জাফর আহমেদ
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ০৮:৪১ এএম
প্রিন্ট সংস্করণ

এবার নির্বাচনে থাকছে না দলীয় প্রভাব

পিডব্লিউডি প্রকৌশলী সমিতি
এবার নির্বাচনে থাকছে না দলীয় প্রভাব

প্রায় সাত বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে গণপূর্ত অধিদপ্তরের বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির (বাপিডিপ্রকৌস) নির্বাচন। ১০ মে পূর্ত ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে সক্রিয় সম্ভাব্য প্রার্থীরা। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এবার ভিন্ন প্রেক্ষাপটে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মনে করছেন সমিতির নেতারা। সমিতির সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির নির্বাচনে তিনটি প্যানেল হতে পারে।

সম্ভাব্য প্রার্থীরা জানান, প্রায় সাত বছর পর নির্বাচন হতে যাচ্ছে। তবে এবার ভিন্ন প্রেক্ষাপটে অনুষ্ঠিত হবে। কারণ, এবার নির্বাচনে দলীয় প্রভাব থাকবে না। কেউ এসে তাদের দলীয় প্রার্থীকে ভোট দিতে বাধ্য করবে বা ভোট কারচুপি করে দলীয় প্রার্থীকে নির্বাচিত করবে—এবার সেই সুযোগ আর হবে না। এ ছাড়া প্রভাব খাটিয়ে ভুয়া ভোটারের ভোট দেওয়ার সুযোগ পাবে না। সুষ্ঠু ও সুন্দর একটি নির্বাচন হবে। তাই ভোটার যাকে ভোট দেবেন, সেই পাস করবেন।

জানা গেছে, গত ১২ জানুয়ারি নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছে সমিতির দায়িত্বপ্রাপ্তরা। নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করবেন এস এম বোরহান উদ্দিন, সহকারী কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মো. জাহাঙ্গীর আলম ও মো. তাজুল ইসলামকে। নির্বাচন কমিশন যথাসময় প্রিসাইডিং অফিসার নিয়োগ দেবে। নির্বাচন সামনে রেখে ঢাকা ও ঢাকার বাইরে আলোচনা ও মিটিংয়ে ব্যস্ত সময় পার করেছেন সম্ভাব্য প্যানেলের প্রার্থীরা।

সমিতি সূত্রে জানা গেছে, এবার নির্বাচনে তিনটি প্যানেল হতে পারে। বর্তমান কমিটির দায়িত্বে থাকা মো. রায়হান-আমিনুল ইসলাম প্যানেল, মোহাম্মাদ আলী আকবর সরকার-ওমর সাক্কাফ ও আমিরুজ্জমান বিলাস-সাখাওয়াত হোসেনের প্যানেল। তবে আমিরুজ্জমান বিলাস-সাখাওয়াত হোসেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ও সাধারণ সম্পাদক। তাদের মধ্যে হয়তো কোনো প্যানেল সমঝোতা করতে পারে। এজন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে।

প্রথম প্যানেল দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করায় আওয়ামী লীগ-বিএনপিসহ সব মতাদর্শীকে নিয়ে প্যানেল ঘোষণা করে নির্বাচনী মাঠে থাকবে। মোহাম্মাদ আলী আকবর সরকার এ সমিতির সাবেক নেতা। প্রকৌশলীদের মধ্যে বেশ আলোচিত মুখ তিনি। গতবার বিভিন্ন বিশৃঙ্খলার মধ্য দিয়ে নির্বাচনে পরাজিত হলেও এবার আওয়ামী লীগ-বিএনপিসহ সব মতাদর্শীকে নিয়ে প্যানেল ঘোষণা করবেন।

আরেক প্যানেল হতে পারে আমিরুজ্জমান বিলাস ও সাখাওয়াত হোসেনের সমন্বয়ে। তারা বিএনপির প্যানেল থেকে নির্বাচন করবেন। বিএনপিমনা প্রকৌশলীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছাড়া সবার খোঁজখবর নিচ্ছেন।

এই তিন প্যানেলের লোকজন তাদের মতো করে গেট টুগেদার ও মিটিং করে প্যানেলের জানান দিচ্ছেন এবং ভোট চাচ্ছেন। ঢাকার বাইরে যেসব প্রকৌশলী আছেন, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। নির্বাচনের মাঠে থাকা সমিতির নেতারা ব্যস্ত সময় পার করছেন।

