কুলদীপ নায়ার ভারতীয় প্রথিতযশা সাংবাদিক। তিনি রাজনৈতিক বিশ্লেষণের জন্য বিশেষভাবে প্রসিদ্ধ। জীবদ্দশায় তার লেখা ভারতসহ বিভিন্ন দেশের ৮০টি পত্রপত্রিকায় ১৪টি ভাষায় একযোগে প্রকাশিত হতো। তিনি ১৯২৩ সালের ১৪ আগস্ট ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত পাঞ্জাবের শিয়ালকোটে জন্মগ্রহণ করেন।
জীবনের একপর্যায়ে তিনি যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনারের দায়িত্ব পালন করেন। তিনি ব্রিটিশ ও স্বাধীন ভারতের ৮০ বছরের ইতিহাসের প্রত্যক্ষ সাক্ষী। তার গ্রন্থমালা ভারতের ইতিহাস ও ঐতিহাসিক বিশ্লেষণে সমৃদ্ধ। তার লেখনী একাধারে গণতন্ত্র, তথ্য অধিকার ও মানবাধিকারের অতন্দ্রপ্রহরী হিসেবে সক্রিয় রয়েছে। একই সঙ্গে সাম্প্রদায়িক রাজনীতি প্রতিরোধে সর্বদাই দৃঢ় হাতে কলম ধরেছেন। তার মতে, ১৯৪৭ সালে ভারত বিভাগ একটি ঐতিহাসিক বিভ্রাট, যা দক্ষিণ এশিয়ার এ অংশে সাম্প্রদায়িকতা সমূলে প্রোথিত করেছে।
১৯৪৭-এ ব্রিটিশ ভারত বিভক্ত হয়ে দুটি রাষ্ট্র পাকিস্তান ও ভারত প্রতিষ্ঠিত হলে তিনি অনেকের সঙ্গে পাকিস্তান ত্যাগ করেন এবং ভারতে স্থায়ী হন। তবে মাতৃভূমি ত্যাগের অশ্রুবহ ঘটনা তাকে চিরকাল তাড়িয়ে বেড়িয়েছে। তাই তিনি ভারত-পাকিস্তানের শান্তিপূর্ণ সুসম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বদা সক্রিয় ভূমিকা রেখেছেন। এক বছরের বিরতি ছাড়া ৪৫ বছর একটানা তিনি ‘বিটুইন দ্য লাইন’ শিরোনামে কলাম লিখছেন। ১৯৯৭-এর আগস্টে তিনি রাজ্যসভার সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের ২৩ আগস্ট কুলদীপ দিল্লিতে মারা যান।
মন্তব্য করুন