উইম্বলডনের সেন্টার কোর্টের রয়্যাল বক্সে বসে রাজবধূ ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটনের সঙ্গে খেলা উপভোগ করেন রজার ফেদেরার; কিন্তু রাজপরিবারের নিয়ম ভেঙে বিতর্কে জড়িয়েছেন তিনি। কী নিয়ম ভেঙেছেন ফেদেরার? ব্রিটেনের রাজপরিবারের অলিখিত নিয়ম হলো, ‘পরিবারের কারও শরীর স্পর্শ করা যায় না। যদি না পরিবারের সদস্য নিজে থেকে এগিয়ে যান।’ রয়্যাল বক্সে যখন ফেদেরার ঢোকেন তখন কেট মিডলটন নিজে এগোননি। ফেদেরার এসে তার পিঠে হাত রাখেন। রাজপরিবারের নিয়ম মেনে কেটের সন্তানরাও প্রকাশ্যে তার সামনে মাথা ঝোঁকান। প্রকাশ্যে জড়িয়ে ধরতে পারেন না। ফেদেরার অনুমতি ছাড়াই কেটকে স্পর্শ করে বিতর্কে জড়ান। যদিও ফেদেরারের সঙ্গে কেটের বন্ধুত্বের সম্পর্ক। কয়েকদিন আগে রাজবধূকে টেনিস শিখিয়েছেন সুইস তারকা। কেটের স্বামী উইলিয়াম ও বোন পিপার সঙ্গেও ভালো সম্পর্ক রয়েছে ফেদেরারের। রাজপরিবারের নিয়ম ভেঙে কেটকে ছোঁয়ায় বিতর্কিত হয়েছেন মিডিয়ায়। তবে এ বিষয়ে ফেদেরার, কেট বা ব্রিটেনের রাজপরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
মন্তব্য করুন