মাসুদ রানা
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ০২:৫৮ এএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০৯:৩৮ পিএম
প্রিন্ট সংস্করণ

উচ্চ আদালতে জালিয়াতির বিচারে কচ্ছপগতি

সাড়ে তিন বছরে ২০ মামলা
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

হত্যা, ধর্ষণসহ অনেক অপরাধের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। এসব অপরাধে হওয়া মামলায় জামিন খুব কমই মেলে। অনেক ক্ষেত্রে সাজা থেকে বাঁচতে আসামিরা জালিয়াতিতে জড়িয়ে পড়েন। তারা রায় পরিবর্তন ও নথি জাল করে উচ্চ আদালতে উপস্থাপন করেন। কিন্তু উচ্চ আদালতের রায় ও আদেশ জালভাবে প্রস্তুত করে সুযোগ নিতে গিয়ে ধরা পড়ার ঘটনাও ঘটছে। এসব ঘটনা নজরে আসার পর সুপ্রিম কোর্ট প্রশাসন আসামিদের আইনের আওতায় আনতে মামলাও করেন। তবে বছরের পর বছর পার হলেও অনেক মামলার তদন্ত আলোর মুখ দেখে না। কোনো কোনো ক্ষেত্রে তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা হলেও মামলার কার্যক্রম চলে কচ্ছপগতিতে। সাক্ষীর অভাবে মামলার বিচার কার্যক্রম ঝুলে থাকে।

অনুসন্ধানে দেখা গেছে, গুরুত্বপূর্ণ অনেক মামলায় বিচারিক আদালত আসামিদের জামিন নামঞ্জুর করেন। মামলার অভিযোগের গুরুত্ব কমাতে পরস্পর যোগসাজশে ভুয়া বা সৃজন করা এফআইআর, চার্জশিট, জব্দ তালিকা তৈরি করেন। এরপর জামিনের জন্য ভুয়া কাগজপত্র উচ্চ আদালতে দাখিল করেন। ভুয়া কাগজপত্র দেখিয়ে অনেক আসামি জামিনও পেয়েছেন।

এমন ঘটনা নজরে আসার পর ২০২০ সাল থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত মোট ২০টি মামলা দায়ের করে সুপ্রিম কোর্ট প্রশাসন। এসব মামলায় আইনজীবী, কারারক্ষীসহ ৭৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ২০২০ সালে ৭টি, ২০২১ সালে ৮টি, ২০২২ সালে ১টি এবং চলতি বছরে ৪টি মামলা হয়েছে। এসব মামলার মধ্যে ৯টির তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। এর মধ্যে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকী আল ফারাবীর আদালতে ৩টি এবং পৃথক ৫টি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আরও ৫টি মামলা বিচারাধীন। ১১টি মামলা তদন্তাধীন।

ইয়াবার পিস কমিয়ে জামিন: ২২০০ পিস ইয়াবা চালানকে ২২ পিস উল্লেখ করে একজনের জামিন নেওয়ার ঘটনা জানাজানির পর ১০ জনকে আসামি করে মামলা হয়। তদন্ত শেষে ৪ আইনজীবীসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে সিআইডির পুলিশ পরিদর্শক সুলতান হোসেন। অভিযোগের সত্যতা না পাওয়ায় ৪ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়। মামলাটি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকী আল ফারাবীর আদালতে বদলি করা হয়। আদালত ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু করেছেন। বর্তমানে মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। এ ছাড়া ৬০০ পিসের স্থলে ৪০ পিস এবং ১০০০ পিসের স্থলে ৩০ পিস ইয়াবা দেখিয়ে ২ জনের জামিন নেওয়ার ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা হয়। তদন্ত শেষে ৪ জনকে অব্যাহতি ও ২ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় সিআইডির পুলিশ পরিদর্শক মাহমুদুর রহমান। গত ২৯ জানুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমির আদালতে মামলাটি বদলি করা হয়। বর্তমানে মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।

