এনায়েত শাওন
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০৮:১৫ এএম
প্রিন্ট সংস্করণ
দ্বাদশ সংসদ নির্বাচন

শান্তি সমাবেশে ঢাকা দখলে রাখার চিন্তা আ.লীগের

শান্তি সমাবেশে ঢাকা দখলে রাখার চিন্তা আ.লীগের

ঢাকায় বিরোধীদের মহাসমাবেশ কর্মসূচি ঘোষণার পরই সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকার পরিকল্পনা করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। রাজনৈতিক কর্মসূচি রাজনৈতিকভাবে মোকাবিলার কৌশল বজায় রেখে রাজধানী নিজেদের দখলে রাখার চিন্তা তাদের। এরই মধ্যে পূর্বঘোষিত ‘তারুণ্যের জয়যাত্রা’ কর্মসূচির তারিখ বদলে করা হয়েছে ২৭ জুলাই। কর্মসূচির নাম বদলে দেওয়া হয়েছে ‘শান্তি সমাবেশ’। যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সমন্বিত এই কর্মসূচিতে বড় জমায়েতের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি বিএনপির নৈরাজ্য ও সন্ত্রাস প্রতিহত করতে পাড়া-মহল্লায় সতর্ক অবস্থান বজায় থাকবে বলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা জানিয়েছেন।

জানা গেছে, বিএনপির পক্ষ থেকে আগামী ২৭ জুলাই রাজধানীতে মহাসমাবেশের ঘোষণা দেওয়ার পরই দিনটিকে ঘিরে সাংগঠনিক পরিকল্পনা শুরু করে আওয়ামী লীগ। এরই মধ্যে সুনির্দিষ্ট কর্মসূচি ও কৌশল ঠিক করা হয়েছে। ওইদিন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ফটকে সমাবেশ করবে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। শান্তি

সমাবেশের এই কর্মসূচিতে বড় জমায়েতের লক্ষ্য ঠিক করা হয়েছে। এ ছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ প্রতিটি এলাকায় সতর্ক অবস্থানে থাকবে।

এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম কালবেলাকে বলেন, ‘বিএনপির সন্ত্রাস, অপরাজনীতি ও নৈরাজ্যের প্রতিবাদ শুধু নয়—আমাদের কর্মসূচি আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত চলবে। সন্ত্রাস ও নৈরাজ্যকে কোনো ছাড় দেওয়া হবে না। আমরা ধারাবাহিকভাবে সারা দেশেই শান্তি, উন্নয়ন ও সম্প্রীতির সমাবেশ করছি, করব। ২৭ তারিখেও আমাদের কর্মসূচি আছে। যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ সমন্বিত কর্মসূটি পালন করবে।’

জানা গেছে, পাল্টা কর্মসূচির কথা অস্বীকার করা হলেও গত বছর থেকে রাজধানী ও জেলায় জেলায় বিএনপির উল্লেখযোগ্য সব কর্মসূচির বিপরীতে মাঠে ছিল আওয়ামী লীগ। ‘শান্তি সমাবেশ’ কিংবা উন্নয়ন ও শান্তি শোভাযাত্রাসহ নানা নামে এলাকায় এলাকায় পাহারায় ছিলেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। কখনো মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ আবার কখনো সম্মিলিতভাবে রাজধানীতে নিজেদের অবস্থান জানাতে গণজমায়েত করেছে। এরই ধারাবাহিকতায় এবারও বিএনপির মহাসমাবেশের দিন আওয়ামী লীগেরও কর্মসূচি থাকছে।

গত ১৮ ও ১৯ জুলাই বিএনপির পদযাত্রা থাকায় সেদিন আওয়ামী লীগ ঢাকাসহ সারা দেশে উন্নয়ন ও শান্তির শোভাযাত্রা করে ঢাকাসহ প্রতিটি বিভাগে। গত শনিবার বিএনপির সহযোগী সংগঠনের তারুণ্যের সমাবেশের দিনও বঙ্গবন্ধু অ্যাভিনিউতে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগেও বিএনপির সব রকম কর্মসূচির বিপরীতে ঢাকাসহ বিভিন্ন জেলায় তৎপর ছিল আওয়ামী লীগ।

