সুশোভন অর্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:১২ এএম
প্রিন্ট সংস্করণ

ভুয়া ‘জুলাই যোদ্ধা’ ঠেকাতে তদন্তে পুলিশের দুই ইউনিট

নতুন দাবির সত্যতা যাচাইয়ে সরকারের এমন সিদ্ধান্ত
ভুয়া ‘জুলাই যোদ্ধা’ ঠেকাতে তদন্তে পুলিশের দুই ইউনিট

জুলাই গণঅভ্যুত্থানের পেরিয়ে গেছে এক বছরের বেশি সময়। এরই মধ্যে অভ্যুত্থানে শহীদ ও আহতের তালিকা তৈরি করে ১৪ হাজার ৬৩৬ জনের নাম চূড়ান্তভাবে গেজেটভুক্ত করেছে অন্তর্বর্তী সরকার। তবে এখন যেন সবার একই আবদার, আর তা হলো ‘জুলাই যোদ্ধা’ হওয়া। অনেকে আন্দোলনে যুক্ত না হয়ে এবং আহত না হয়েও নিজেকে দাবি করছেন জুলাই অভ্যুত্থানের ‘আহত যোদ্ধা’ হিসেবে। ভিন্ন কারণে নিহত হলেও পরিবারের দাবি, জুলাই আন্দোলনের ‘শহীদ’! তবে ভুয়া এসব জুলাই যোদ্ধাকে ঠেকাতে নড়েচড়ে বসেছে সরকার। সত্যিকারের জুলাই যোদ্ধাদের শনাক্তে তদন্তে নেমেছে পুলিশের বিশেষ শাখা (এসবি) এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পুলিশের বিশেষায়িত এই দুটি ইউনিটের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, জুলাই যোদ্ধা হিসেবে সরকারি স্বীকৃতি পাওয়ার আশায় সারা দেশে নতুন করে ১ হাজার ৯৩৮ জনের আবেদন জমা পড়েছে সংশ্লিষ্ট জেলা প্রশাসক দপ্তর ও জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে। তবে সবার ‘আবদার’ ঠেকাতে এবং এরই মধ্যে তালিকায় নাম ওঠা ভুয়া জুলাই যোদ্ধাদের শনাক্তে এবার এসবি ও পিবিআই দিয়ে নিবিড় যাচাই-বাছাই শুরু হয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ গেজেটে অন্তর্ভুক্ত হওয়া ১৪ হাজার ৬৩৬ জনের মধ্যে ৮৩৬ জন শহীদ, অতি গুরুতর আহত (ক শ্রেণি) ৬০২ জন, গুরুতর আহত (খ শ্রেণি) ১ হাজার ১১৮ জন এবং আহত (গ শ্রেণি) ১২ হাজার ৮০ জন রয়েছেন। তবে জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের তালিকা নিয়ে এর আগে বিতর্ক তৈরি হয়েছিল। যাচাই-বাছাইয়ের দুর্বলতা নিয়েও সমালোচনা এবং প্রশ্ন উঠেছিল। এর আগেও সমালোচনার মুখে শহীদ তালিকা থেকে অনেকের নাম বাদ দিতে হয়েছে।

মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ‘গণঅভ্যুত্থানের এক বছরের বেশি সময় পার হওয়ার পরও জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর ও বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয় থেকে আরও ১ হাজার ৯৩৮ জনকে নতুন করে জুলাই যোদ্ধা হিসেবে গেজেট তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন পাওয়া গেছে। কিন্তু এসব আবেদন যাচাই করতে গিয়ে রাজনৈতিক আবদার, সামাজিক চাপসহ নানামুখী সমস্যার সম্মুখীন হচ্ছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। এ জন্যই এসবি ও পিবিআই দিয়ে তদন্তের সিদ্ধান্ত হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, চূড়ান্ত গেজেট প্রকাশের পর থেকেই ‘আমিও আহত’, ‘অমুকের সঙ্গে ছিলাম’, ‘আমার নাম কেন নেই’—এমন সব দাবিতে নানামুখী চাপ সৃষ্টি হয়। শুধু রাজনৈতিক দাবি নয়, সামাজিক পরিচিতি আর ভবিষ্যৎ সুবিধার প্রত্যাশাও অনেককে আবেদন করতে উৎসাহিত করছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হওয়ার জন্য আবেদন করা ১ হাজার ৯৩৮ জনের বিষয়ে তদন্ত করার জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তালিকা পাঠিয়ে চিঠি দেওয়া হয়। সেই চিঠির আলোকে গত ৩ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবেদনগুলো যাচাইয়ের জন্য পুলিশের বিশেষায়িত দুটি ইউনিট এসবি ও পিবিআইয়ে পাঠানো হয়। পুলিশের এই দুটি ইউনিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের চিঠির উল্লেখ করে বলা হয়, ‘জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী এক বছরের বেশি সময় অতিক্রান্ত হওয়ার পরও জুলাই গণঅভ্যুথান অধিদপ্তর ও বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয় থেকে ১ হাজার ৯৩৮ জনকে নতুন করে জুলাই যোদ্ধা হিসেবে গেজেট তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে ওই তালিকাটি এমআইএসভুক্ত করার আগে অধিকতর যাচাই-বাছাই করা আবশ্যক। এর পরিপ্রেক্ষিতে বিভাগওয়ারী ৪১টি জেলার ১ হাজার ৯৩৮ জনের তথ্য প্রেরণ করা হয়েছে। সংযুক্ত তালিকায় বর্ণিত ব্যক্তিগণ বৈষম্যবিরোধী আন্দোলনে সম্পৃক্ত থেকে আহত হয়েছেন কি না এবং তারা প্রকৃত জুলাই যোদ্ধা কি না, এ বিষয়ে পিবিআই/এসবির মাধ্যমে তদন্তপূর্বক প্রতিবেদন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে।’