আসামিরা লাপাত্তা: মূল এজাহারে থাকা আসামিদের অপরাধে সম্পৃক্ততার বর্ণনা পরিবর্তন করে খুলনার টিপু শেখ খুনের মামলায় হাইকোর্ট থেকে জামিন পান পাঁচ আসামি। ২০২০ সালের ১৮ মে হাইকোর্টের ভার্চুয়াল আদালত আসামিদের জামিন মঞ্জুর করেন। এরপর তথ্য গোপন ও জাল নথি দাখিল করার বিষয়টি নজরে আনা হলে বিচারপতি জাহাঙ্গীর হোসেনের একক ভার্চুয়াল বেঞ্চ জামিন বাতিল করেন। এ ঘটনায় ৮ আসামির বিরুদ্ধে ওই বছরের ২৫ নভেম্বর শাহবাগ থানায় মামলা হয়। তদন্ত শেষে ২০২২ সালের ৫ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক মো. তমেজ উদ্দিন চার্জশিট দাখিল করেন। এরপর বছর পার হলেও মামলাটি বিচারের জন্য প্রস্তুত হয়নি। পলাতক থাকায় আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

তিন বছরেও শেষ হয়নি বিচার: আট বছর আগে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে রেজাউল ইসলাম (১৮) নামে একজনকে হত্যা করা হয়। ২০১৫ সালের এপ্রিলে তিন আসামি দায় স্বীকার করে জবানবন্দি দেন। নিম্ন আদালতে তাদের জামিন একাধিকবার নামঞ্জুর হয়। পরবর্তী সময়ে আদালতের আদেশ জাল করে ২০১৯ সালের ৮ জুলাই হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পান আসামি হাসান জামিল। ২০২০ সালের ৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষে রাজধানীর শাহবাগ থানায় এ ঘটনায় মামলা হয়। তদন্ত শেষে ৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন ডিবি পুলিশের উপপরিদর্শক আসিফ ইকবাল। ২০২২ সালের ১ জুন মামলাটি ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালতে পাঠানো হয়। বিচার শুরু হলেও সাক্ষ্য গ্রহণ শেষ হয়নি।

২০১৮ সালে সাত্তারের কাছ থেকে পুলিশ এক রাউন্ড গুলিসহ ওয়ান শুটারগান উদ্ধার করে। এ ঘটনায় বিচারিক আদালত তাকে দুটি ধারায় ১৭ বছরের কারাদণ্ড দেন। কিন্তু রায় বদল করে সেখানে অস্ত্রের পরিবর্তে ‘চায়নিজ কুড়াল’ উদ্ধার উল্লেখ করে হাইকোর্টে আপিল করে এক বছরের জামিন পান। বিষয়টি জানাজানি হলে হাইকোর্ট জামিন জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে ৫ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ দেন। এ ঘটনায় ২০২০ সালের ৪ নভেম্বর শাহবাগ থানায় দুই কারারক্ষী বিশ্বজিৎ বাবু ও খায়রুল আলমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা হয়। এ ছাড়া ২০১৫ সালের ৮ জুলাই ঝিনাইদহে ধর্ষণ মামলায় আসামি কবির বিশ্বাসের যাবজ্জীবন কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করেন আদালত। যাবজ্জীবন সাজা কমিয়ে সাত বছর দেখিয়ে হাইকোর্টে জাল নথি দাখিল করা হয়। নথিতে জালিয়াতির বিষয়টি নজরে এলে ২০২০ সালের ১১ নভেম্বর দুই কারারক্ষীসহ চারজনের বিরুদ্ধে আরেকটি মামলা হয়। আড়াই বছর পার হলেও পৃথক দুই মামলার তদন্ত এখনো শেষ হয়নি।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীর সঙ্গে উচ্চ আদালতে জাল-জালিয়াতি ঘটনায় করা মামলার বিষয়ে জানতে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তিনি সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দেন। এরপর যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তা মো. শফিকুল ইসলাম কালবেলাকে বলেন, প্রতিটি মামলার বিচার তার নিজস্ব গতিতে চলে। বিচারের ক্ষেত্রে সব আদালত স্বাধীন। সুপ্রিম কোর্ট কোনো আদালতের বিচারে হস্তক্ষেপ করে না। শুধু এ বিষয়ই নয়, বরং সব মামলার জট নিষ্পত্তিতে সুপ্রিম কোর্ট কাজ করছে। আশা করি, ধীরে ধীরে এ জট নিরসন হবে।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুল্লাহ আবু কালবেলাক বলেন, আইনজীবী বা পাবলিক যেই হোক না কেন, অপরাধ করলে অপরাধী। যারা জামিন জালিয়াতির সঙ্গে জড়িত, বার কাউন্সিল তাদের সনদ বাতিল করছে। এসব মামলার বিচার থেমে নেই। কিছু মামলা তদন্তাধীন, কিছুর বিচার চলছে। অনেক সময় সাক্ষীকে সমন দিয়ে পাওয়া যায় না। সাক্ষীদের হাজির করে আমরা এসব মামলার বিচার দ্রুত শেষ করব।

