শফিকুল ইসলাম
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:০১ এএম
প্রিন্ট সংস্করণ

বিএনপি তিন বিষয়ে মহাব্যস্ত

চলমান রাজনীতি
বিএনপি তিন বিষয়ে মহাব্যস্ত

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এই মুহূর্তে একসঙ্গে তিনটি অতিগুরুত্বপূর্ণ বিষয়ে সর্বোচ্চ মনোযোগ দিয়ে কাজ করছে দলটির হাইকমান্ড। সেগুলো হচ্ছে—বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা ও চিকিৎসা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নির্বিঘ্ন করা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জন। বর্তমানে এই তিনটি প্রধান ইস্যু ঘিরে মহাব্যস্ত বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা।

এমন পরিস্থিতিতে সাংগঠনিক শক্তি সঞ্চয়, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং রাজনৈতিক কৌশল নির্ধারণে বিএনপি এখন এক সমন্বিত কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে। এরই মধ্যে ছয় দিনের টানা কর্মশালা শেষ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো। মূলত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখার মধ্য থেকে জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত এমন ৮টি বিষয় কীভাবে মানুষের মাঝে সহজভাবে পৌঁছানো যায় এবং বিএনপি সরকার গঠন করলে সে বিষয়গুলো কার্যকর হবে—এ বিষয়ে কর্মশালায় নির্দেশনা দেওয়া হয়েছে। তবে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে চিন্তিত ও উদ্বিগ্ন হলেও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নেতাকর্মীরা উচ্ছ্বসিত।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল রোববার বলেন, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করতে চাই, আমাদের নেতা তারেক রহমান দীর্ঘ ১৮ বছর নির্বাসনে থাকার পর ইনশাআল্লাহ আগামী ২৫ ডিসেম্বর আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। এটা আমাদের জন্য অনেক অনুপ্রেরণার বিষয়। আসুন, আমরা ২৫ ডিসেম্বর তাকে এমন এক সংবর্ধনা জানাই, যেটা অতীতে কখনো কোনো নেতা বাংলাদেশে পায়নি। আমরা সবাই প্রস্তুত আছি, ইনশাআল্লাহ। তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এত উদ্বেগের মধ্যে এই সংবাদে প্রমাণিত হয়েছে যে, একদিকে আমাদের মাতা বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। অন্যদিকে, এক অনিশ্চয়তার মধ্যে আমাদের সেই নিশ্চয়তা (তারেক রহমান) যিনি আমাদের আলো দেখাচ্ছেন, সামনে পথ দেখাচ্ছেন, সেই নেতা আমাদের মাঝে এসে উপস্থিত হবেন ২৫ ডিসেম্বর।

বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও চিকিৎসা: সংশ্লিষ্ট সূত্র জানায়, এই মুহূর্তে বিএনপির ব্যস্ততা ও উদ্বেগের জায়গা হলো দলের চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা ও চিকিৎসা। ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ এবং গত ২৩ নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার বড় কোনো পরিবর্তন নেই বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্য ডা. জিয়াউল হক। তিনি গতকাল সন্ধ্যায় বলেন, ‘ম্যাডাম আগের মতোই আছেন। বলা যায়, সবশেষ মেডিকেল বোর্ড বিবৃতির মাধ্যমে যে আপডেট জানিয়েছিল, এখনো তেমনই আছে। বড় উন্নতি নেই। আবার অবনতিও নেই। আমরা ফারদার কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে দিয়েছি। সেগুলোর রেজাল্ট এলে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে। এখনো তিনি সিসিইউতেই চিকিৎসাধীন।’

খালেদা জিয়া দীর্ঘদিন থেকে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। পরে অবস্থার অবনতি হলে গত ২৭ নভেম্বর তাকে নেওয়া হয় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ)। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত দেশি-বিদেশি ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন বৈঠক করে চিকিৎসায় পরিবর্তন আনছে।

