আলী ইব্রাহিম
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০৪:২০ এএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০৮:৩১ এএম
প্রিন্ট সংস্করণ

বায়োফার্মাকে সুবিধা দিয়ে ফেঁসে যাচ্ছেন কর্মকর্তা!

এনবিআরের তদন্ত
বায়োফার্মাকে সুবিধা দিয়ে ফেঁসে যাচ্ছেন কর্মকর্তা!

আয়কর বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন ক্রেডিট রেটিংয়ে দুই ধরনের হিসাব জমা দিয়েছে ওষুধ কোম্পানি বায়োফার্মা লিমিটেড। এতে দাখিল করা আয়কর রিটার্নে বড় ধরনের গরমিল পাওয়া যায়। তবে এ বিষয়ে কর অঞ্চল-৮-এর সার্কেল-১৫৫-এর তৎকালীন উপকর কমিশনার (সদ্য পদোন্নতিপ্রাপ্ত যুগ্ম কর কমিশনার) মেসবাহ উদ্দিন খান কোম্পানিটিকে নোটিশ দিলেও কোনো কার্যক্রম গ্রহণ করেননি, যা অসদাচরণ ও ইচ্ছাকৃত রাজস্ব ক্ষতির শামিল বিবেচনা করে ওই কোম্পানির বিরুদ্ধে তদন্তে নেমেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পাশাপাশি কোম্পানির কাছ থেকে আয়কর আদায়ে ব্যবস্থা না নেওয়ার জন্য এ কর্মকর্তার কাছেও ব্যাখ্যা তলব করেছে তারা। এরই মধ্যে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন অভ্যন্তরীণ সম্পদ বিভাগে (আইআরডি) পাঠানো হয়েছে। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বায়োফার্মা আলফা রেটিং কোম্পানির কাছে লেনদেনের যে তথ্য দিয়েছে, তার অর্ধেক পরিমাণ অর্থের তথ্য দিয়েছে আয়কর বিভাগে। মূলত আয়কর ফাঁকি দিতে এ ধরনের অসাধু উপায় অবলম্বন করে কিছু কোম্পানি। বিষয়টি জেনে আয়কর কর্মকর্তা মেসবাহ উদ্দিন খান বায়োফার্মাকে নোটিশ দেন। তবে অদৃশ্য কারণে চুপ করে কোনো কার্যক্রম গ্রহণ না করে কোম্পানিকে পার করিয়ে দেন। তাই আয়কর ফাঁকি দেওয়ার বিষয়টি জেনে ব্যবস্থা না নেওয়ায় এই কর্মকর্তাকে শোকজ করেছে এনবিআর। শোকজ করা চিঠির তথ্যানুযায়ী, ঢাকা কর অঞ্চল-৮-এর ১৫৫ সার্কেলের করদাতা কোম্পানি বায়োফার্মা। প্রতিষ্ঠানটির অডিট রিপোর্ট অনুযায়ী ২০১৬-১৭ অর্থবছরে বার্ষিক লেনদেন দেখিয়েছে ৮৮ কোটি ৯৪ লাখ ৫২ হাজার টাকা। অথচ একই অর্থবছরে বায়োফার্মা আলফা রেটিং কোম্পানির তথ্যে বার্ষিক লেনদেনের তথ্য মিলেছে ১৪২ কোটি ৯৬ লাখ ৫০ হাজার টাকা। সাধারণত কোম্পানিগুলোর প্রকৃত চিত্র উঠে আসে ক্রেডিট রেটিংয়ের মাধ্যমে। যার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। আর কোম্পানির কর অডিটের নিয়ন্ত্রক হচ্ছে এনবিআরের আয়কর বিভাগ। শুধু এক অর্থবছরে নয়, ২০১৭-১৮ অর্থবছরে অডিট এবং রেটিংয়ের তথ্যেও বড় গরমিল রয়েছে। কোম্পানিটি এই সময়ে রেটিংয়ে বার্ষিক লেনদেন ১৬০ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকা দেখালেও আয়কর বিভাগে বার্ষিক লেনদেনের তথ্য প্রায় অর্ধেক কমিয়ে দেখিয়েছে ৯৩ কোটি ২৫ লাখ ৬২ হাজার টাকা। আর ২০১৮-১৯ অর্থবছরেও প্রায় ৩ কোটি টাকার তথ্য কম দেখিয়েছে বায়োফার্মা। মূলত আয়কর ফাঁকি দিতেই প্রকৃত তথ্য গোপন করেছে কোম্পানিটি। আর তথ্য গোপনের বিষয়টি জেনেও আয়কর বিভাগের কাছে গোপন করেছেন এ কর্মকর্তা। তিনি আয়কর আইনে কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সহযোগিতা করেছেন বলেও অভিযোগ উঠেছে।

