ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০২:২১ এএম
প্রিন্ট সংস্করণ

দলে শক্তি দেখাতে চান সাকিব

দলে শক্তি দেখাতে চান সাকিব

বিশ্বকাপে অধিনায়কত্ব করার কথা ছিল তামিম ইকবালের। কিন্তু দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। বিশ্বকাপে তাই বাংলাদেশ দলের নেতৃত্বের ভার এসে পড়েছে সাকিব আল হাসানের কাঁধে। তিনি পরে পাওয়া সুযোগকে ষোলোআনা কাজে লাগাতে চান। সারা দুনিয়াকে দেখিয়ে দিতে চান, বাংলাদেশ দল কতটা ভালো।

শুক্রবার নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে সাকিবের নাম ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। অবশ্য ঘোষণার আগেই তিনি যে অধিনায়কের দায়িত্ব পাবেন তা বোঝা যাচ্ছিল। অভিজ্ঞতায় এগিয়ে ছিলেন। তাছাড়া দলে তার মতো পারফরমারও কেউ নেই। ২০১৯ সালের বিশ্বকাপে ব্যক্তিগত পারফরম্যান্সের কথা মাথায় রেখে নির্বাচকরা হয়তো সাকিবের ওপর আস্থা রেখেছেন। সেবার আশা জগিয়েও সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছিল বাংলাদেশ। ১০ দলের বিশ্বকাপে অষ্টম হয়েছিল বাংলাদেশ। এবার আরও ভালো করার আশা নিয়ে বিশ্বকাপ খেলবেন সাকিবরা। সর্বশেষ বিশ্বকাপ সুপার লিগেও বাংলাদেশ ছিল ৩ নম্বরে। গত চার বছরে এমন উন্নতির কারণে সাকিব বলেছেন, ‘তবে আমাদের দলের জন্য ভালো একটা চ্যালেঞ্জ, এটা দেখানোর যে আমরা গত চার বছরে কতটা ভালো দল হয়ে উঠেছি। বিশ্বকাপে ভালো করার দারুণ একটা সুযোগ আমাদের সামনে।’ শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলছেন সাকিব আল হাসান। গল টাইটানসের হয়ে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি লিগ খেলছেন বাংলাদেশ অধিনায়ক। সে দলে যোগ দিয়েছেন লিটন দাসও। গতকাল ম্যাচ নিয়ে কথা বলার সময় অধিনায়কত্বের প্রসঙ্গে সাকিব বলেন, ‘নেতৃত্ব আমার কাছে নতুন কিছু নয়।’ নিজের ফর্ম নিয়ে সাকিব বলেন, ‘আমার বোলিংটা বেশ ভালো হচ্ছে। তবে ব্যাটিংয়ে এখনো বড় রান পাইনি। তাছাড়া তেমন সুযোগও মেলিনি। যখন সুযোগ পাব আশা করি বড় ইনিংস উপহার দিতে পারব।’ এশিয়া কাপ সামনে রেখে বাংলাদেশ দল অনুশীলন শুরু করেছে। এশিয়া কাপ হবে পাকিস্তান ও শ্রীলঙ্কায়। দুই দেশেই হবে সাকিবদের খেলা। আপাতত শ্রীলঙ্কাতেই থাকবেন তিনি। গত ৩০ জুলাই শুরু হয় পাঁচ দলের এলপিএল, চলবে ২০ আগস্ট পর্যন্ত। টুর্নামেন্টে এলপিএল খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে চান। যদিও এ সময় বাংলাদেশ দলের এশিয়া কাপের প্রস্তুতিতে তিনি থাকবেন না। এতে দলীয় বোঝাপড়ায় নেতিবাচক প্রভাব পড়ার সামান্য সম্ভাবনা থাকছে। এদিকে সাকিবের সঙ্গে লিটন দাস ও পেসার শরীফুল ইসলাম অনুশীলনে শুরু থেকে যোগ দিতে পারছেন না। এলপিএল শেষ করে এসে তারা যোগ দেবেন। ৩০ আগস্ট থেকে শুরু হবে এবারের এশিয়া কাপ। ৩১ আগস্ট স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডিতে বাংলাদেশের প্রথম ম্যাচ। সেখান থেকেই শুরু আসন্ন বিশ্বকাপের শেষ পর্বের প্রস্তুতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোষণা দিয়েও ইসলামী আন্দোলনের আমিরের আসন ছাড়েনি জামায়াত

সব রেকর্ড ভেঙে দেশে স্বর্ণের দামে ইতিহাস

দুই দেশ থেকে ফেরত এলো ৫৬০০ পোস্টাল ব্যালট

বাবা হতে চলেছেন সৌম্য সরকার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের সম্মানে যে ২ আসন ছাড়ল ইসলামী আন্দোলন

শুধু পড়াশোনার চাপ নয়, শিশুদের আগ্রহের বিষয়টিতে উৎসাহ দেওয়া জরুরি

ফেব্রুয়ারির শুরুতেই যেভাবে মিলবে ৪ দিনের ছুটি

আমার কর্মীদের ভয়ভীতি দেওয়া হচ্ছে : মহিউদ্দিন আহমেদ

আলিফ হত্যা মামলা / নিজেকে নির্দোষ দাবি করলেন চিন্ময় ব্রহ্মচারী

আমির হামজার সকল ওয়াজ-মাহফিল স্থগিত ঘোষণা

১০

ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা প্রত্যাহার দুই দেশের

১১

পঞ্চগড়ে জাতীয় ছাত্রশক্তির ‘হ্যাঁ যাত্রা’ ক্যাম্পেইন

১২

শাকসু নির্বাচন নিয়ে উত্তাল শাবি

১৩

খড়িবাহী ট্রাকের চাপায় প্রাণ গেল মা-মেয়ের

১৪

দেশে প্রথম বেস আইসোলেশন প্রযুক্তিতে ফায়ার সার্ভিস ভবন নির্মাণ করছে গণপূর্ত

১৫

সাইড দিতে গিয়ে ট্রাকের নিচে মোটরসাইকেল, মা-মেয়ে নিহত

১৬

নির্বাচনকালীন সহিংসতা রোধে মাজআসের গোলটেবিল আলোচনা সভা

১৭

একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের সঙ্গে কারা?

১৮

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

যে দুর্গম এলাকায় র‌্যাবের ওপর হামলা করে সন্ত্রাসীরা

২০
X