খালেদা জিয়াকে ঘিরে দলের ভেতর ও বাইরে এক ধরনের রাজনৈতিক সংহতি বজায় রয়েছে। এটি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার একটি বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। বিএনপি ও অন্যান্য অঙ্গসংগঠনের পক্ষে দেশ-বিদেশে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল হয়েছে। অনেকেই সদকা হিসেবে ছাগল ও গরু কোরবানি দিয়েছেন; রোজা পালন করেছেন, তাহাজ্জুদ পড়েছেন এবং কোরআন খতম করেছেন। পবিত্র মক্কায় ছাগল সদকা করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

তারেক রহমানের প্রত্যাবর্তন—উদ্দীপনা ও সাংগঠনিক পুনর্গঠন: দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার প্রহর গুনছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত শুক্রবার রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে তার দেশে ফেরার তারিখ ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতার আগমনের খবরটি বিএনপির নেতাকর্মীদের ভেতরে নতুন প্রাণের সঞ্চার করেছে। বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো তারেক রহমানকে বরণ করে নিতে ঐতিহাসিক সংবর্ধনার প্রস্তুতি শুরু করেছে। বিমানবন্দর থেকে শুরু করে তার গন্তব্য পর্যন্ত রাস্তাগুলোতে লাখ লাখ নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করার জন্য জোরেশোরে কাজ চলছে। এই সংবর্ধনার মধ্য দিয়ে দল তাদের জনসমর্থনও প্রদর্শন করতে চায়।

বিএনপির নেতাকর্মীরা প্রত্যাশা করছেন, দীর্ঘ দেড় যুগ পর তারেক রহমানের সরাসরি উপস্থিতি দলের সাংগঠনিক দুর্বলতা দূর করবে। বিশেষ করে নির্বাচনী প্রস্তুতি এবং তৃণমূল পর্যায়ে নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে তার নির্দেশনা ও সিদ্ধান্তগুলো হবে যুগান্তকারী। শুধু তাই নয়, তারেক রহমানের প্রত্যাবর্তন বিএনপির নির্বাচনী প্রচারে নতুন গতি আনবে এবং নেতাকর্মীদের মধ্যে বিজয়ের আত্মবিশ্বাস বহু গুণ বাড়িয়ে দেবে।

তৎকালীন সেনা সমর্থিত ফখরুদ্দিন-মঈনুদ্দিন সরকারের আমলে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর রাতে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তারেক রহমান। সেই থেকে সপরিবারে যুক্তরাজ্যেই অবস্থান করছেন তিনি।

ত্রয়োদশ সংসদ নির্বাচন—বিজয়ের পথে রণকৌশল: বিএনপি এই মুহূর্তে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এরই মধ্যে দেশের ২৭৫টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে দলটি। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর সৃষ্ট রাজনৈতিক পটভূমিতে বিএনপি এই নির্বাচনকে ‘গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লড়াই’ হিসেবে দেখছে। দলটির শীর্ষ নেতৃত্ব মনে করছে, জনগণ ও আন্তর্জাতিক মহলের সমর্থনের কারণে এবার বিজয়ের সুযোগ সর্বাধিক। দলের পক্ষ থেকে সারা দেশে সাধারণ ভোটারদের কাছে পৌঁছানোর জন্য একযোগে প্রচার কার্যক্রম শুরু হয়েছে। বিশেষ করে নতুন ভোটার ও তরুণ সমাজকে আকর্ষণ করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তা বাড়ানো হয়েছে। এ ছাড়া বিএনপি দ্রুত একটি যুগোপযোগী ও জনকল্যাণমুখী নির্বাচনী ইশতেহার চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে। এই ইশতেহারে ‘গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ’, ‘সুশাসন প্রতিষ্ঠা’, ‘অর্থনৈতিক স্থিতিশীলতা’ এবং ‘সবার জন্য সমান সুযোগ’—এসবের ওপর জোর দেওয়া হবে বলে জানা গেছে।

