৫৯ রানেই ১০ উইকেট নেই আফগানিস্তানের। নিজেদের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রানে আটকে যাওয়ার লজ্জা রশিদ খানদের। মাত্র ১৮ রান দিয়ে একাই ৫ উইকেট নিয়েছেন পাকিস্তানের পেসার হারিস রউফ।
ক্যারিয়ারসেরা বোলিংয়ের দিনে ম্যাচসেরাও হয়েছেন তিনি। কিছুদিন আগে বিয়ে করা রউফ সাফল্যের মন্ত্র জানাতে গিয়ে স্ত্রীকেই স্মরণ করেছেন। তিনি বলেছেন, ‘বিয়ের পর জীবনে অনেক কিছুরই পরিবর্তন আসে। আলহামদুলিল্লাহ, আমার স্ত্রী আমার জন্য সৌভাগ্য বয়ে এনেছে।’ তাহলে কি ম্যাচসেরার পুরস্কার স্ত্রীকেই উৎসর্গ করবেন রউফ। অনেকেই সেরকম কিছু শুনতে চাওয়া হয়েছিল তার মুখ থেকে।
যদিও তখন তিনি মায়ের অবদানের কথা স্মরণ করে মাকেই সেটা উৎসর্গ করলেন। শুধু রউফ নন, আফগানদের গুঁড়িয়ে দিতে বল হাতে পাকিস্তানকে দারুণ একটি দিন উপহার দিয়েছেন শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহরা। ৪ ওভার বল করে আফ্রিদি ৯ রানে নিয়েছিলেন ২ উইকেট আর নাসিম ৫ ওভারে ১২ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।
মন্তব্য করুন