জানতে চাইলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামাল কালবেলাকে বলেন, তারা মন্ত্রণালয় থেকে তালিকাটি পেয়ে যাচাই-বাছাই শুরু করেছেন। তবে কিছু জেলায় পিবিআইর ইউনিট না থাকায় সংশ্লিষ্ট জেলার ২৬১ জনের বিষয়ে অনুসন্ধান করা সম্ভব হচ্ছে না। বিষয়টি মন্ত্রণালয়কে অবগত করা হয়েছে।

অবশ্য এসবির এক কর্মকর্তা জানিয়েছেন, এসবি সারা দেশেই ১ হাজার ৯৩৮ জনের আবেদনের বিষয়ে তদন্ত শুরু করেছে।

গত ১৯ নভেম্বর পিবিআইর পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানানো হয়েছে, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, জয়পুরহাট, মেহেরপুর, সুনামগঞ্জ, নড়াইল, ভোলা, ঝালকাঠি, নীলফামারী, লালমনিরহাট, শরীয়তপুর ও শেরপুর—এই ১২ জেলায় পিবিআইর ইউনিট নেই। তাই এই জেলাগুলো থেকে জুলাই যোদ্ধা হওয়ার জন্য আবেদন করা ২৬১ জনের বিষয়ে তদন্ত করা সম্ভব নয়। এসব জেলার মধ্যে লক্ষ্মীপুরে ২৩ জন, খাগড়াছড়িতে ১৩ জন, জয়পুরহাটে ১৩ জন, মেহেরপুরে ২ জন, সুনামগঞ্জে ১৩০ জন, নড়াইলে ৬ জন, ভোলায় ২৮ জন, ঝালকাঠিতে ৪ জন, নীলফামারীতে ২৩ জন, লালমনিরহাটে ১২ জন, শরীয়তপুরে ২ জন ও শেরপুরে ৫ জন আবেদন করেছেন।

অবশ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ইউনিট ও জনবল না থাকায় পিবিআই ওই ২৬১ জনের বিষয়ে তদন্ত করতে না পারলেও এসবি তাদেরসহ সবার বিষয়েই তদন্ত করছে।

নকল জুলাই যোদ্ধা ঠেকাতে যেসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা: তদন্ত সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপ করে জানা গেছে, আবেদনগুলো যাচাইয়ের সময়ে তদন্তকারীরা অন্তত ১৬টি প্রশ্নের উত্তর খুঁজছেন। এর মধ্যে জুলাই যোদ্ধা হিসেবে আবেদনকারীর নাম, বাবা-মায়ের নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের নম্বর, আবেদনকারীর পেশা, আবেদনকারী আগে গেজেটভুক্ত হয়েছে কি না, আহত বা শহীদ পরিবার দাবি করে আবেদন করা ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছিল কি না, মামলা হলে তদন্তকারী কর্মকর্তার নাম-পদবি, সিআর বা জিআর মামলা হলে বাদীর নাম-ঠিকানা ও পেশা, আহত-নিহতের সঙ্গে বাদীর সম্পর্ক, মামলার বর্তমান অবস্থা, সাক্ষীদের নাম-ঠিকানা, আহত বা নিহত হওয়ার ছবি-ভিডিও, সংবাদমাধ্যমসহ অন্যান্য দালিলিক প্রমাণ, চিকিৎসা প্রদানকারী হাসপাতালের নাম ও চিকিৎসকের নাম এবং সময়কালসহ চিকিৎসার তথ্য নেওয়া হচ্ছে।

তদন্তের সঙ্গে যুক্ত অন্তত তিনজন কর্মকর্তা কালবেলাকে জানিয়েছেন, তারা মৌলিক তথ্যের সঙ্গে আবেদনকারীর হাসপাতালের চিকিৎসার সময়কাল, চিকিৎসাপত্র, চিকিৎসকের বক্তব্যের বিষয়ে জোর দিচ্ছেন। পাশাপাশি ঘটনার ভিডিও, অডিও, ছবি বা পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন রয়েছে কি না এবং ঘটনার সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি আলোচিত হয়েছিল কি না—এসব বিষয় যাচাই করা হচ্ছে।

