রাজকুমার নন্দী
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ০২:৫৪ এএম
আপডেট : ০২ মার্চ ২০২৫, ০৯:১৭ এএম
প্রিন্ট সংস্করণ
ছাত্রদের নতুন দল

সরকারের নিরপেক্ষতা ইস্যুতে সজাগ থাকবে বিএনপি

সরকারের নিরপেক্ষতা ইস্যুতে সজাগ থাকবে বিএনপি

বৈষম্যবিরোধী শিক্ষার্থী প্ল্যাটফর্মের নেতাদের নতুন রাজনৈতিক দল গঠনের পর এখন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার দিকে আরও সজাগ দৃষ্টি রাখবে বিএনপি। নবগঠিত রাজনৈতিক দলটি সরকারের কাছ থেকে কোনো সুবিধা পাচ্ছে কি না, সেদিকটি তারা নজরে রাখবে। বিএনপি আশা করে, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত এই সরকার জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেবে। তারা এর কোনো ব্যত্যয় ঘটাবে না। দলটি সেই আস্থা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ওপর রাখতে চায়। যে কারণে নিরপেক্ষতার প্রশ্নে এতদিন সরকারকে সতর্ক করার আহ্বান জানিয়ে আসা বিএনপি এখনই তাদের সরাসরি কাঠগড়ায় দাঁড় করাতে চায় না। বিএনপি এখন সার্বিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। দলটির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে এমনটা জানা গেছে।

দীর্ঘদিন ধরে আলোচনার পর গত শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং আখতার হোসেনকে সদস্য সচিব করে ১৭১ সদস্যবিশিষ্ট ছাত্র-তরুণদের নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ ঘটেছে। বিএনপি ছাত্রদের এই নতুন দলকে সাধুবাদ জানিয়েছে এবং আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের দুজন প্রতিনিধিও পাঠিয়েছে। বিএনপি যে বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, সেটাকে ধারণ করেই নতুন এই দলকে স্বাগত জানিয়েছে তারা। তবে বিএনপি ছাত্রদের নতুন দলের কার্যক্রমের দিকে যেমন নজর রাখবে, তেমনি সরকারের নিরপেক্ষতার দিকেও তাদের নজর থাকবে। কারণ, শুরু থেকেই বিএনপি বলে আসছিল, সরকারে থেকে কিংবা সরকারের পৃষ্ঠপোষকতায় নতুন দল গঠিত হলে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। সেক্ষেত্রে নির্বাচনের সময়ে নিরপেক্ষ সরকারের বিষয়টি আবার সামনে চলে আসবে।

বিএনপির বেশ কয়েকজন নেতা এ-ও বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র প্ল্যাটফর্ম থেকে তিনজন অন্তর্বর্তী সরকারে উপদেষ্টার দায়িত্ব নেন। এদের মধ্যে তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করে নতুন দলের দায়িত্ব নিয়েছেন। অন্য দুজন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বলে এরই মধ্যে স্পষ্ট করেছেন। তবে বিএনপি মনে করছে, ওই দুই উপদেষ্টার থেকেও ছাত্রদের নতুন দল রাজনৈতিক বেনিফিট পেতে পারে। কারণ, এ দুজনই অভ্যুত্থানের প্রথম সারির নেতা হওয়ায় ছাত্রদের নতুন দলের প্রতি তাদের এক ধরনের দুর্বলতা থাকতে পারে। তা ছাড়া তাদের (দুই উপদেষ্টা) নির্বাচন করারও সম্ভাবনা আছে। তেমনটি হলে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার জন্য তাদেরও সরকার থেকে সরে এসে রাজনীতিতে সম্পৃক্ত হওয়া প্রয়োজন। বিএনপি চায় না ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকার ব্যর্থ হোক। দলটি মনে করে, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা মানে গণতন্ত্রকামী মানুষের ব্যর্থতা। এমনটা হলে সংকট আরও ঘনীভূত হবে।

ছাত্রদের নতুন দল গঠনের আলোচনা যখন চলছিল, তখন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, নতুন দল করতে হলে সরকার থেকে পদত্যাগ করে করতে হবে। এমনটা হলে তারা সেই দলকে স্বাগত জানাবে। তবে সরকারি পৃষ্ঠপোষকতায় কোনো দল গঠিত হলে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। এমন অবস্থায় গত জানুয়ারিতে রাজধানীতে এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। অন্তর্বর্তী সরকার যদি নিরপেক্ষ না থাকে, তাহলে নির্বাচনের সময়ে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে। প্রত্যাশা করব, অন্তর্বর্তীকালীন সরকার তাদের সেই নিরপেক্ষতা পালন করবেন। মির্জা ফখরুল ইসলামের ওই বক্তব্যের পর বিএনপির প্ল্যাটফর্ম থেকে পরে একই ধরনের বক্তব্য এসেছে।

জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু কালবেলাকে বলেন, সামগ্রিক বিবেচনায় অন্তর্বর্তীকালীন সরকার থেকে কেয়ারটেকার সরকার এখন আলোচনায় বেশি গুরুত্ব পাবে। এ বিষয়টি বর্তমান অন্তর্বর্তী সরকারের বিবেচনায় নেওয়া উচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ৩ ঘণ্টার বৈঠকে কী আলোচনা হল?

যুক্তরাজ্য থেকে আসবে ৩ কার্গো এলএনজি

২৫ মিলিয়ন ডলারের চুরি করা গোলাপি হীরা উদ্ধার দুবাই পুলিশের

খোলামেলা পোশাকে বিতর্কে পাকিস্তানি অভিনেত্রী আইজা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও বাড়াতে চায় বাংলাদেশ

দেশজুড়ে মোবাইল কোর্ট অভিযানে ১২২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

স্বামীর মৃত্যুদণ্ড জনসম্মুখে, স্ত্রীর দণ্ড হবে কারাগারে

এইচএসসি পাসে নিয়োগ দেবে সজীব গ্রুপ, লাগবে না অভিজ্ঞতা

টিসিএল পণ্য এখন বাজারজাত করছে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ

ডাকসু নির্বাচন / শেষ দিনে মনোনয়নপত্র সংগ্রহ ৯৩ জনের, মোট ৬৫৮

১০

২৪ ঘণ্টা না পেরোতেই বদলি কোম্পানীগঞ্জের ইউএনও

১১

আব্দুল মজিদ মল্লিক ফাউন্ডেশনের পক্ষ থেকে তেরখাদায় শিক্ষাবৃত্তি প্রদান 

১২

কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানি, অতঃপর...

১৩

এসএসসি পাসেই জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরির সুযোগ

১৪

গয়েশ্বর চন্দ্রের দুর্নীতি মামলার রায়ের দিন ধার্য

১৫

সংস্কার না করে পূর্বের নিয়মে নির্বাচন হতে পারে না : চরমোনাই পীর

১৬

ওমরাহ করে ফিরেছেন রইস উদ্দিন, সাক্ষাৎ করতে গেলেন অপু বিশ্বাস

১৭

কেউ টাকা ধার চাইলে সম্পর্ক ঠিক রেখে যেভাবে ‘না’ বলবেন

১৮

ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য আমরা লড়াই করেছি : মো. শাহজাহান

১৯

৫৫ লাখ টাকা চুরির মামলায় গৃহকর্মী-দারোয়ান রিমান্ডে 

২০
X