আলী ইব্রাহিম
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৫, ০২:২৬ এএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ০৯:১১ এএম
প্রিন্ট সংস্করণ

আয়কর রিটার্ন দেয় না মাহী বি চৌধুরীর কেসি মেমোরিয়াল

আয়কর রিটার্ন দেয় না মাহী বি চৌধুরীর কেসি মেমোরিয়াল

সাবেক রাষ্ট্রপতি প্রয়াত ডা. বদরুদ্দোজা চৌধুরীর সন্তান মাহী বি চৌধুরীর মালিকানাধীন প্রতিষ্ঠান কেসি মেমোরিয়াল ক্লিনিক কয়েক বছর ধরে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) আয়কর রিটার্ন জমা দেয়নি। প্রতিষ্ঠানটির কাছ থেকে বকেয়া কর আদায়ে তৎপরতা শুরু করেছে এনবিআর। এরই মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ব্যর্থতার কারণ জানতে চেয়ে প্রতিষ্ঠানটিকে নোটিশ দিয়েছে আয়কর আপিল ট্রাইবুন্যাল। এর মধ্যেই জানা গেছে, ডা. বদরুদ্দোজা চৌধুরীর হাতে গড়া পারিবারিক প্রতিষ্ঠানটির কার্যক্রম প্রায় এক বছর ধরে বন্ধ রয়েছে।

এ ব্যাপারে জানতে গতকাল বুধবার রাতে মাহী বি চৌধুরীর মোবাইল ফোনে কল করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েক বছর ধরে আয়কর রিটার্ন জমা না দেওয়ার কারণে রাজধানীর বারিধারার কেসি মেমোরিয়াল ক্লিনিকের মালিকদের কাছে প্রথমে নোটিশ পাঠায় সংশ্লিষ্ট কর অঞ্চল। এতে কাজ না হওয়ায় প্রতিষ্ঠানটির রিটার্ন দাখিলে ব্যর্থতার কারণ জানতে চেয়ে নোটিশ দেন এনবিআরের বিচারিক সংস্থা আয়কর আপিল ট্রাইবুন্যাল। সেই নোটিশ সূত্রে জানা যায়, গত ২৩ জানুয়ারি কেসি মেমোরিয়াল ক্লিনিকের মালিকদের ওই নোটিশ দেওয়া হয়, যেখানে গত ১৬ ফেব্রুয়ারি বেলা ১১টার মধ্যে ট্রাইবুন্যালে হাজির হয়ে রিটার্ন দাখিলে ব্যর্থতার কারণ জানাতে শুনানির দিন ধার্য করার কথা উল্লেখ ছিল। শুনানিতে প্রতিষ্ঠানটির মালিকপক্ষ বা তার মনোনীত প্রতিনিধির মাধ্যমে জবাব দিতে বলা হয়েছিল।

তবে সেই শুনানিতে কেসি মেমোরিয়ালের পক্ষ থেকে কেউ ট্রাইব্যুনালে উপস্থিত হননি বলে নিশ্চিত করেছে ট্রাইবুন্যাল সূত্র।

এ বিষয়ে জানতে কেসি মেমোরিয়ালের ফোন নম্বরে কল দিলে রিসিভ করেন জাহিদুল ইসলাম নামের এক কর্মী। তিনি কালবেলাকে বলেন, কেসি মেমোরিয়াল ক্লিনিকটির কার্যক্রম প্রায় এক বছর ধরে বন্ধ রয়েছে। কেন বন্ধ জানতে চাইলে তিনি কোনো উত্তর দিতে পারেননি, তবে ক্লিনিকটির মালিকপক্ষ বন্ধ করে দিয়েছেন বলে জানান। সেইসঙ্গে মালিক হিসেবে তিনি প্রয়াত রাষ্ট্রপতির ছেলে মাহী বি চৌধুরীর কথা বলেন।

জাহিদুল আরও জানান, প্রতিষ্ঠানটিতে অনেক সেবাগ্রহীতা ফোন করেন। এ কারণেই এই নম্বরটি খোলা রাখা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, কার্যক্রম বন্ধ থাকায় প্রতিষ্ঠানটিতে দুয়েকজন কর্মী ছাড়া আর কেউ থাকেন না। শুধু আগের দেওয়া ফোন নম্বরে কোনো কল এলে তা রিসিভ করেন জাহিদুল।

এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট কর অঞ্চলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা কালবেলাকে বলেন, কেসি মেমোরিয়ালের নামে দফায় দফায় নোটিশ পাঠিয়েও কোনো লাভ হয়নি। গত কয়েক অর্থবছরে প্রতিষ্ঠানটি আয়কর রিটার্ন জমা দেয়নি। প্রতিষ্ঠানটি আয়কর বিভাগকে সহযোগিতা করছে না। শুনানিতেও প্রতিষ্ঠানের কেউ আসেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন

এবার তিশার বিরুদ্ধে মামলা হচ্ছে

আইটেম গানে শাকিবের নায়িকা, সমালোচনার কড়া জবাব

বিপিএল: বিদেশি লেগস্পিনারকে দলে ভেড়াল চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরের ৩ প্রবেশপথ অবরোধ

এক লাফে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরে উঠে এলো ঢাকা

পেছাতে পারে জকসু নির্বাচন, প্রার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া

রশির সূত্র ধরে যেভাবে বেরিয়ে এলো শিশু জায়ান হত্যার রহস্য

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের তুমুল সংঘর্ষে আহত ২৭

ভূমিকম্পপ্রবণ ঢাকা হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় শহর

১০

তপশিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে : সিইসি

১১

জামায়াতের মনোনয়ন পেলেন আলোচিত ড. ফয়জুল হক

১২

তৌসিফের নায়িকা মিস ওয়ার্ল্ড নীলা, পর্দায় আসছে নতুন জুটি

১৩

এবার নিজেকে ‘গার্ডিয়ান অব চিটাগাং’ ঘোষণা শাহজাহান চৌধুরীর

১৪

বার্সাকে উড়িয়ে দিল চেলসি, লেভারকুসেনে ‘স্তব্ধ’ সিটি

১৫

স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, ১৪ বছরের সংসারের ইতি টানলেন সেলিনা

১৬

লক্ষ্মীপুরে বাসে আগুন

১৭

আজ কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে

১৮

জানা গেল কবে বিয়ে করবেন রোনালদো, কোথায় হবে অনুষ্ঠান

১৯

বাংলাদেশের সঙ্গে সম্পর্কে নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত ফ্রান্স

২০
X