এনবিআরের কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত সদস্য সৈয়দ মোহাম্মদ আবু দাউদ কালবেলাকে বলেন, যুগ্ম কর কমিশনারের কাছে ব্যাখ্যা তলব করা হয়েছিল। বিষয়টি নিয়ে এনবিআরের তদন্ত চলছে। এরই মধ্যে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন আইআরডিতে পাঠানো হয়েছে।

এনবিআর সূত্র জানায়, আয়কর কর্মকর্তা কোম্পানির কাছে ব্যাখ্যা চাওয়ার পর নিয়ম আইন অনুযায়ী এই নথি পুনঃউন্মোচনের কথা। তবে এই কর্মকর্তা তা করেননি। এ কারণে এনবিআর থেকে জারি করা চিঠিতে বলা হয়েছে, কোম্পানিকে নোটিশ দিয়ে আর কোনো ধরনের ব্যবস্থা না নেওয়া অসদাচরণ এবং ইচ্ছাকৃত রাজস্ব ক্ষতির শামিল। তাই চিঠি জারির ১০ দিনের মধ্যে ব্যাখা দিতেও বলা হয়েছে। এ ছাড়া এ কর অঞ্চলে আরও বেশকিছু অনিয়মের অভিযোগ উঠেছে। এসব বিষয়ে তদন্ত চলছে।

বায়োফার্মার বিষয়ে জানতে চাইলে যুগ্ম কর কমিশনার মেসবাহ উদ্দিন খান কালবেলাকে বলেন, কর অঞ্চল-৮-এ থাকাকালে একজন করদাতার বিষয়ে এনবিআর থেকে আমার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। আমি এনবিআরকে ব্যাখ্যা দিয়েছি। বাকিটা এনবিআর দেখবে। এর চেয়ে বেশি কিছু বলতে চাই না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেড ক্রিসেন্টে মব করার অভিযোগে এনসিপি নেতাকে অব্যাহতি

নাসিরের অলরাউন্ড নৈপুণ্যে আবারও এনসিএল শিরোপা রংপুরের ঘরে

কিশোরগঞ্জ থাকবে ঢাকাতেই, ছাত্র-জনতার বিক্ষোভ ও সড়ক অবরোধ

মক্কায় ১২৫ কিমি এলাকাজুড়ে স্বর্ণের খনির সন্ধান 

অগ্রযাত্রায় নবীন শিক্ষকদের অবদান রাখতে হবে : খুবি উপাচার্য

কক্সবাজার সৈকত থেকে অর্ধশতাধিক টংঘর উচ্ছেদ

১২ থেকে ১৫ ঘণ্টার মধ্যেই রাকসু নির্বাচনের ফলাফল প্রকাশ : ভিসি

কুলদীপের ঘূর্ণিতে ফলোঅন, তবু লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজ

শেবাচিমে আধুনিক ল্যাবরেটরি মেডিসিন বিভাগ চালু

যমুনা টিভির সিইওকে নিয়ে মিথ্যাচার

১০

রিজওয়ান-সালমানের জুটিতে প্রথম দিনে স্বস্তিতে পাকিস্তান

১১

বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে : দুলু

১২

লিবিয়ার উপকূলে ৬১ অভিবাসীর মরদেহ উদ্ধার

১৩

উপদেষ্টার পরিদর্শনের পর ঢাকা-সিলেট মহাসড়কে নেই যানজট

১৪

যুবককে খুঁটিতে বেঁধে মারধর, গায়ে আগুন দিয়ে হত্যাচেষ্টা

১৫

দোহায় হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনার বহু প্রতীক্ষিত ফিনালিসিমা!

১৬

অস্থায়ী ভিসার ৮২ পেশার তালিকা তৈরি করেছে যুক্তরাজ্য

১৭

মাউশি ভেঙে হচ্ছে পৃথক অধিদপ্তর, নাম কী?

১৮

আমি ষড়যন্ত্রের শিকার : ছাত্রদল নেতা শাওন

১৯

আফগানিস্তানের ২০০’র বেশি সৈন্য নিহত, পাকিস্তানির দাবি

২০
X