এদিকে, নির্বাচন সামনে রেখে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতা না হওয়ায় এ বিষয়ে টানাপোড়েন রয়েই গেছে। গত শনিবার অনুষ্ঠিত ‘ক্ষুব্ধ’ শরিকদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বৈঠকে কোনো ধরনের আলোচনা ছাড়াই বিএনপির একতরফাভাবে প্রার্থিতা ঘোষণার বিষয়টি যে শরিকরা ভালোভাবে নেয়নি, সেটি তারা তুলে ধরেছেন। একই সঙ্গে মিত্ররা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোলন-সংগ্রামে তারা একসঙ্গে রাজপথে ছিলেন, নির্যাতন-নিপীড়ন সহ্য করেছেন, সরকারি প্রলোভনও গ্রহণ করেননি; কিন্তু আসন সমঝোতার ক্ষেত্রে বিএনপির তরফে ঐক্যবদ্ধভাবে পথচলার যে বিষয় ছিল, সেটি তারা খুঁজে পাননি।

শরিকদের এমন ক্ষোভের পরিপ্রেক্ষিতে আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর দুদিন যুগপৎ আন্দোলনের জোট ও দলগুলোর সঙ্গে পৃথকভাবে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ওই বৈঠকের মধ্য দিয়ে আসন সমঝোতাসহ অন্য ইস্যুগুলোর সন্তোষজনক সুরাহা হবে। আর সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি বৃহত্তর জাতীয় ঐক্য তৈরির মধ্য দিয়েই একটি শক্তিশালী সরকার গঠন করে দেশে স্থায়ী গণতান্ত্রিক কাঠামো নিশ্চিত করা সম্ভব হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য বদরুল আলম চৌধুরী শিপলু কালবেলাকে বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমাদের আশা-ভরসার প্রতীক। তিনি জাতির অভিভাবক। শুধু বিএনপি নয়, পুরো বাংলাদেশ এই মুহূর্তে কঠিন সময় অতিক্রম করছে। এই ক্রান্তিকালে বেগম খালেদা জিয়া খুবই প্রাসঙ্গিক। কারণ তিনি খালেদা জিয়া ও বাংলাদেশ বিচ্ছিন্ন নয়, বরং পরস্পর সম্পর্কযুক্ত। অন্যদিকে, আগামী দিনে বাংলাদেশি জাতীয়তাবাদের ধারক ও বাহক হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চলমান ক্রান্তিলগ্নে দীর্ঘ ১৮ বছর পর তার স্বদেশ প্রত্যাবর্তন দলকে সাংগঠনিক এবং নেতৃত্বের ক্ষেত্রে শক্তিশালী করবে। আর এই শক্তি ও সংহতিকে কাজে লাগিয়ে বিএনপি ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করবে ইনশাআল্লাহ। দলের বর্তমান এই ত্রিমুখী ব্যস্ততা প্রমাণ করে, বিএনপি এখন শুধু একটি প্রতিবাদী দল নয়, বরং একটি ক্ষমতাপ্রত্যাশী ও সুসংগঠিত শক্তি হিসেবে আগামী দিনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রস্তুত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ায় বন্দুক হামলাকারীকে জাপটে ধরা কে এই মুসলিম যুবক

হাদির ওপর হামলা / পাসপোর্ট ব্লক করার পরও পালিয়েছে ২ হামলাকারী

পাঁচ দিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, কাবু তেঁতুলিয়ার মানুষ

যে পথ ধরে পালাল হাদিকে গুলি করা দুজন

তাবলিগের প্রবীণ মুরুব্বি হাজী সেলিম মারা গেছেন

হান্নান মাসউদ আহত

পেঁয়াজ ক্ষেতে পড়ে ছিল যুবকের মরদেহ

স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ 

ডলারসহ বিভিন্ন বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার

অস্ট্রেলিয়ায় বন্দুক হামলায় নিহত বেড়ে ১৬

১০

ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

১১

দায়িত্বরত পুলিশের কাছ থেকে খোয়া গেল ১০ রাউন্ড গুলি

১২

রাজধানীতে আজ কোথায় কী

১৩

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৪

আজ ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে

১৫

১৫ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৬

সংখ্যালঘুদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিলেন ইশরাক

১৭

বারডেমে বহির্বিভাগ মেডিসিন ফার্মেসি, স্বল্পমূল্যে মানসম্মত ওষুধের প্রতিশ্রুতি

১৮

খুলনায় দুর্বৃত্তদের গু‌লিতে যুবক নিহত

১৯

‘গণতান্ত্রিক উত্তরণের লড়াই বারবার হোঁচট খাচ্ছে’  

২০
X