ইউসুফ আরেফিন
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩৭ এএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৯ এএম
প্রিন্ট সংস্করণ

সৌদি সরকার ‘বিরক্ত’ বাংলাদেশের ওপর

নিবন্ধনের সময় বাড়তে পারে
সৌদি সরকার ‘বিরক্ত’ বাংলাদেশের ওপর

চলতি বছরের হজ নিবন্ধনের সময় শেষ হয়েছে গতকাল বৃহস্পতিবার। সরকারি-বেসরকারি মিলিয়ে সর্বশেষ হিসাবে দেখা যায়, প্রায় ৮০ হাজার হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। এখনো ২৭ হাজারের বেশি নিবন্ধন বাকি। কাঙ্ক্ষিত হজযাত্রীর নিবন্ধন সম্পন্ন না হওয়ায় সৌদি কর্তৃপক্ষকে বিস্তারিত তথ্য জানাতে পারছে না ধর্ম মন্ত্রণালয়। এ নিয়ে বাংলাদেশের ওপর সৌদি সরকার ‘চরম বিরক্ত’ বলে জানা গেছে।

নিবন্ধনের শেষ দিন গতকাল হজ পোর্টাল ওয়েবসাইটে দেখা গেছে, সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ১৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার হজযাত্রী নিবন্ধন করেছেন। যদিও মন্ত্রণালয়ের ভাষ্য, সব মিলিয়ে ৮০ হাজারের মতো নিবন্ধন হয়েছে। নিবন্ধনকারীর সঠিক সংখ্যা ওয়েবসাইটে আপলোড হয়নি।

হজ গমনেচ্ছুদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সময় আরও দু-এক দিন বাড়ানো হলে তারা নিবন্ধন করে হজে যাবেন। টাকা জোগাড় না হওয়ায় তারা সময়মতো নিবন্ধন করতে পারেননি। এমন অবস্থায় হজ এজেন্সিগুলোও আরও দু-এক দিন সময় বাড়ানোর পক্ষে অবস্থান নিয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ নিবন্ধনের সময় বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত দিতে পারেন। সেক্ষেত্রে আগামী রবি ও সোমবার এই দুদিন বাড়তে পারে। তবে তা এখনো নিশ্চিত করছে না ধর্ম মন্ত্রণালয়।

এ প্রসঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার কালবেলাকে জানান, সময় বাড়ানোর খুব একটা সুযোগ নেই। কারণ, সৌদিকে আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে সবকিছু জানাতে হবে। হাতে সময় নেই। তবুও আমরা আজ শুক্রবার বিষয়টি নিয়ে বসব। সবার মতামতের ভিত্তিতে দেখি দু-এক দিন বাড়াতে পারি কি না।

ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, সৌদি কর্তৃপক্ষকে এখনো হজযাত্রীদের তথ্য-উপাত্ত জানানো হয়নি। ফলে হাজিদের জন্য তাঁবু ঠিক হয়নি। এ নিয়ে বাংলাদেশের ওপর বিরক্তি প্রকাশ করে যাচ্ছে সৌদি।

হজ এজেন্সির মালিকরা মনে করছেন, বর্তমানে দেশের মানুষ অর্থনৈতিক সংকটে রয়েছে। নিত্যপণ্যের আকাশচুম্বী দাম। পণ্যের মূল্যেই মানুষ দিশেহারা। এ ছাড়া শিক্ষা-চিকিৎসাসহ প্রতিটি খাতে খরচ বেড়েছে কয়েক গুণ। মানুষের হাতে পর্যাপ্ত টাকা নেই। তার ওপর হজ প্যাকেজের দামও বেশি। ফলে সাধারণ মানুষ বিশেষ করে মধ্যবিত্তের মধ্যে হজের প্রতি আগ্রহ কম দেখা যাচ্ছে। অনেকেই হজের পরিবর্তে দেড় লাখ টাকা খরচ করে ওমরাহ করার দিকে ঝুঁকছেন।

গত বছরের ১৬ সেপ্টেম্বর থেকে চলতি বছরের হজ নিবন্ধন শুরু হয়ে চলে ১০ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু কাঙ্ক্ষিত পরিমাণ হজযাত্রী নিবন্ধন না করায় ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়। এরপর আরেক দফায় ১৮ জানুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়। এরপর তৃতীয় দফায় নিবন্ধনের সময় ১ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়। সেই সময়সীমা গতকাল শেষ হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা। এ বছরও হজের ক্ষেত্রে বাংলাদেশের কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারি এজেন্সির মাধ্যমে ১ লাখ ১৭ হাজার জনের হজ পালনের কথা বলা হয়েছে। তবে উভয় ব্যবস্থাপনায় ৮০ হাজারের মতো নিবন্ধন হয়েছে। এখনো প্রায় ৪৭ হাজার জনের কোটা পূরণ হয়নি। সর্বশেষ এ সংখ্যা কোথায় গিয়ে দাঁড়ায়, তা দেখার অপেক্ষা করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গবেষণা / পুরুষদের তুলনায় নারীদের বেশি ঘুমের প্রয়োজন, জেনে নিন কেন

৪০ কোটি টাকায় দেড়শ বছরের সিআরবি ভবন সংস্কারের উদ্যোগ

সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ২৭০ ফ্ল্যাট বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত

‘যদি পিআরের জন্য আন্দোলন করেন, তাহলে নমিনেশন দিলেন কেন’

প্রপাগান্ডা ছড়ানোর আগে পরামর্শ নিতে বললেন শিবির প‍্যানেলের সর্ব মিত্র!

মালয়েশিয়ায় নামাজ আদায় করে কার্যক্রম শুরু করলেন নাহিদ

খাওয়ার পর করা এই ৮ কাজ ডেকে আনবে বিপদ, বলছেন বিশেষজ্ঞ

এবার নাহিদা-সোবহানারাও হারল যুবাদের কাছে

গুম-খুনের জন্য হাসিনার বিচার হতেই হবে : মির্জা ফখরুল

৩৮ বছরের দাম্পত্য জীবনে ইতি টানছেন গোবিন্দ ও সুনীতা

১০

ফেনী থেকে নির্বাচন করবেন এবি পার্টির চেয়ারম্যান 

১১

চাঁদাবাজি ও ছিনতাইর অভিযোগে সাবেক সমন্বয়ক গ্রেপ্তার

১২

অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকতে বলল ছাত্রদল

১৩

ঐকমত্য কমিশনে মতামত দেয়নি যেসব দল

১৪

গ্রোক চ্যাটবটের সঙ্গে কথোপকথনের লাখো তথ্য ফাঁস

১৫

গাজায় কোনো দুর্ভিক্ষ নেই, বলল ইসরায়েল

১৬

হোটেলে নিয়ে তরুণীকে ধর্ষণ, সাবেক সমন্বয়কের বিরুদ্ধে মামলা

১৭

অজিদের বিপক্ষে প্রোটিয়াদের রেকর্ড সিরিজ জয়

১৮

তিস্তা সেচ ক্যানেলে নেমে ২ শিশুর মৃত্যু 

১৯

ধীরে ধীরে সঙ্কুচিত হচ্ছে সৌরজগতের সবচেয়ে দ্রুতগতির গ্রহ

২০
X