জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে জামায়াতের আমিরকে দেখতে যান তিনি। এনসিপি আহ্বায়ক জামায়াত আমিরের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনা করেন। তার সঙ্গে ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টেও বিষয়টি নিশ্চিত করা হয়। অ্যাডমিনের পক্ষ থেকে দেওয়া ওই পোস্টে বলা হয়, ‘জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব আজ বিকেলে হাসপাতালে এসে আমিরে জামায়াতের সঙ্গে সাক্ষাৎ করে সহমর্মিতা জানিয়েছেন। তারা আমিরে জামায়াতের সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন। আল্লাহতায়ালা তাদের উত্তম পুরস্কার দান করুন। আমিন।’ দলীয় সূত্রে জানা গেছে, ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রের তিনটি প্রধান রক্তনালিতে ব্লক শনাক্ত হয়েছে।
মন্তব্য করুন