জানা গেছে, যুবলীগের এই কর্মসূচি হওয়ার কথা ছিল ২৪ জুলাই। এখন সেই তারিখ পরিবর্তন করে করা হয়েছে ২৭ জুলাই। এতে যুক্ত করা হয়েছে আওয়ামী লীগের অন্য সহযোগী সংগঠনকেও। ঢাকা বিভাগের অন্তর্গত ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ মহানগর ও টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, ঢাকা জেলা এবং ময়মনসিংহ জেলার সমন্বয়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশে অংশ নিতে সংশ্লিষ্ট সব জেলা ও মহানগরকে যাবতীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া কালবেলাকে বলেন, ‘২৭ জুলাই আমাদের নির্ধারিত কর্মসূচি আছে। যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের শান্তি সমাবেশ সফল করতে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

কর্মসূচি সফল করতে গতকাল রোববার কেন্দ্রীয়ভাবে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সমন্বয়ে পরিকল্পনা চূড়ান্ত করা হয়।

স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু কালবেলাকে বলেন, ‘শান্তি সমাবেশের সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।’

এদিকে আশপাশের জেলা থেকে আসা বিএনপির সমাবেশে নেতাকর্মীরা যাতে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সেজন্য সতর্ক থাকবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। মহাসমাবেশের দিন ঢাকার প্রবেশদ্বারগুলোতে আশপাশের জেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেবেন। এরই মধ্যে এ-সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপির নেতাকর্মীরা যাতে কোনো বিশৃঙ্খলা ও অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরাও নিজ নিজ এলাকায় সতর্ক পাহারায় থাকবেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান কালবেলাকে বলেন, ‘আমরা সেদিন প্রতিটি এলাকায় সতর্ক অবস্থানে থাকব। যে কোনো অরাজক পরিস্থিতি মোকাবিলা করার জন্য তৈরি থাকব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুমিন ফারহানাকে গ্রেপ্তারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

খুলনার রাজনীতির মাঠে সক্রিয় বিএনপি নেতা পারভেজ মল্লিক

সরকারি অফিসে হোয়াটসঅ্যাপ-পেনড্রাইভ নিষিদ্ধ করল জম্মু ও কাশ্মীর

মমতাজের পর এবার আদালতে জুতা খোয়ালেন তৌহিদ আফ্রিদি

ক্যাম্পাসে সহনশীল রাজনীতি চায় ছাত্রদল : আবিদুল

বগুড়ায় স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন শীর্ষক আঞ্চলিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

সব পাথর কোয়ারিগুলো ইকো ট্যুরিজম করার নির্দেশ

জকসু নির্বাচনের আগে বিচার চায় জবি ছাত্রদল

প্রোডাক্ট বিভাগে ইঞ্জিনিয়ার নিয়োগ দিচ্ছে শিক্ষা

চীনের সহযোগিতা বাংলাদেশের শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : ইউজিসি চেয়ারম্যান

১০

ইলিশের উৎপাদন কমার কারণ জানালেন প্রাণিসম্পদ উপদেষ্টা

১১

জকসু নির্বাচন ঘিরে ছাত্রশিবিরের ৫ দফা

১২

ভারতে নির্মিত হচ্ছে ‘পরীমণি’, তবে কে এই পরী?

১৩

বক্তব্যের ভুল ধরতে ফজলুর রহমানের আহ্বান

১৪

মাত্র ১৪ হাজার টাকা আবেদন ফি-এ মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ

১৫

অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় আর নেই

১৬

খালেদা জিয়ার সঙ্গে বাবার ছবি দেখিয়ে আফ্রিদির জামিন চাইলেন আইনজীবী

১৭

যুক্তরাজ্যে হেলিকপ্টার বিধ্বস্ত

১৮

আইনজীবী আলিফ হত্যা মামলায় ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

১৯

গাজার হাসপাতালে ইসরায়েলের হামলা, সাংবাদিকদের দেখেই ফেলল বোমা

২০
X