স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১১:৩৩ এএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১১:৫২ এএম
অনলাইন সংস্করণ

বিসিবির বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে পারে আইসিসি

আরও কঠোর শাস্তির পথে আইসিসি। ছবি : সংগৃহীত
আরও কঠোর শাস্তির পথে আইসিসি। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার মাধ্যমে আইসিসির সঙ্গে বিসিবির দ্বন্দ্ব নতুন ও আরও কঠোর পর্যায়ে প্রবেশ করেছে। ক্রিকেট মাঠের ক্ষতির বাইরে এবার আলোচনায় এসেছে প্রশাসনিক ও গভর্ন্যান্স ইস্যু, যেখানে ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জন্য আরও বড় শাস্তির ঝুঁকি তৈরি হতে পারে—এমনটাই দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

২৪ জানুয়ারি আইসিসি আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের লাইনআপ থেকে বাংলাদেশকে সরিয়ে দেয়। এর ফলে শুধু একটি টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগই হারায়নি বাংলাদেশ; বরং ভবিষ্যৎ বিশ্বকাপ চক্রেও এর প্রভাব পড়তে পারে।

বিশ্বকাপ চক্রে বড় ধাক্কা

২০২৬ বিশ্বকাপে বাংলাদেশের জায়গা নিশ্চিত হয়েছিল আগের আসরের পারফরম্যান্সের ভিত্তিতে। এটি ছিল সবচেয়ে সরাসরি ও সহজ যোগ্যতার পথ—যেখানে মাঠের ফলই সিদ্ধান্ত দেয়। কিন্তু এবার সেই সুযোগ হারানোয় ভবিষ্যতের বিশ্বকাপ বাছাই প্রক্রিয়ায় বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সুবিধা থেকে বঞ্চিত হলো।

আইসিসির সাম্প্রতিক নীতিতে দেখা গেছে, বিশ্বকাপের দল নির্ধারণে আগের আসরের অবস্থান, স্বাগতিক দেশ, র‍্যাংকিং কাটা তারিখ এবং আঞ্চলিক বাছাই মিলিয়ে কাঠামো তৈরি করা হয়। ফলে একটি আসর মিস করলে পরবর্তী চক্রে স্বয়ংক্রিয় সুবিধা অনেকটাই কমে যায়। যদিও পরবর্তী বিশ্বকাপের যোগ্যতার নিয়ম এখনো চূড়ান্ত হয়নি, তবে এবারের বাদ পড়া ভবিষ্যৎ পথকে নিঃসন্দেহে জটিল করে তুলেছে।

রাজস্ব ও সদস্যপদ ইস্যুতে ঝুঁকি

সবচেয়ে বড় উদ্বেগের জায়গা এখন মাঠের ফল নয়; বরং বিসিবির গভর্ন্যান্স ও আইসিসির নিয়ম মেনে চলা নিয়ে প্রশ্ন। আইসিসির সংবিধান অনুযায়ী, কোনো সদস্য বোর্ড যদি গুরুতরভাবে তাদের দায়িত্ব লঙ্ঘন করে, তাহলে আইসিসির কাছে সেই সদস্যকে স্থগিত করার ক্ষমতা রয়েছে।

এ ধরনের স্থগিতাদেশ কেবল প্রতীকী নয়। এর ফলে—

  • আইসিসি টুর্নামেন্টে অংশগ্রহণের অধিকার হারাতে পারে
  • আইসিসির রাজস্ব বণ্টন থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকি তৈরি হয়

যদিও বর্তমান পরিস্থিতিতে রাজস্ব বন্ধ হওয়া স্বয়ংক্রিয় কোনো শাস্তি নয়, তবে বিষয়টি যদি গভর্ন্যান্স লঙ্ঘনের পর্যায়ে গড়ায়, তাহলে এ ধরনের কঠোর পদক্ষেপ বাস্তব ঝুঁকি হয়ে উঠতে পারে।

