কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভিসার জন্য আবেদনে ‘স্বচ্ছতা-সংক্রান্ত সমস্যার’ কারণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার চার দেশকে সর্বোচ্চ ঝুঁকির ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করেছে অস্ট্রেলিয়া। এই তালিকায় রয়েছে ভারত, নেপাল ও ভুটান। এতে এখন থেকে এসব দেশের শিক্ষার্থীদের ভিসা আবেদন আরও কঠোরভাবে যাচাই-বাছাই করা হবে।

সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নিউজ.কম.এইউ।

প্রতিবেদনে বলা হয়, গত বছর অস্ট্রেলিয়ায় অধ্যয়নে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রায় এক-তৃতীয়াংশই ছিল এই চার দেশের নাগরিক। অস্ট্রেলিয়ার অভিবাসন দপ্তরের সাবেক উপসচিব ড. আবুল রিজভি জানান, অত্যন্ত অস্বাভাবিক’ভাবে চারটি দেশকে এভিডেন্স লেভেল টু থেকে এভিডেন্স লেভেল থ্রি-এ স্থানান্তর করা হয়েছে।

এর আগে অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স বিভাগের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৮ জানুয়ারি দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের এভিডেন্স লেভেল পরিবর্তন করা হয়েছে।

তার ভাষায়, এই পরিবর্তনের মাধ্যমে ভিসা আবেদনে নতুন করে সামনে আসা স্বচ্ছতা-সংক্রান্ত সমস্যাগুলো আরও কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব হবে। একই সঙ্গে অস্ট্রেলিয়ায় মানসম্মত শিক্ষা গ্রহণে আগ্রহী প্রকৃত শিক্ষার্থীদের সুযোগও বজায় থাকবে।

মুখপাত্র বলেন, অস্ট্রেলিয়ান সরকার চায়, শিক্ষার্থীরা দেশটিতে অবস্থানকালে একটি ইতিবাচক শিক্ষাজীবনের অভিজ্ঞতা লাভ করুক এবং উচ্চমানের শিক্ষা গ্রহণ করুক। এ জন্য আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থা ও স্টুডেন্ট ভিসা প্রোগ্রামে একটি শক্তিশালী কাঠামো থাকা জরুরি।

এভিডেন্স লেভেল থ্রি রেটিংয়ের অর্থ হলো—ভিসা আবেদনকারী ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে আর্থিক সক্ষমতা ও শিক্ষাগত ইতিহাস-সংক্রান্ত বিস্তারিত নথিপত্র জমা দিতে হবে।

এ বিষয়ে ড. রিজভি বলেন, এভিডেন্স লেভেল যত বেশি হয়, তত বেশি নথিপত্রের প্রয়োজন হয়। এ ক্ষেত্রে কাগজপত্র যাচাইয়ে বাড়তি ম্যানুয়াল হস্তক্ষেপ থাকে। প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ফোনে যোগাযোগ করে ট্রান্সক্রিপ্ট যাচাই করা হতে পারে, এমনকি ব্যাংকের সঙ্গেও যোগাযোগ করা হতে পারে।

সাধারণত প্রতি বছরের মাঝামাঝি সময়ে আগের বছরের তথ্যের ভিত্তিতে এসব রেটিং হালনাগাদ করা হয়। তবে বছরের শুরুতেই এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে ড. রিজভি মনে করেন, গত ডিসেম্বরের শুরুতে ভারতে বড় ধরনের ভুয়া ডিগ্রি জালিয়াতি উদ্ঘাটনের ঘটনা প্রভাব ফেলতে পারে। সে সময় দেশটিতে এক লাখের বেশি সন্দেহজনক সনদ জব্দ করা হয়।

এই সিদ্ধান্ত কেন গুরুত্বপূর্ণ

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যতম প্রধান উৎস বাংলাদেশ। নতুন নিয়ম অনুসারে, বাংলাদেশি আবেদনকারীদের তাদের আর্থিক সক্ষমতা ও শিক্ষাগত পটভূমির ওপর আরও কঠোর নজরদারির সম্মুখীন হতে হবে। ভিসা আবেদনপ্রক্রিয়ায় আরও প্রমাণপত্র এবং দীর্ঘ যাচাইকরণ সময়কাল থাকবে। এতে অনেক শিক্ষার্থীর ভিসা পাওয়া কঠিন ও সময়সাপেক্ষ হয়ে উঠবে।

আবুল রিজভী নিশ্চিত করে বলেন, অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র পরিবর্তনগুলো ব্যাখ্যা করে বলেছেন, ‘৮ জানুয়ারি ২০২৬ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের জন্য প্রমাণের স্তর সংশোধন করা হয়েছিল। এটি কার্যকরভাবে বহির্গমনের ক্ষেত্রে সততার সমস্যাগুলো মোকাবিলা করবে এবং নিশ্চিত করবে যে প্রকৃত শিক্ষার্থীরা এখনো অস্ট্রেলিয়ায় মানসম্পন্ন শিক্ষা পেতে পারে।’

১৯৯১ থেকে ২০০৭ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার অভিবাসন দপ্তরে দায়িত্ব পালন করা ড. রিজভি বলেন, নতুন সিদ্ধান্তের ফলে ভিসা প্রক্রিয়াকরণে আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি সময় লাগবে।

এদিকে অস্ট্রেলিয়া সরকার ২০২৬ সালের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের ঘোষিত কোটা অপরিবর্তিত রেখেছে। গত অক্টোবরে জানানো হয়, এ বছর ২ লাখ ৯৫ হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় পড়াশোনার সুযোগ পাবে, যা ২০২৫ সালের তুলনায় ২৫ হাজার বেশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে অত্যাধুনিক থার্মাল ড্রোন ব্যবহার শুরু

শেষ সপ্তাহের হলিউড

আবু সাঈদের কবর জিয়ারত শেষে জনসভায় যোগ দেবেন তারেক রহমান

ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নতুন অনিশ্চয়তা

ইরান সংকট / ট্রাম্পের যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে মার্কিন বাহিনী প্রস্তুত

বিয়ের দুই মাসের মাথায় স্বামীর মৃত্যু, স্ত্রী কারাগারে, ঘটকও প্রাণ হারালেন

ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে বাংলাদেশ বিমানকে বরণ করে নিল পাকিস্তান

স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের বড় ব্যবধানে জয়

যারা পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩

নীরবতা ভাঙলেন পরেশ রাওয়াল 

১০

ক্ষমতায় গেলে জামায়াত কওমি মাদ্রাসা বন্ধ করবে, এটি জঘন্য মিথ্যাচার : শফিকুর রহমান

১১

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ‘ইমার্জেন্সি অপশন’ হতে পারেন স্টিভ স্মিথ

১২

জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন এলডিপি প্রার্থী

১৩

কিশোরীকে ধর্ষণ, ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি

১৫

বিশ্বকাপে না যাওয়া ক্রিকেটারদের জন্য নতুন টুর্নামেন্ট

১৬

শেরপুরে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

জবির বি ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

১৮

যেসব কারণে বিশ্বজুড়ে বাড়ছে স্বর্ণের দাম

১৯

রাজধানীতে বাসে আগুন

২০
X