মাসুদ রানা
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৪ জুন ২০২৩, ০৮:২৮ এএম
প্রিন্ট সংস্করণ

পরীমণি গরহাজির, আটকে আছে শ্লীলতাহানির বিচার

পরীমণি গরহাজির, আটকে আছে শ্লীলতাহানির বিচার

দুই বছর আগে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়িকা পরীমণি সাভার থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। তবে ধর্ষণচেষ্টার সত্যতা না পাওয়ায় মারধর ও শ্লীলতাহানির অভিযোগ চার্জশিটে উল্লেখ করা হয়। পরের বছর ১৮ মে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হয়। পরে সাক্ষ্য গ্রহণের পাঁচটি তারিখ ধার্য করেন আদালত। এর মধ্যে মাত্র এক দিন আদালতে উপস্থিত হয়ে আংশিক জবানবন্দি দেন পরীমণি। অন্য চারটি তারিখে আদালতে উপস্থিত না হয়ে সময়ের আবেদন করেন। আসামিরা আদালতে হাজিরা দিলেও বাদীর সাক্ষ্য গ্রহণ শেষ না হওয়ায় বিচারকাজ আগাচ্ছে না।

আদালত সূত্রে জানা যায়, বর্তমানে মামলাটি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এ বিচারাধীন। বিচার শুরুর পর আদালত সাক্ষ্য গ্রহণের জন্য এ পর্যন্ত ছয়টি তারিখ ধার্য করেন। এর মধ্যে পাঁচটি ধার্য তারিখ পার হলেও কোনো সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়নি। গত বছরের ১ আগস্ট সাক্ষ্য গ্রহণের প্রথম তারিখে আদালতে উপস্থিত না হয়ে সময়ের আবেদন করেন পরীমণি। পরে গত ২৯ নভেম্বর পরীমণি আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দেন। ওইদিন জবানবন্দি গ্রহণ শেষ না হওয়ায় ১১ জানুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেন আদালত। এরপর মোট তিনবার ধার্য তারিখে উপস্থিত না হয়ে আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন পরীমণি। সর্বশেষ গত ২৩ মে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হননি তিনি। এ জন্য আগামী ২৪ জুলাই নতুন দিন ধার্য করেন আদালত।

উল্লেখ্য, ২০২১ সালের ১৪ জুন ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাতপরিচয় আসামি করে সাভার থানায় মামলা করেন পরীমণি। যদিও মামলার তদন্তে ধর্ষণচেষ্টার অভিযোগ ও ভয় দেখানোর অপরাধের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর শহিদুল ইসলাম কালবেলাকে বলেন, শুধু পরীমণির মামলা না, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাগুলোর ক্ষেত্রে বাদীপক্ষ সাক্ষী হাজির না করে বিচারে বিলম্ব করায়। পরীমণির মামলায় শেষবারের মতো সময় দেওয়া হয়েছে। আসামি নাসিরের আইনজীবী শাহিনুর ইসলাম কালবেলাকে বলেন, সাক্ষ্য গ্রহণের দিন সাক্ষী আদালতে উপস্থিত হচ্ছে না। তবে আসামিদের ঠিকই নিয়মিত হাজিরা দিতে হচ্ছে। ব্যবসায়ী নাসির, অমিসহ অন্যদের বিরুদ্ধে মামলার আড়াই মাস পর ২০২১ সালের ৪ আগস্ট পরীমণির বনানীর বাসায় অভিযান চালায় র্যাব। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারের ২৭ দিন পর ওই বছরের পহেলা সেপ্টেম্বর জামিনে মুক্তি পান এ চিত্রনায়িকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুর্দিস্তানে ক্যান্সার রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে

হোয়াইটওয়াশ করার মিশনে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ 

ভারত-পাকিস্তান ম্যাচে পোকামাকড়ের উপদ্রব!

৫৮ বছরে সন্তানের বাবা হলেন আরবাজ খান

শান্তি-শৃঙ্খলা রক্ষায় ১১০ ধারা প্রয়োগ করা হবে : ঢাকা জেলা প্রশাসক

একতা থাকলে ক্লিন গ্রিন হেলদি সিটি গড়া সম্ভব : চসিক মেয়র

ধানমন্ডিতে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১০

এমপিওভুক্ত প্রতিষ্ঠানে অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষা উপদেষ্টার বার্তা

ছুটি শেষে রাকসুর প্রচার শুরু, রয়ে গেছে শঙ্কা

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৬৮ কোটি ডলার

১০

অনেক উপদেষ্টা সেফ এক্সিটের কথা ভেবে রেখেছেন : নাহিদ

১১

নতুন সংকট তৈরি হলে আরও একটা গণঅভ্যুত্থান হবে : মঞ্জু

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রদল নেতা বহিষ্কার

১৩

তাহিরপুরে বালু মহালের জায়গা নির্ধারণ করে দিল প্রশাসন

১৪

সমালোচনায় আমার কিছু যায় আসে না : বাঁধন

১৫

চট্টগ্রামে দুই সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর

১৬

সনদ বাস্তবায়নে গণভোটের ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত : আলী রীয়াজ

১৭

স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠার দাবি শিক্ষকদের

১৮

পে-কমিশনের সভায় দাবি উত্থাপিত না হওয়ায় বিচার বিভাগীয় কর্মচারীদের ক্ষোভ

১৯

জাল টাকায় ফোন কিনে যুবকের ১৪ বছরের কারাদণ্ড

২০
X