আইসিসির নিয়মে সদস্য বোর্ডগুলোর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো—নিজস্ব ক্রিকেট পরিচালনায় স্বায়ত্তশাসন বজায় রাখা এবং বাইরের কোনো হস্তক্ষেপ যেন সিদ্ধান্ত গ্রহণে প্রভাব না ফেলে, তা নিশ্চিত করা।

এই বিরোধ যদি কেবল একটি সূচি বা অংশগ্রহণ সংক্রান্ত মতবিরোধে সীমাবদ্ধ থাকত, তাহলে বিষয়টি স্বাভাবিক কূটনৈতিক দ্বন্দ্ব হিসেবেই দেখা যেত। কিন্তু যখন সিদ্ধান্তে অক্রিকেটীয় নির্দেশনার প্রভাবের ইঙ্গিত পাওয়া যায়, তখন সেটি আইসিসির দৃষ্টিতে গভর্ন্যান্স কমপ্লায়েন্সের প্রশ্ন হয়ে দাঁড়ায়।

সামনে কী হতে পারে

বাংলাদেশ এরই মধ্যে সবচেয়ে বড় ক্রীড়াগত মূল্য চুকিয়েছে—বিশ্বকাপ থেকে বাদ পড়া। এখন পরবর্তী ধাপ নির্ভর করছে আইসিসি এ ঘটনাকে কতটা সীমিত ইস্যু হিসেবে দেখে, নাকি এটি সদস্যপদের বাধ্যবাধকতা লঙ্ঘনের বড় উদাহরণ হিসেবে বিবেচনা করে।

যদি দ্বিতীয় পথেই এগোয় আইসিসি, তাহলে বিসিবির জন্য ঝুঁকি শুধু মাঠের বাইরে আরও বাড়তে পারে—যার প্রভাব পড়তে পারে ভবিষ্যৎ টুর্নামেন্টে অংশগ্রহণ ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে পাওয়া রাজস্বেও।

সব মিলিয়ে, বাংলাদেশ-আইসিসি বিরোধ এখন কেবল একটি বিশ্বকাপ ঘিরে নেই। এটি রূপ নিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনের বড় এক পরীক্ষায়, যেখানে বিসিবির সামনে আরও কঠিন সময় আসার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনীতিতে ধর্মের ব্যবহার ঠিক নয় : মির্জা ফখরুল

পলোগ্রাউন্ডে তারেক রহমান, নেতাকর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাস

বিসিবির অর্থ কমিটির দায়িত্বে ফিরলেন সেই বিতর্কিত পরিচালক

জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

এমপি হলে কোনো সরকারি সুবিধা নেব না : মাসুদ

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়

ভাইয়া ডাকলে ভালো লাগবে, শিক্ষার্থীকে তারেক রহমান

আপনি অলস না পরিশ্রমী, জানিয়ে দেবে ছবিতে কী দেখছেন আগে

সত্যিই কি বিয়ে করলেন ধানুশ-ম্রুণাল?

ঘুমন্ত যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ

১০

পলোগ্রাউন্ডে জনস্রোত, মিছিল-স্লোগানে উত্তাল চট্টগ্রাম

১১

যে বয়সের আগেই শিশুকে ৮ শিক্ষা দেওয়া জরুরি

১২

বাকপ্রতিবন্ধী ঝন্টু হোসেনের খোঁজ মিলছে না, উৎকণ্ঠায় পরিবার

১৩

মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

১৪

আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর

১৫

স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে গুলিবর্ষণ-ভাঙচুর

১৬

বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সিদ্ধান্ত মেনে নিল বিসিবি

১৭

শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

১৮

৫ শতাংশ কোটা রেখে নিয়োগ মেধার ভিত্তিতেই হওয়া উচিত : তারেক রহমান

১৯

বড় পর্দায় ফিরছেন নিশো-মেহজাবীন

২০
X