

চেলসি কোচ ছাঁটাইয়ের জন্য মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে অভ্যস্ত। প্রিমিয়ার লিগ বদলে দেওয়ার পর ২০০৭ সালে যখন চেলসি কোচের দায়িত্ব ছাড়লেন হোসে মরিনহো, তখন ১ কোটি ৮০ লাখ পাউন্ড ক্ষতিপূরণ পেয়েছিলেন। এরপর দ্বিতীয় মেয়াদে ২০১৩ সালে চেলসির কোচ হয়েছিলেন মরিনহো। সেবারও ক্ষতিপূরণ দিতে হয়েছিল চেলসিকে। হোসে মরিনহোকে ১৮ মিলিয়ন পাউন্ড পর্যন্ত দেওয়া হয়েছিল। শুধু মেরিনহোকে নয়, গ্রাহাম পটারকে বরখাস্ত করার পরও তার বেতন দিতে হয়েছিল। সেটাও ছিল বড় অঙ্কের ক্ষতিপূরণ। কিছুদিন আগে এনজো মারেসকাকে ছাঁটাই করেছে চেলসি। নতুন বছরের প্রথম কোচ হিসেবে বৃহস্পতিবার ছাঁটাই হয়েছেন তিনি। ১ জানুয়ারি মারেসকার ছাঁটাইয়ের সিদ্ধান্ত জানিয়ে দেয় চেলসি। বৃহস্পতিবার এক বিবৃতিতে মারেসকার ছাঁটাই করার কথা নিশ্চিত করে চেলসি। মারেসকার কোচিংয়ে উয়েফা কনফারেন্স লিগ এবং ক্লাব বিশ্বকাপে সাফল্য পেয়েছিল চেলসি। সে সাফল্যের কথা তুলে ধরে ইংলিশ ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘ভবিষ্যতের কথা ভেবে এবং চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করার লক্ষ্যে চেলসি এবং মারেসকা উভয় পক্ষই মনে করছে, পরিবর্তন দরকার।’ ক্লাবের পক্ষ থেকে বিবৃতিতে আরও বলা হয়, ‘চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জনসহ চারটি প্রতিযোগিতায়ই মূল লক্ষ্য নিয়ে খেলছে দল। এন্টসো ও ক্লাব বিশ্বাস করে যে, পরিবর্তনের ফলে দলটি ফের নিজেদের সঠিক পথে ফিরিয়ে আনার সেরা সুযোগ পাবে।’ তবে বিবৃতিতে কত ক্ষতিপূরণ পাবেন মারেসকা, সেটার কিছু উল্লেখ নেই। চেলসির নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন স্ট্রাসবুর্গের কোচ লিয়াম রোজেনি। হয়তো নতুন কোচ নিশ্চিত হলেই জানা যাবে ক্ষতিপূরণের পরিমাণ। ২০২৪ সালের জুনে চেলসি এনজো মারেসকাকে তাদের প্রধান কোচ হিসেবে পাঁচ বছরের চুক্তিতে নিয়োগ দেয়। চেলসি তাকে লিসেস্টার সিটি থেকে আনতে প্রায় ৮-১০ মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দিয়েছিল। মারেসকাকে বরখাস্ত করায় তাকে চেলসি কত টাকা ক্ষতিপূরণ দিচ্ছে এমন কোনো দাপ্তরিক তথ্য নেই। সাধারণত চুক্তি শেষ হওয়ার আগে কোনো কোচকে বরখাস্ত করা হলে তখন ক্লাবকে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দিতে হয়। চেলসির কোচ বরখাস্ত করে ক্ষতিপূরণের অভ্যাস অনেক পুরোনো। ফুটবলে বহিষ্কার হয়ে সবচেয়ে বেশি ক্ষতিপূরণ পাওয়া কোচের তালিকায় তৃতীয় স্থানে আছেন দ্য স্পেশাল ওয়ান খ্যাত মরিনহো। তিন ক্লাব থেকে চাকরিচ্যুত হয়ে ৫৩.৮ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ পেয়েছিলেন তিনি। শুধু চেলসি থেকেই তিনি ১৮ মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ পেয়েছিলেন। ফুটবলে কোচদের চাকরিকে বলা হয় অনিশ্চিত ভবিষ্যৎ। যতবারই চাকরি হারান, ততবারই বড় অঙ্কের ক্ষতিপূরণ পান তারা। একক ক্লাব হিসেবে চেলসিই কোচদের ছাঁটাই করে সবচেয়ে বেশি ব্যয় করেছে। তারা ক্ষতিপূরণ দিয়েছে মোট ৮৩.৮ মিলিয়ন ইউরো। ক্ষতিপূরণ পাওয়ায় সবচেয়ে এগিয়ে আছেন আন্তোনিও কন্তে। চেলসি তাকে ২৬.২ মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দিয়েছিল। ক্ষতিপূরণ পাওয়া কোচদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মরিনহো। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বহিষ্কার হওয়ার পর তিনি ১৯.৬ মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ পেয়েছিলেন। বিভিন্ন ক্লাব থেকে ছাঁটাই হয়ে মরিনহোও ক্ষতিপূরণ পেয়েছেন বাংলাদেশি টাকায় প্রায় ৯০০ কোটি! বেনফিকার ম্যানেজার হয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি।
মন্তব্য করুন