আব্দুল্লাহ আল জোবায়ের
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ০৮:৩০ এএম
প্রিন্ট সংস্করণ

আগেভাগেই শুরু হচ্ছে পাঠ্যবই ছাপার কাজ

আগেভাগেই শুরু হচ্ছে পাঠ্যবই ছাপার কাজ

আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে বিনামূল্যের পাঠ্যবই নিয়ে জল অনেক ঘোলা হয়। শিক্ষার্থীদের হাতে সঠিক সময়ে বই পৌঁছে দিতে আগামী বছরের বই ছাপার কাজ আগেভাগেই শুরু করেছে সরকার। নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এরই মধ্যে বার্ষিক ক্রয় পরিকল্পনা (এপিপি) চূড়ান্ত হয়েছে। স্পেসিফিকেশন কমিটির কাজ শেষ হয়েছে। টেক কমিটির কাজও শেষের দিকে। টেন্ডার ডকুমেন্টস তৈরি হয়ে গেলে মাঠপর্যায় থেকে চাহিদা নেবে এনসিটিবি। এরপর অন্তর্বর্তী সরকারের নির্দেশনা পেলে টেন্ডার ওপেন করবে তারা। এনসিটিবি চাচ্ছে, চলতি এপ্রিল মাসের মধ্যেই সব কাজ শেষ করে টেন্ডার ওপেন করতে।

এনসিটিবি সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর বই ছাপার কাজ নিয়ে বিপাকে পড়তে হয়। অন্তর্বর্তীকালীন সরকার এসে আগের সরকারের করা সব টেন্ডার বাতিল করে। গত বছরের আগস্টে সাবেক শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন কঠিন এবং এই শিক্ষাক্রম গুটিয়ে নিয়ে পুরোনো পদ্ধতিতে ফিরে যাওয়ার বার্তা দেন। এরপর শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি হয়। সেখানে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় মর্মে প্রতীয়মান হয়েছে বলে জানানো হয়।

এতে কিছু নির্দেশনাও দেওয়া হয়। সেগুলোর মধ্যে রয়েছে ২০২৫ সালে অর্থাৎ চলতি বছর দশম শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ২০২৬ সালে এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার লক্ষ্যে আগের শিক্ষাক্রমের আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যবইগুলো দেওয়া হবে। যেসব শিক্ষার্থী ২০২৫ সালে নবম শ্রেণিতে উত্তীর্ণ হবে তাদের আগের শিক্ষাক্রমের আলোকে প্রণীত শাখা ও গুচ্ছভিত্তিক সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যবইগুলো দেওয়া হবে। এসব শিক্ষার্থী নবম ও দশম শ্রেণি মিলে দুই শিক্ষাবর্ষে সম্পূর্ণ পাঠ্যসূচি শেষে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে। শিক্ষাবিদ, শিক্ষাক্রম বিশেষজ্ঞ, প্যাডাগগ, মূল্যায়ন বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসক, সুশীল সমাজের প্রতিনিধি ও অভিভাবক প্রতিনিধিগণের সহযোগিতায় ২০২৫ সালে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে, যা ২০২৬ সাল থেকে পরিপূর্ণরূপে কার্যকর করা হবে।

এনসিটিবি সূত্র আরও জানিয়েছে, গত বছর বই ছাপানোর কাজে দেরি হলেও মার্চের শেষদিকে সব বই উপজেলা পর্যায়ে পৌঁছানোর ছাড়পত্র পায়। ঈদুল ফিতরের ছুটি শেষে এসব বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে। অন্যদিকে, আগামী বছরের বই ডিসেম্বরের মধ্যেই পাঠাতে চায় এনসিটিবি। যে কারণে গত মার্চেই বই ছাপানোর জন্য প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে সংস্থাটি। স্পেসিফিকেশন কমিটির কাজ শেষ করে এখন টেক কমিটি কাজ করছে। বার্ষিক ক্রয় পরিকল্পনা (এপিপি) চূড়ান্ত হয়েছে। টেন্ডার ডকুমেন্টস তৈরির কাজও চলমান রয়েছে। এক্ষেত্রে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন এনসিটিবি কর্মকর্তারা। এরপর মাঠপর্যায় থেকে বইয়ের চাহিদা নেওয়া হবে। চাহিদা পেয়ে গেলে টেন্ডার ওপেন করার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে এনসিটিবি।

