প্রথম ম্যাচ জেতার পর সুপার ফোর নিয়ে নিশ্চিন্ত থাকার কথা ছিল শ্রীলঙ্কার। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বিশাল ব্যবধানে জেতার পর সব হিসাব বদলে গেছে। আজ বিকেল সাড়ে ৩টায় শ্রীলঙ্কা-আফগানিস্তানের মধ্যে যে কেউই উঠতে পারে সুপার ফোরে। আফগানদের জন্য সমীকরণটা অনেক কঠিন হলেও এক ম্যাচ জিতে এগিয়ে থাকা লঙ্কানদের সামনে সহজ। দাসুন শানাকার দল জিতলেই গ্রুপসেরা হয়ে যাবে সুপার ফোরে। ১০০ রানে কম ব্যবধানে হারলেও সুপার ফোরে খেলবে তারা। কিন্তু রশিদ খানদের সুপার ফোরে খেলতে হলে ১০০ রানের বেশি ব্যবধানে জিততে হবে। সেটা করলেই বাদ পড়বে লঙ্কানরা। সব মিলিয়ে সহজ সমীকরণের সামনেই শ্রীলঙ্কা।
দল হিসেবে আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে পার্থক্য এখন সমানে সমান। সর্বশেষ কয়েক বছরে দারুণ উন্নতি করেছে আফগানরা। তবে মাঠের লড়াইয়ে এখনো এগিয়ে শ্রীলঙ্কা। দুদলের সর্বশেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যান বলছে সে কথা। তিন জয় ও এক হারে এগিয়ে শানাকার দল। অন্যদিকে বোলিং শক্তির জন্যই প্রতিপক্ষের ব্যাটিং ধসিয়ে দিতে পারা আফগানরা জিতেছে মাত্র এক ম্যাচ। তবে লাহোরে সব সমীকরণই বদলে দেবে দুদলের মধ্যকার লড়াইয়ে। সেটা দেখার অপেক্ষায় থাকবে ক্রিকেট ভক্তরা।
মন্তব্য করুন