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন কালবেলাকে বলেন, জামিন জালিয়াতি জঘন্য অপরাধ। জড়িত সবার বিচার হওয়ায় উচিত। শুধু মামলা করলেই হবে না, এসব মামলার বিচারে নিয়মিত তদারকি করতে হবে। সুনির্দিষ্ট কোনো ব্যক্তিকে তদারকির দায়িত্ব দিতে হবে। কেউ বদলি বা অবসরে গেলে তার স্থলাভিত্তিক অন্য কেউ যেন সহজেই এসব মামলার তদারক করতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গয়েশ্বরের দুদকের মামলার রায় পিছিয়ে ৪ সেপ্টেম্বর

আজ আনুষ্ঠানিক ঘোষণা  / ইসির রোডম্যাপে যত পরিকল্পনা   

প্রকৌশল শিক্ষার্থীদের ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ

‘ভারতে পরমাণু হামলা চালাও, ট্রাম্পকে হত্যা করো’ লেখা বন্দুক দিয়ে হামলা

এসএসসি পাসেই জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি

ইউআইইউতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সপ্তাহ অনুষ্ঠিত

শহীদ কাদরী: নগরসভ্যতার অন্তরালে এক কবির অনন্ত যাত্রা

ডাকসু ও হল সংসদ নির্বাচনে ১০ দফা ইশতেহার ঘোষণা ছাত্রদলের

ইস্টার্ন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির আনুষ্ঠানিক যাত্রা শুরু

নববধূর আত্মীয়ের হাতে বরের মৃত্যু, আনন্দ প্রকাশেই ছুড়েছিলেন গুলি

১০

জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম বাউফলের বুশরা

১১

১৮ সেপ্টেম্বর পর্যন্ত বুয়েটের সব পরীক্ষা স্থগিত

১২

বিইউবিটিতে ‘সেরা শিক্ষক পুরস্কার ২০২৫’ প্রদান 

১৩

নামাজরত ব্যক্তির কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে?

১৪

‘কমপ্লিট শাটডাউনে’ প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো

১৫

‘মঞ্চ ৭১’র অনুষ্ঠানে উত্তেজনা : লতিফ সিদ্দিকীসহ কয়েকজন আটক

১৬

মেসিকে নয়, আর্জেন্টাইন লিগে নেইমারকেই চান ডি মারিয়া

১৭

সাবিলা নূর কেন চুপ ছিলেন?

১৮

এক যুগ পর বাড়ি ফিরলেন ওমান ফেরত মানসিক ভারসাম্যহীন সুমন

১৯

এইডস রোগীদের বাঁচাতে টিকা আনছে রাশিয়া

২০
X