কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৫ জুন ২০২৩, ০৮:৪৮ এএম
প্রিন্ট সংস্করণ

ঢাকায় জ্যঁ পিয়েরে লাক্রোয়ার

ঢাকায় জ্যঁ পিয়েরে লাক্রোয়ার

বাংলাদেশ, কানাডা ও উরুগুয়ের যৌথ আয়োজনে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আজ রোববার সকাল সাড়ে ৮টায় শুরু হচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকের দুই দিনব্যাপী প্রস্তুতিমূলক প্রথম সভা। ‘শান্তিরক্ষা মিশনে নারী’ শীর্ষক এ সভায় অংশ নিতে গতকাল শনিবার সন্ধ্যায় চার দিনের সফরে ঢাকায় এসেছেন জাতিসংঘের শান্তিরক্ষা বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ পিয়েরে লাক্রোয়ার।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকার বিমানবন্দরে জ্যঁ পিয়েরেকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক তৌফিক ইসলাম শাতিল, সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালক (অপারেশন্স অ্যান্ড প্ল্যানিং) ও পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (অপারেশন্স)।

এদিকে, প্রস্তুতিমূলক সভায় অংশ নিতে গত শুক্রবার জাতিসংঘের ব্যবস্থাপনা কৌশল, নীতি ও কমপ্ল্যায়েন্স বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল ক্যাথেরিন পোলার্ড বাংলাদেশে এসেছেন। এ সভার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি ‘জেন্ডার-রেসপনসিভ লিডারশিপ এবং ইনক্লুসিভ টিম’ বিষয়ক অধিবেশনে অতিথি বক্তা হিসেবে বক্তব্য দেবেন।

জাতিসংঘের দুই আন্ডার সেক্রেটারি জেনারেল আজ রোববার সকাল সাড়ে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে। এ ছাড়া তারা পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আগামী ৫ ও ৬ ডিসেম্বর ঘানায় জাতিসংঘ শান্তিরক্ষী দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে। এতে জাতিসংঘের শান্তিরক্ষায় অংশগ্রহণ ও অর্থায়নকারী সদস্য দেশগুলোর মন্ত্রীরা যোগ দেবেন। ঘানায় অনুষ্ঠেয় মন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে চারটি বিষয়ভিত্তিক ধারাবাহিক সভা অনুষ্ঠিত হবে। প্রথমটি ঢাকায় হচ্ছে। এবারের থিম জাতিসংঘ শান্তিরক্ষায় নারী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে দুদিনের প্রস্তুতিমূলক সভায় জাতিসংঘ ছাড়াও ৪০ দেশের মহাপরিচালক পর্যায়ের ৯৭ প্রতিনিধি অংশ নেবেন। বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ ও পুলিশ সভাটি সমন্বয় করছে। দুদিনের এ সভায় জাতিসংঘ শান্তিরক্ষায় নারীদের অর্থপূর্ণ অংশগ্রহণ ও জেন্ডার-সচেতন নেতৃত্বকে উৎসাহিত করতে অগ্রগতি, চ্যালেঞ্জ এবং ভালো অনুশীলন নিয়ে আলোচনা করতে সেনা ও পুলিশ প্রেরণকারী দেশগুলোর প্রতিনিধি এবং জাতিসংঘ শান্তিরক্ষা বিশেষজ্ঞদের স্বাগত জানাবে।

পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন জানিয়েছেন, প্রস্তুতি সভায় অংশগ্রহণ ছাড়াও প্রতিনিধিরা বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করবেন।

জাতিসংঘের শান্তিরক্ষা বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি বিশ্বজুড়ে শান্তিরক্ষা কার্যক্রমে রাজনৈতিক ও নির্বাহী দিকনির্দেশনার পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, শান্তিরক্ষী ও আর্থিক অবদানকারী এবং সংঘাতের পক্ষগুলোর সঙ্গে সমন্বয় করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা হতে চান জাহ্নবী 

রাকসু নির্বাচন / নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে ছাত্রদলের অবস্থান

ভাতে ক্যানসারের ঝুঁকি! নতুন গবেষণার তথ্য জানুন

ব্রাজিলের তারকা ফুটবলারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

নুরের সবশেষ অবস্থা জানালেন চিকিৎসক

নুরের খোঁজ নিলেন রাষ্ট্রপতি

গ্রামবাংলার জনপ্রিয় হাডুডু খেলা দেখতে মানুষের ঢল

দুপক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত ২

সমালোচনার শিকার পাকিস্তানি অভিনেত্রী

ডাকসু নির্বাচনে ফরহাদের জিএস প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট

১০

১২ বলে ১১ ছক্কা হাঁকালো, শেষ ওভারে এলো ৪০ রান

১১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পরীক্ষা স্থগিত

১২

ব্যাংকে গরুর মাংস খাওয়া নিষেধ, প্রতিবাদে কর্মীদের ‘পার্টি’

১৩

ব্যাংকিং টিপস / ঋণ নেওয়ার আগে যেসব চিন্তাভাবনা জরুরি

১৪

বাংলা সিনেমায় মুগ্ধ অনুপম খের

১৫

ফের ছোট পর্দায় ফিরছেন মধুমিতা

১৬

প্রকৃতির আশীর্বাদপুষ্ট ঔষধি নিম

১৭

বিসিবির নির্বাচন জিতলে কী কী পদক্ষেপ নেবেন, জানালেন তামিম

১৮

৫০০ সাংবাদিককে ছাঁটাই করছে ট্রাম্প প্রশাসন

১৯

ধূমপানের ক্রেভিং কমাতে সাহায্য করে যে ফল

২০
X