রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৭:২৯ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

২০২৬ সালের জেসিআই ইন বিজনেস কমিটি ঘোষণা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জেসিআই বাংলাদেশ ২০২৬ সালের ন্যাশনাল জেসিআই ইন বিজনেস (জেআইবি) কমিটি ঘোষণা করেছে। উদ্যোক্তা উন্নয়ন, ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং দেশব্যাপী কার্যকর ব্যবসায়িক সংযোগ তৈরির লক্ষ্য নিয়ে গঠিত এ কমিটিতে স্থান পেয়েছেন অভিজ্ঞ ও উদ্যমী ব্যবসায়িক নেতৃবৃন্দ।

জেসিআই ইন বিজনেস প্ল্যাটফর্মটি উদ্যোক্তাদের ক্ষমতায়ন, টেকসই ব্যবসা বৃদ্ধি এবং জেসিআই নেটওয়ার্কের ভেতরে ও বাইরে কার্যকর সহযোগিতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ২০২৬ সালের এই কমিটি অভিজ্ঞতা, দূরদর্শী চিন্তা ও নেতৃত্বের সমন্বয়ে জাতীয় পর্যায়ে ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

২০২৬ সালের ন্যাশনাল জেসিআই ইন বিজনেস (জেআইবি) কমিটি

চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করবেন মোস্তাফিজুর রহমান খান (রিমাজ)। অ্যাডভাইজর হিসেবে রয়েছেন জিয়াউল হক ও শেখ মতিউর রহমান। ভাইস চেয়ারপার্সন পদে দায়িত্ব পেয়েছেন ফারাহনাজ ফিরোজ এবং তাশদিক হাবিব। সেক্রেটারি হিসেবে আছেন সৈয়দ শাফায়াত করিম এবং ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করবেন শাহরিয়ার ইমরান।

এছাড়া ডিরেক্টর হিসেবে মনোনীত হয়েছেন আরিফুর রহমান, কে এম মেজবাহ রহমান, খন্দকার নাসিফ আখতার, আশিকুর রহমান, শাদমান বিন সামাদ, এস. এম. আবিদ উর রহমান, সুমাইয়া হক, মোহাম্মদ সালাহ উদ্দিন, এন. এম. নকিবুল হক ও সারোয়ার খান।

এই নেতৃত্বের অধীনে ২০২৬ সালের জেসিআই ইন বিজনেস কমিটি উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি, ব্যবসায়িক সংযোগ সম্প্রসারণ এবং সহযোগিতামূলক উদ্যোগ বাস্তবায়নে কাজ করবে। কমিটির মূল লক্ষ্য হবে উদ্ভাবনকে উৎসাহিত করা, সদস্যদের মধ্যে কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলা এবং বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশে ইতিবাচক প্রভাব রাখা।

এ বিষয়ে জেসিআই বাংলাদেশের ২০২৬ সালের ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদ নবগঠিত কমিটি নিয়ে গভীর আশাবাদ ও উদ্দীপনা প্রকাশ করেছেন। সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) কনফারেন্সে জেবিআই গ্লোবালের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণের অভিজ্ঞতার আলোকে তিনি এই কমিটিকে জেসিআই বাংলাদেশের সদস্যদের জন্য একটি ‘গেম চেঞ্জার’ হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, এই কমিটি সদস্যদের সম্পৃক্ততা বৃদ্ধি, উদ্ভাবনী কার্যক্রম ত্বরান্বিত করা এবং দীর্ঘমেয়াদি মূল্য সংযোজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি জেসিআই ইন বিজনেস কমিটির মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন চেম্বার অব কমার্সের সঙ্গে জেসিআই বাংলাদেশের সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জেসিআই বাংলাদেশ ২০২৬ সালের ন্যাশনাল জেসিআই ইন বিজনেস কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানায় এবং একটি সফল, প্রভাবশালী ও অগ্রগতিমুখী বছরের প্রত্যাশা ব্যক্ত করেছে।

উল্লেখ্য, জেসিআই বাংলাদেশ হলো জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (JCI)-এর একটি জাতীয় শাখা, যা তরুণ নেতৃত্ব বিকাশ, উদ্যোক্তা উন্নয়ন এবং টেকসই সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনে সক্রিয়ভাবে কাজ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি প্রার্থীর কর্মীকে হত্যা, মরদেহ নিয়ে বিক্ষোভ

প্রাণ গেল নারী-শিশুসহ ৩ জনের

ঢাকায় জার্মান রাষ্ট্রদূতের সম্মানে এএজিইউবি’র সংবর্ধনা, এজিম ও সেমিনার অনুষ্ঠিত

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সেলস কনফারেন্স অনুষ্ঠিত

একুশ শতাব্দীতে যে কীর্তিতে দ্বিতীয় দ্রুততম এমবাপ্পে

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

খালেদা জিয়ার কফিন বহনের সুযোগ পেয়ে যাদের কৃতজ্ঞতা জানালেন রাষ্ট্রদূত মুশফিক

ডার্বিতে সিটিকে গুঁড়িয়ে দিল ইউনাইটেড! 

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

দুর্দান্ত শুরুর পরও জিততে পারল না বাংলাদেশ

১০

থানায় আগুন, পুড়ল সাংবাদিকের মোটরসাইকেল

১১

প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে নীতিগত সমন্বয় ও সম্মিলিত উদ্যোগের আহ্বান 

১২

গুম হওয়া বাবার স্মৃতিচারণ করে শিশুর আর্তনাদ, কাঁদলেন তারেক রহমান

১৩

বিক্ষোভে ‘হাজারো হত্যার’ পেছনে যুক্তরাষ্ট্র জড়িত : খামেনি

১৪

ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন আঁতাত ফাঁস

১৫

সন্দ্বীপেরই অংশ ভাসানচর

১৬

৩০০ আসনে জোটবদ্ধ নির্বাচনের ঘোষণা স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের

১৭

মাদারীপুরে রণক্ষেত্র

১৮

ফোর্ট্রেস প্রপার্টি এক্সপো-২০২৬ শুরু

১৯

প্রধান উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানালেন তারেক রহমান

২০
X