ছে ইরান

১২

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১৩

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

১৪

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারে দগ্ধ ৯

১৫

২৩ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

স্কয়ার গ্রুপে আবেদনের সুযোগ, আর মাত্র একদিন বাকি

১৭

ঢাকা রিজেন্সি হোটেলে চাকরির সুযোগ, আবেদন করুন আজই

১৮

গাজায় দুর্ভিক্ষ শুরু, কড়া প্রতিক্রিয়া সৌদির

১৯

৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

২০
X