

সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও শৃঙ্খলা ভঙের অভিযোগে নোয়াখালীর হাতিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পাঁচ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাহবুব ফাহাদের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আল-আমিন হোসেন শরিফ ও আনাছরুল হক, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাদী ইমন, যুগ্ম আহ্বায়ক আফসার হোসাইন এবং সদস্য খাজা আজমির হোসেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদনে এ বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
এ ছাড়া জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
মন্তব্য করুন