

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটছেই না। ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অটল বিসিবি। বিকল্প ভেন্যু শ্রীলঙ্কায় ম্যাচগুলো স্থানান্তর না করলে টুর্নামেন্ট বয়কট করতে পারে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে ক্রিকেটার থেকে শুরু করে বোর্ড—বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। একই সঙ্গে বিসিবির স্পন্সর প্রতিষ্ঠানগুলোও হতাশ হতে পারে। কিন্তু এমন পরিস্থিতিতে পড়েও আর্থিক কোনো ক্ষতি দেখছেন না বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। উল্টো ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়েও নেতিবাচক মন্তব্য করেছেন তিনি। এর প্রেক্ষিতে এক ভিডিও বার্তায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) প্রেসিডেন্ট মোহাম্মদ মিঠুন জানান, আজ বিপিএলের ম্যাচের আগে এম নাজমুল পদত্যাগ না করলে সবধরনের ক্রিকেট বর্জন করবেন তারা।
কদিন আগেই সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ঘিরে নেতিবাচক মন্তব্য করে আলোচনায় আসেন নাজমুল। বিষয়টি গুরুতর হওয়ার পর প্রেসিডেন্ট আমিনুল ইসলাম তার কাছে ব্যাখ্যাও চেয়েছিলেন। সে রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্কের জন্ম দিলেন নাজমুল। এবার ক্রিকেটারদের বেতন-ভাতা নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তিনি। বিশ্বকাপ না খেললে ক্ষতি নেই এমনটা জানিয়ে তিনি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা বা না খেলায় বোর্ডের কোনো লাভ বা ক্ষতির কিছু নেই। বাংলাদেশ এখানে খেলুক বা না খেলুক, এখানে বোর্ডের লাভ-ক্ষতির কোনো বিষয় নেই। অন্তত এই বিশ্বকাপের জন্য।’
বোর্ডের ক্ষতি তো আছেই, সঙ্গে ক্রিকেটারদেরও আর্থিকভাবে বড় ক্ষতি হতে পারে। কিন্তু নাজমুল উল্টো নেতিবাচকভাবেই বললেন, ‘ক্রিকেটারদের ক্ষতি হবে (বিশ্বকাপে না খেললে)। কারণ, ক্রিকেটাররা খেললে তারা প্রত্যেক ম্যাচে একটা ম্যাচ ফি পায়। তারা অংশগ্রহণ করে যদি ম্যান অব দ্য ম্যাচ হয় বা যদি বিশেষ কোনো পারফরম্যান্স থাকে, আইসিসির নিয়ম অনুযায়ী, ম্যাচের নিয়ম অনুযায়ী তারা যা পাওয়ার সেটা পাবে। সেটা আসলে ক্রিকেটারের পাওনা। এটার সঙ্গে বোর্ডের কোনো সংশ্লিষ্টতা নেই।’ খারাপ পারফরম্যান্স করলে টাকা ফেরত চাওয়া হয় না—এমন তুলনা করে তিনি আরও বলেন, ‘তারা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাদের পেছনে যে কোটি কোটি টাকা খরচ করছি, সেই টাকা কি তাদের কাছে ফেরত চাচ্ছি নাকি? চাচ্ছি কি না, সেই প্রশ্নের উত্তর দিন আমাকে।’ বিসিবির এই পরিচালকের ভাষ্যমতে, ‘ধরুন বোর্ডই যদি না থাকে, ক্রিকেটাররা থাকবে কীভাবে, এই প্রশ্নের উত্তর দিন আমাকে। আপনারা তো এক দিক থেকে চিন্তা করছেন। আমার এই হাত আছে, দুইটা হাত আছে। এই দুইটা হাত দিয়ে আমরা অনেক কাজ করি।’ অবশ্য একের পর এক বিতর্কিত মন্তব্য করে ক্রিকেটারদের সম্মানহানিই করে যাচ্ছেন এই পরিচালক।
মন্তব্য করুন