বাংলাদেশে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন দেশের চাপ নিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেসকে চিঠি পাঠিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গত শুক্রবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিককের কাছে এ সম্পর্কে জানতে চান এক সাংবাদিক। জবাবে তিনি বলেন, চিঠিটি তিনি দেখেননি। তবে জাতিসংঘ বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রত্যাশা করে।
নির্বাচনে জাতিসংঘ পর্যবেক্ষক পাঠাবে কি না জানতে চাইলে তিনি বলেন, সুনির্দিষ্ট ম্যান্ডেট না থাকলে জাতিসংঘ এখন আর পর্যবেক্ষক পাঠায় না। বাংলাদেশে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি দখলদার বাহিনীর গণহত্যাকে স্বীকৃতি প্রসঙ্গে বলেন, প্রথমত এই ঐতিহাসিক ঘটনা এবং এ ঘটনায় ভুক্তভোগীদের প্রতি যথাযথ সম্মান জানিয়ে বলছি, এ নিয়ে আমি মন্তব্য করব না। দ্বিতীয়ত, আমরা বারবারই বলেছি, কোনো ঘটনাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার কাজ মহাসচিবের নয়। এ দায়িত্ব উপযুক্ত বিচার বিভাগীয় কর্তৃপক্ষের।