মো. হেদায়েত উল্লাহ তুর্কী
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৫ এএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৯ এএম
প্রিন্ট সংস্করণ

ভোটার হাজিরই নির্বাচনের বড় চ্যালেঞ্জ

ভোটার হাজিরই নির্বাচনের বড় চ্যালেঞ্জ

আগামী সংসদ নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে ভোটকেন্দ্রে ভোটার হাজির করা। ভোটার হাজির করার এই দায়িত্ব পালন করতে হবে প্রার্থী এবং ক্ষমতাসীন রাজনৈতিক দল এবং তাদের নির্বাচনী সহযোগী দলগুলোকে। নির্বাচন কমিশন যেমন নির্বাচন নিয়ে বিতর্কিত কোনো ঘটনা ঘটতে দিতে চাইবে না তেমনি ফাঁকা মাঠে ক্ষমতাসীন রাজনৈতিক দল এবং তাদের নির্বাচনী সহযোগী দলগুলোর প্রধানরা চাইবেন না কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটুক। বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষমতায় থেকে যাওয়া যেখানে শতভাগ নিশ্চিত সেখানে কোনো ধরনের ঝুঁকি নেবে না এটিই স্বাভাবিক। নির্বাচন প্রশ্নবিদ্ধ করার জন্য পৃথিবীর অনেক মোড়ল রাষ্ট্র ঈগলের চোখ রাখবেন অনুষ্ঠিত নির্বাচনে। নির্বাচন কেন্দ্র করে তারা চেষ্টা করবে নানা ধরনের আপত্তি তুলতে। এখনো পর্যন্ত অবস্থাদৃষ্টে মনে হচ্ছে নির্বাচন কমিশন, সরকার এবং ক্ষমতাসীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ চাচ্ছে নির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে সুষ্ঠু হোক। সুষ্ঠু ভোট হওয়ার ক্ষেত্রে আপাতত কোনো ধরনের হুমকি দেখা যাচ্ছে না। আন্দোলনরত রাজনৈতিকদলগুলো বুঝতে পারছে, যে কোনোভাবেই নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাবে। নির্বাচন ঠেকানোর মতো শক্তি এবং সামর্থ্য তাদের নেই সে ক্ষেত্রে তারা অপেক্ষা করতে থাকবে নির্বাচনের দিন পর্যন্ত। নির্বাচনে অনিয়ম, শক্তি প্রদর্শনসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তারা অপেক্ষা করবে বলে মনে হচ্ছে। নির্বাচনের দিন কমসংখ্যক ভোটারের উপস্থিতি হলে বিশেষ করে ভোটার উপস্থিতি যদি ৫০ শতাংশের কম হয়ে থাকে তাহলে তারা আন্তর্জাতিক মহলে তাদের মুরুব্বি রাষ্ট্রগুলোকে বোঝাতে সক্ষম হবে যে, নির্বাচনে সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল না। নির্বাচন-পরবর্তী গঠিত সরকারকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি না দেওয়ার জন্য তারা নানা রকমের প্রচেষ্টা চালাবে। নির্বাচন-পরবর্তী ঝামেলা বা আন্তর্জাতিকভাবে নতুন গঠিত সরকারকে স্বীকৃতিলাভের জন্য নির্বাচনের দিন ভোটকেন্দ্রে বিপুলসংখ্যক ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে হবে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের। তবে দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী এবং জোটের মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের অনেকের সেই সামর্থ্য নিয়ে প্রশ্ন আছে খোদ জোটের মধ্যে। জোটের অনেক প্রার্থী নিজ দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে ভয় পাচ্ছেন। ভোটারের জনসমর্থনবিহীন প্রার্থীরা নৌকায় চড়ে মহান জাতীয় সংসদে প্রবেশ করতে চাচ্ছেন এবং অনেক প্রার্থী নির্বাচনের পর জোট সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব লাভ করবেন। অনেক প্রার্থীর নিজের এলাকায় কোনো ধরনের অবস্থান না থাকায় দলীয় আনুকূল্যে ঢাকার শহর থেকে নির্বাচনের জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভোটারদের কেন্দ্রে হাজির করার মতো জনবল এবং নেতাকর্মী তাদের আছে বলে আপাতদৃষ্টে মনে হচ্ছে না। সে ক্ষেত্রে সেসব আসনে দলীয় ভোটারদের হাজির করা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের। বাংলাদেশ আওয়ামী লীগ টানা পনেরো বছর ক্ষমতায় থাকায় তাদের দলীয় এবং জোটের সংসদ সদস্যদের সঙ্গে সাধারণ জনগণের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের অনেক দূরত্ব হয়েছে বলে মনে করছেন নির্বাচন বোদ্ধারা।

ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতির জন্য সরকারের উন্নয়নকে মানুষের সামনে তুলে ধরতে হবে বেশি বেশি। জাতীয় উন্নয়নের চেয়ে স্থানীয় উন্নয়নকে ভোটাররা ভোট দেওয়ার ক্ষেত্রে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। স্থানীয় রাস্তাঘাট, স্কুল-কলেজ-মাদ্রাসা-মসজিদ-মন্দিরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের দৃষ্টিনন্দন উন্নয়ন, শতভাগ বিদ্যুতায়নসহ নানা উন্নয়ন সাধারণ ভোটারদের মধ্যে তুলে ধরে তাদের ভোটকেন্দ্রে আনার জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করতে হবে। ভোটকেন্দ্রে বিপুলসংখ্যক ভোটারের উপস্থিতির জন্য দলীয় নেতাকর্মীদের একসঙ্গে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে হবে এবং একই সঙ্গে নির্বাচনের শেষ সময় পর্যন্ত যাতে অংশগ্রহণকারী দলগুলোর প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরা মাঠে এবং নির্বাচনে থাকতে পারেন সেদিকে নজর রাখতে হবে। দলীয় কোনো প্রার্থী বা প্রার্থীদের সমর্থকদের চাপে বা কর্মকাণ্ডে যেন নির্বাচনে অংশগ্রহণকারী কোনো প্রার্থী নির্বাচনের মাঝ পথে নির্বাচন বর্জন না করেন সেদিকে বিশেষ নজর রাখতে হবে। ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগকে মনে রাখতে হবে সরকার গঠন করতে মাত্র ১৫১টি সংসদীয় আসনে এবং মহান জাতীয় সংসদের একক আধিপত্য বজায় রাখার জন্য ২০০টি সংসদীয় আসনে জয়লাভ জরুরি। অতিউৎসাহী হয়ে বেশিসংখ্যক সংসদীয় আসনে জয়লাভের জন্য এমন কোনো কর্মকাণ্ড ঘটানো থেকে বিরত থাকতে হবে যাতে নির্বাচন এবং নির্বাচন-পরবর্তী গঠিত সরকারকে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন না হতে হয়। বাংলা প্রবাদ আছে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট, তেমনিভাবে মনে রাখতে হবে অতি সংসদ সদস্যদের জয়লাভ করাতে গিয়ে যেন নির্বাচন নষ্ট না হয়ে যায়। নির্বাচন-পরবর্তী সরকার চালানোর জন্য নির্বাচনপূর্ব অনেক বিষয়কে মোকাবিলা করতে হতে পারে। নির্বাচন বর্জনকারী দলগুলো নির্বাচন-পরবর্তী আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে বলে মনে হচ্ছে, সে ক্ষেত্রে ডামি প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকরা নৌকা প্রতীকের বাইরে যে ভোট দেওয়ার প্রবণতা শুরু হলো সে প্রবণতা আগামী মার্চে অনুষ্ঠিত উপজেলা নির্বাচন, পৌর নির্বাচন এবং পরবর্তী সময়ে ইউনিয়ন নির্বাচনে দেখা দেওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুলসংখ্যক ভোটারের উপস্থিতি নিশ্চিত করার জন্য যেসব কৌশল বা অপকৌশল বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের জোট গ্রহণ করবে নির্বাচন-পরবর্তী সময়ে সেগুলো সামাল দেওয়ার কৌশল এখনই ঠিক করে রাখতে হবে। তবে যেভাবেই হোক কমপক্ষে ৬০ শতাংশ ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে হবে নির্বাচনকে আন্তর্জাতিক মহলে সমর্থন আদায়ের জন্য। দলীয় প্রার্থী এবং দলীয় নেতাকর্মীরা যদি নিশ্চিত বিজয় মনে করে ঘরে বসে থাকেন এবং নির্বাচনে কমসংখ্যক ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যায় তাহলে নির্বাচনটি আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও বাংলাদেশের সংবিধান বা নির্বাচনী আইনে সুনির্দিষ্টভাবে উল্লেখ নেই যে কমপক্ষে এত শতাংশ ভোটারের উপস্থিতি বাধ্যতামূলক। বাংলাদেশের নির্বাচনী আইনে অধিকসংখ্যক ভোটপ্রাপ্ত প্রার্থীই নির্বাচিত হবে উল্লেখ রয়েছে। বিগত কয়েকটি উপনির্বাচনে মাত্র ৮ থেকে ১০ শতাংশ ভোটারের উপস্থিতি জাতীয় সংসদ সদস্য নির্বাচনে কোনোরকম বাধা হয়ে দাঁড়ায়নি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার পাশাপাশি বিপুলসংখ্যক ভোটারের উপস্থিতি নিশ্চিত করা নির্বাচন কমিশন, ক্ষমতাসীন দল এবং জোটের বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে ব্যর্থ হলে বা প্রত্যাশিত ফলাফল না করতে পারলে আগামীতে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কঠিন সমস্যার সম্মুখীন হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

লেখক: ডেপুটি রেজিস্ট্রার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘুর ওপর নিরাপত্তা নির্ভর করে না : তারেক রহমান

বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ করা হবে না : আমিনুল হক

কেশবপুরে পূজা উদযাপন ফ্রন্টের কর্মীসভা

আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে পানি ছেটানো নিয়ে যা জানাল ডিএনসিসি

স্কুল পড়ুয়া ৩৭ শিক্ষার্থী পেল বাইসাইকেল

স্বাস্থ্য পরামর্শ / হিটস্ট্রোক থেকে বাঁচতে পর্যাপ্ত পানি পান করতে হবে

বাবাকে হত্যায় মেয়ে শিফার দোষ স্বীকার

সুন্দরবন দিয়ে ৬২ জনকে পুশইন বিএসএফের

বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

নরসিংদীতে সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা, প্রাণনাশের হুমকি

১০

আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন নিয়ে এনসিপির বিশেষ বার্তা

১১

পিবিপ্রবিতে গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

১২

ডিআইইউসাসের দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ

১৪

শিক্ষার্থীদের জন্য পানির ফিল্টার দিলেন ঢাবি ছাত্রদল নেতা

১৫

ঢাকা ছাড়াও আ.লীগ নিষিদ্ধের আন্দোলন হয়েছে যেসব জায়াগায়

১৬

পাক-ভারত উত্তেজনা : অতীতে কারা পেয়েছে সুবিধা, এবার সামনে কে?

১৭

আ.লীগ নিষিদ্ধে ৪ রোডম্যাপ দিলেন তুহিন মালিক

১৮

পোপ চতুর্দশ লিওকে অভিনন্দন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের

১৯

বড় পর্দায় দেখানো হচ্ছে হাসিনার গণহত্যা

২০
X