৩৩ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও একজন সাংগঠনিক সম্পাদক, আট বিভাগের আটজন সহসভাপতি ও একজন সিনিয়র সহসভাপতি, দুজন যুগ্ম সাধারণ সম্পাদক সাতজন নির্বাহী সদস্য থাকবেন। বাকি সব সম্পাদক ও সহসম্পাদক। এ ছাড়া ঢাকা জেলার ২০ জন কাউন্সিলর রয়েছেন। এই সমিতির ভোটার সংখ্যা প্রায় ১২০০। প্রতি তিন বছর পরপর পূর্ত ভবন প্রাঙ্গণে ভোটাদের প্রত্যক্ষ ভোটে প্রতিনিধি নির্বাচিত হন।

ভোটাররা অভিযোগ করে বলেন, পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি ক্ষমতার স্বাদ নিতে সমিতির নামের আগে বঙ্গবন্ধু যুক্ত করে বঙ্গবন্ধু পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ করে। এরপর সমিতির নেতারা মন্ত্রী, সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতাদের গা ঘেঁষে দখলদারিত্ব, বদলি বাণিজ্য ও অনিয়ম-দুর্নীতির শীর্ষে ওঠেন। সিন্ডিকেটের পাল্লা ভারী করতে পরিচিত সদস্যদের ঢাকায় পোস্টিং করা হয়। সংগঠনের নাম দুটি হলেও পরিচালনা করেন একই ব্যক্তিরা। এই সমিতি ও পরিষদের নেতারা ১০ থেকে ১৫ বছর ঢাকায়। কিন্তু শেখ হাসিনা সরকার পতনের পর সংগঠনের নেতারা কেউ কেউ ভোল পাল্টাচ্ছেন। যারা এসব করছেন, তাদের ভোটাররা ভোট দেবেন না। তাদের ভোট দিতে নিরুৎসাহিত করা হবে।

নির্বাচন কমিশনার এস এম বোরহান উদ্দিন কালবেলাকে বলেন, বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির নির্বাচন করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। গত বুধবার নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে। ১৫ ও ১৬ এপ্রিল মনোনয়নপত্র বিতরণ করা হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে ১০ মে। নির্বাচন হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। সমিতির ভোটারের প্রত্যক্ষ ভোটে প্রতিনিধি নির্বাচিত হবেন।

বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির বর্তমান সভাপতি উপবিভাগীয় প্রকৌশলী (তেজগাঁও) মো. রায়হান কালবেলাকে বলেন, সমিতির নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। আমি নির্বাচন করতে আগ্রহী এবং প্যানেল ঘোষণা করব। সমিতির সদস্যের কোনো সমস্যা হলে তাদের পাশে দাঁড়িয়ে সাহায্য-সহযোগিতা করব। কেউ যেন বৈষম্যের শিকার না হয়। যথাসময়ে পদোন্নতি, পোস্টিং, বিদেশে চিকিৎসা, হজসহ নানা বিষয়ে সদস্যদের অধিকার নিয়ে কাজ করেন সমিতির সদস্যরা।

সহকারী প্রকৌশলী গণপূর্ত অধিদপ্তর মোহাম্মাদ আলী আকবর সরকার কালবেলাকে বলেন, দীর্ঘদিন পর সমিতির নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচন কমিশন নিয়োগ দেওয়া হয়েছে। আমি একটা প্যানেল নির্বাচন করব। অন্যবারের তুলনায় এবার নির্বাচন হবে ভিন্ন আঙ্গিকে। কারণ, এবার নির্বাচনে দলীয় প্রভাব থাকবে না। অন্যবার দলীয় লোকজন এসে জোর করে তাদের দলীয় প্রার্থীকে নির্বাচিত করতেন। আশা করি, এবার সেটা হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান থেকে বিতাড়িত আফগানদের দুর্ভাগ্য পিছু ছাড়ল না, নিহত ৭১

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

২০ আগস্ট : আজকের রাশিফলে কী আছে জেনে নিন

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

ওসির স্বাক্ষর জাল করে ১০ লাখ টাকা আত্মসাৎ, পুলিশ সদস্যের নামে মামলা

বায়ুদূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার খবর কী?

টিভিতে আজকের খেলা

চক্ষু বিশেষজ্ঞ বিভাগে নিয়োগ দিচ্ছে রেড ক্রিসেন্ট

দিনাজপুরে প্রজন্ম লীগ নেতা তৈবুর গ্রেপ্তার

ইতালি যাওয়ার এক দিন পরই বাংলাদেশির মৃত্যু

১০

আখেরি চাহার সোম্বা আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

১১

সেলস ম্যানেজার পদে স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ

১২

ফজর নামাজের সময় মসজিদে নারকীয় তাণ্ডব, নিহত ২৭

১৩

দুপুরের মধ্যে ৭ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

১৪

২০ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ 

১৬

হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

১৭

২০ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

১৮

সৌদিগামী যাত্রীদের জন্য সুখবর

১৯

এমবাপ্পের একমাত্র গোলে রিয়ালের কষ্টার্জিত জয়

২০
X