এনসিটিবি সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক ড. রিয়াদ চৌধুরী কালবেলাকে বলেন, আগামী বছরের বই ছাপানোর জন্য প্রস্তুতিমূলক কাজ গত মার্চ মাসেই শুরু হয়েছে। টেন্ডার ডকুমেন্টস তৈরির কাজ চলছে। এরপর বইয়ের চাহিদা নেওয়া হবে। তিনি বলেন, আমরা বিগত বছরগুলোর মতো চাহিদা নেব না। এই চাহিদাপত্র বারবার যাচাই হবে। জেলা ও উপজেলা থেকে তথ্য নেওয়া হবে। শিক্ষা বোর্ডগুলো থেকে তথ্য নেওয়া হবে। মাউশি থেকেও ফের চাহিদা চাওয়া হবে। এ ছাড়া, বিগত বছরগুলোর চাহিদাপত্রের সঙ্গে নতুন চাহিদাপত্রের তুলনা করে দেখা হবে। তিনি আরও বলেন, চাহিদাপত্র মাঠপর্যায়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। সে অনুযায়ী কাজও চলছে। তবে সফটওয়্যারে ইনপুট দিতে কয়েকদিন সময় লাগবে। সব কাজ শেষ হলে আমরা টেন্ডারের জন্য প্রস্তুত হবো। আশা করছি, এপ্রিলের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে।

বর্তমানে এনসিটিবির নিয়মিত চেয়ারম্যান নেই। সম্প্রতি অবসরে গেছেন এতদিন চেয়ারম্যানের দায়িত্বে থাকা অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান। বর্তমানে চেয়ারম্যানের রুটিন দায়িত্ব পালন করছেন সংস্থাটির সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক রবিউল কবীর চৌধুরী। তিনি গত সোমবার কালবেলাকে বলেন, এরই মধ্যে টেন্ডার প্রক্রিয়ায় যাওয়ার সব কাজ সম্পন্ন হয়েছে। আশা করছি আগামী বছর শিক্ষার্থীরা জানুয়ারির মধ্যেই সব বই পেয়ে যাবে। বইয়ে পরিমার্জনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বড় কোনো পরিবর্তন আসবে না।

বাংলাদেশ পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিপণন সমিতির সভাপতি তোফায়েল খান বলেন, গত বছর বিভিন্ন পরিস্থিতির কারণে বই ছাপার কাজ শুরু করতে দেরি হয়েছে। এ বছর আগেভাগেই তারা কাজ শুরু করেছে, এজন্য তাদের সাধুবাদ জানাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্যামসাং টিভি ও মনিটরে আসছে মাইক্রোসফটের 'কোপাইলট' চ্যাটবট

সৌন্দর্যে ভরে উঠছে ত্রিশালের চেচুয়া বিল

আজ মুখোমুখি অবস্থানে যেতে পারেন বিএসসি প্রকৌশলী ও ডিপ্লোমাধারীরা

৩১ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

সিঙ্গারে চাকরির সুযোগ, থাকবে ভাতাসহ প্রভিডেন্ট ফান্ড

টাঙ্গাইলে সাত মাসে সাপের কামড়ের শিকার ৫৩৫ জন

ব্যাংক এশিয়ায় রিলেশনশিপ ম্যানেজার পদে আবেদন করুন আজই

তিন দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

ভারত সফরের পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প : নিউইয়র্ক টাইমস

পুরুষদের জন্য রূপায়ণ গ্রুপে চাকরির সুযোগ

১০

কিশোর-কিশোরীদের জন্য এআই চ্যাটবটে পরিবর্তন আনল মেটা

১১

ইসরায়েলের বিরুদ্ধে নতুন পরিকল্পনা ইয়েমেনি বিদ্রোহীদের

১২

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

১৩

নির্বাচনের কোনো সুষ্ঠু পরিবেশ নেই : শামীম সাঈদী

১৪

ঢাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস

১৫

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৬

৩১ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

১৭

পুলিশ দেখে নদীতে ঝাঁপ দিলেন ৩ যুবক, অতঃপর...

১৮

নামাজ শেষে বসে থাকা গৃহবধূকে কুপিয়ে হত্যা

১৯

রাকসু নির্বাচনে সাইবার বুলিং রোধে ৫ সদস্যের কমিটি

২০
X