রেমিট্যান্স যোদ্ধা—এমন একটি শব্দ যা আজকের অর্থনৈতিক বাস্তবতায় বাংলাদেশের জন্য এক অনন্য মর্যাদার প্রতীক। প্রবাসী বাংলাদেশিরা নিজেদের পরিবার এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিদেশে পরিশ্রম করেন। তাদের কঠোর পরিশ্রম এবং ত্যাগের ফলে বাংলাদেশ বৈদেশিক মুদ্রার যে মজুদ গড়ে তুলেছে, তা আমাদের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে কাজ করছে।
এই প্রবাসীরা যদি দেশের অর্থনীতিতে অবদান না রাখতেন, তাহলে আরও আগেই দেশে অর্থনীতির দশা খারাপ হতো। কারণ বছরের পর বছর দুর্নীতিবাজ রাজনৈতিক নেতারা আর আমলারা দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) তথ্যমতে, গত ১৫ বছরে বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে প্রায় ২৮ লাখ কোটি টাকা। গড়ে পাচার হয়েছে ১ লাখ ৮০ হাজার কোটি টাকা। দেশের এ দুরবস্থা থেকে দেশকে যারা রক্ষা করেছে, তারা হলো প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা।
দেশের অর্থনীতিতে যাদের এত অবদান, আমরা কি এই রেমিট্যান্স যোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা দিতে পেরেছি? রেমিট্যান্স যোদ্ধারা বিদেশে যে পরিমাণ ত্যাগ স্বীকার করেন, তা ভাবা প্রয়োজন। তারা নিজের পরিবার, স্বজন, এমনকি জন্মভূমি ছেড়ে সম্পূর্ণ অচেনা পরিবেশে কাজ করেন। অনেক সময় প্রতিকূল আবহাওয়া, শারীরিক পরিশ্রম এবং বিভিন্ন সামাজিক সমস্যার মুখোমুখি হন। তাদের অধিকাংশই নিম্নবেতনের কাজ করেন, কিন্তু সেসব আয় থেকেই তারা নিজেদের পরিবার এবং দেশের অর্থনীতিকে সচল রাখেন।
তবে দুঃখজনক বাস্তবতা হলো, দেশ-বিদেশে তারা প্রায়ই অবহেলিত হন। প্রবাসে অনেক শ্রমিক কর্মক্ষেত্রে হয়রানি এবং শোষণের শিকার হন। চাকরির চুক্তিতে প্রতারণা, নিম্নমানের আবাসন এবং স্বাস্থ্যের অবনতি—এসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে তারা দিনযাপন করেন। দেশে ফেরার পরও তাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি প্রায়ই উদাসীন। বিমানবন্দরে হয়রানি, ব্যাংকিং প্রক্রিয়ায় জটিলতা, এবং পরিবার ও সমাজের কাছ থেকে মূল্যায়নের অভাব তাদের মনোবল দুর্বল করে দেয়।
সর্বশেষ, গত ৮ জানুয়ারি অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, সাঈদ উদ্দিন নামের নরওয়ে প্রবাসী বাংলাদেশির ওপর বিমানবন্দরে অমানবিক আচরণ করা হয়। এতে তার মাথা-মুখ ফেটে যায়। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
রেমিট্যান্স যোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা প্রদানের জন্য আমাদের অনেক করণীয় রয়েছে। প্রথমত, রাষ্ট্রীয় পর্যায়ে তাদের অধিকতর সুরক্ষা নিশ্চিত করতে হবে। বিদেশে কর্মরত শ্রমিকদের সঠিক চুক্তির আওতায় কাজ করার নিশ্চয়তা এবং আইনগত সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন। দ্বিতীয়ত, দেশে ফেরার সময় তাদের জন্য মর্যাদাকর সেবা ব্যবস্থা থাকা জরুরি। বিমানবন্দর থেকে শুরু করে ব্যাংকিং প্রক্রিয়া পর্যন্ত সবখানে তাদের সেবা সহজ ও সম্মানজনক করতে হবে।
যদিও প্রবাসীদের জন্য প্রধান উপদেষ্টার উপস্থিতিতে ভিআইপি লাউঞ্জ উদ্বোধন করা হয়েছে, কিন্তু সেটি যথেষ্ট নয়। প্রবাসীদের সঙ্গে বিমানবন্দরে দায়িত্বরত ব্যক্তিদের যথাযথ সম্মানের ব্যবস্থা করতে হবে। তৃতীয়ত, তাদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং বিনিয়োগের সুযোগ সৃষ্টি করা দরকার। অনেক রেমিট্যান্স যোদ্ধা দেশে ফিরে টেকসই আয়ের পথ খুঁজে পান না। তাদের জন্য বিশেষ ঋণসুবিধা, উদ্যোক্তা প্রশিক্ষণ এবং ব্যবসায়িক সহায়তা দেওয়া গেলে তারা দেশেই কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলতে পারবেন।
সবচেয়ে বড় কথা, আমাদের সামাজিক মানসিকতার পরিবর্তন জরুরি। রেমিট্যান্স যোদ্ধাদের শুধু প্রবাসী শ্রমিক নয়, বরং দেশের উন্নয়নের অন্যতম কান্ডারি হিসেবে দেখতে হবে। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, সম্মান জানানো এবং তাদের অবদানের যথাযোগ্য স্বীকৃতি দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। তাই এই প্রবাসী যোদ্ধাদের প্রতি যথাযথ সম্মান ও মর্যাদা প্রদান শুধু ন্যায়সংগত নয়, এটি আমাদের জাতীয় উন্নয়নের পথ সুগম করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
নুরুন্নবী সোহান, শিক্ষার্থী
আইন ও ভূমি প্রশাসন অনুষদ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়