যে কারণে জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্তির জন্য দৌড়ঝাঁপ: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, জুলাই যোদ্ধাদের জন্য সরকার তিনটি শ্রেণিতে—ক, খ ও গ ভাগ করে ভাতা এবং বিভিন্ন সুযোগ-সুবিধা নির্ধারণ করেছে। ‘ক’ শ্রেণি, অর্থাৎ অতি গুরুতর আহত যোদ্ধারা মাসিক ২০ হাজার টাকা সম্মানী পান, সঙ্গে রয়েছে এককালীন ৫ লাখ টাকার বিশেষ অনুদান। এ ছাড়া সরকারি চাকরিতে অগ্রাধিকার, সম্পূর্ণ বা আংশিক বিনামূল্যে চিকিৎসা, সন্তানদের শিক্ষা-সহায়তা এবং অন্যান্য রাষ্ট্রীয় সুবিধাও তাদের প্রাপ্য। ‘খ’ শ্রেণির যোদ্ধারা গুরুতর আহত হিসেবে বিবেচিত হন এবং তারা মাসে ১৫ হাজার টাকা পান। পাশাপাশি ‘ক’ শ্রেণির মতোই সরকারি চাকরি, চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য সহায়তা পাওয়ার অধিকারী। অন্যদিকে ‘গ’ শ্রেণির সাধারণ আহত যোদ্ধারা মাসে ১০ হাজার টাকা ভাতা পান এবং তাদেরও চাকরি, চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য সুবিধা একই নীতিমালার আওতায় প্রদান করা হয়। এ ছাড়া জুলাই শহীদ পরিবারের সদস্যদের জন্য নির্ধারিত মাসিক ভাতা ২০ হাজার টাকা ছাড়াও চিকিৎসা ও অন্যান্য সহায়তা দেওয়া হয়, যা তাদের ত্যাগের প্রতি রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে কার্যকর করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, মূলত এই ধরনের সুবিধা পাওয়ার সুযোগ সৃষ্টি হওয়ায় গণঅভ্যুত্থানে অংশ নিয়ে ওই সময় সড়ক দুর্ঘটনা বা অন্যভাবে আহত হয়েও অনেকে জুলাই আহত তালিকায় নাম তালিকাভুক্ত করার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন। এক্ষেত্রে স্থানীয়ভাবে রাজনৈতিক চাপ ও তদবির রয়েছে। তবে এখনো তালিকার বাইরে প্রকৃত অনেক আহত জুলাই যোদ্ধা রয়েছেন। দুটি সংস্থার তদন্তে মূলত ভুয়া আবেদনকারীদের চিহ্নিত করার পাশাপাশি আসল জুলাই যোদ্ধাদের শনাক্ত করা সহজ হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির হামলাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার 

এই বয়সে এগুলা কেন করেন বুঝি না, রুনা-জয়াকে নিয়ে যা বললেন চুমকি

ফেনীতে জলাতঙ্কের টিকার সংকট, ভোগান্তিতে রোগীরা

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা শতদ্রু আটক

হাদির ওপর বর্বরোচিত হামলা গণতন্ত্রের ওপর আঘাত : মির্জা আব্বাস 

শাহীন শিক্ষা পরিবারের শিক্ষার্থীদের ‘স্মৃতিমিলন-২০২৫’ অনুষ্ঠিত

মিয়ানমারে হাসপাতালে হামলা, দায় স্বীকার সেনাবাহিনীর

আইপিএল : নিলামের আগেই হুট করে বাদ ৯ ক্রিকেটার

এবার উপজেলা নির্বাচন অফিসে আগুন দেওয়ার চেষ্টা

দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

১০

বাসায় ঢুকে মাথায় হাতুড়ির আঘাতে নারীকে হত্যা

১১

শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে জামায়াতের কর্মসূচি ঘোষণা

১২

ইউরোপ যাচ্ছে ‘দেলুপি’

১৩

বিজয় দিবস ঘিরে জাতীয় স্মৃতিসৌধে চার স্তরের নিরাপত্তা

১৪

বালিতে শুয়ে উষ্ণতা ছড়ালেন মিম

১৫

যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

১৬

প্রতারণা এড়াতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পরামর্শ

১৭

অ্যাশেজ ছেড়ে আইপিএলের নিলামে থাকবেন ভেট্টোরি

১৮

মাকে মারধর করায় ছেলেকে কোমর পর্যন্ত পুঁতে রাখলেন এলাকাবাসী

১৯

সীমান্তে বাংলাদেশি গুলিবিদ্ধ মরদেহ ফেরত দিল ভারত

২০
X